নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
হরমোন সেট ৩ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
পত্র ও ফলমােচন রোধ করে
( a ) জিব্বারেলিন
( b ) কাইনিন
( c ) ইথিলিন
( d ) অক্সিন
উত্তর::
পত্র ও ফলমােচন রােধ করে অক্সিন ।
প্রশ্ন ২
হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমােন ইনজেকশন দিতে হয় ?
( a ) STH
( b ) অ্যাড্রিনালিন
( c ) ACTH
( d ) থাইরক্সিন
উত্তর::
হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য অ্যাড্রিনালিন হরমােন ইনজেকশন দিতে হয় ।
প্রশ্ন ৩
N2 বিহীন হরমােনটি হল—
( a ) অক্সিন
( b ) জিব্বারেলিন
( c ) সাইটোকাইনিন
( d ) ফ্লোরিজেন
উত্তর::
N2 বিহীন হরমােনটি হল জিব্বারেলিন ।
প্রশ্ন ৪
হাইপােথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত -
( a ) ভারমিস দ্বারা
( b ) ইনফান্ডিবুলাম দ্বারা
( c ) করপাস ক্যালােসাম দ্বারা
( d ) সাব - আরকনয়েড স্থান দ্বারা
উত্তর::
হাইপােথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত ইনফাণ্ডিবুলাম দ্বারা ।
প্রশ্ন ৫
মিলার-রা ( Miller et , al ) প্রথম কোথা থেকে কাইনেটিন পান ?
( a ) ঈস্টের DNA- থেকে
( b ) ঈস্টের RNA থেকে
( c ) টমেটোর DNA থেকে
( d ) আপেলের RNA থেকে
উত্তর::
মিলার - রা ( Miller et al ) প্রথম ঈস্টের DNA- থেকে কাইনেটিন পান ।
প্রশ্ন ৬
2 , 4 - D হল একটি
( a ) প্রাকৃতিক হরমােন
( b ) কৃত্রিম হরমােন
( c ) প্রকল্পিত হরমােন
( d ) প্রাণী হরমােন
উত্তর::
2 , 4 - D হল একটি কৃত্রিম হরমােন ।
প্রশ্ন ৭
নারীর কোমল কণ্ঠস্বর ও দেহে লােম বিরলতা ইত্যাদির মত যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানাের জন্য দায়ী হরমােন হল
( a ) ইস্ট্রোজেন
( b ) প্রােজেস্টেরন
( c ) টেস্টোরেন
( d ) FSH
উত্তর::
নারীর কোমল কণ্ঠস্বর ও দেহে লােম বিরলতা ইত্যাদির মতাে যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানাের জন্য দায়ী হরমােন হল ইস্ট্রোজেন ।
প্রশ্ন ৮
নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে
( a ) ডিম্বাশয়টি ফলে পরিণত হয়
( b ) ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয় না
( c ) ফলের আকার ছোট হয়
( d ) ফলের আকার বড় হয়
উত্তর::
নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে ডিম্বাশয়টি ফলে পরিণত হয়।
Comments
Post a Comment