পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
হরমোন সেট ৩ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
পত্র ও ফলমােচন রোধ করে
( a ) জিব্বারেলিন
( b ) কাইনিন
( c ) ইথিলিন
( d ) অক্সিন
উত্তর::
পত্র ও ফলমােচন রােধ করে অক্সিন ।
প্রশ্ন ২
হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমােন ইনজেকশন দিতে হয় ?
( a ) STH
( b ) অ্যাড্রিনালিন
( c ) ACTH
( d ) থাইরক্সিন
উত্তর::
হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য অ্যাড্রিনালিন হরমােন ইনজেকশন দিতে হয় ।
প্রশ্ন ৩
N2 বিহীন হরমােনটি হল—
( a ) অক্সিন
( b ) জিব্বারেলিন
( c ) সাইটোকাইনিন
( d ) ফ্লোরিজেন
উত্তর::
N2 বিহীন হরমােনটি হল জিব্বারেলিন ।
প্রশ্ন ৪
হাইপােথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত -
( a ) ভারমিস দ্বারা
( b ) ইনফান্ডিবুলাম দ্বারা
( c ) করপাস ক্যালােসাম দ্বারা
( d ) সাব - আরকনয়েড স্থান দ্বারা
উত্তর::
হাইপােথ্যালামাসের সঙ্গে পিটুইটারি যুক্ত ইনফাণ্ডিবুলাম দ্বারা ।
প্রশ্ন ৫
মিলার-রা ( Miller et , al ) প্রথম কোথা থেকে কাইনেটিন পান ?
( a ) ঈস্টের DNA- থেকে
( b ) ঈস্টের RNA থেকে
( c ) টমেটোর DNA থেকে
( d ) আপেলের RNA থেকে
উত্তর::
মিলার - রা ( Miller et al ) প্রথম ঈস্টের DNA- থেকে কাইনেটিন পান ।
প্রশ্ন ৬
2 , 4 - D হল একটি
( a ) প্রাকৃতিক হরমােন
( b ) কৃত্রিম হরমােন
( c ) প্রকল্পিত হরমােন
( d ) প্রাণী হরমােন
উত্তর::
2 , 4 - D হল একটি কৃত্রিম হরমােন ।
প্রশ্ন ৭
নারীর কোমল কণ্ঠস্বর ও দেহে লােম বিরলতা ইত্যাদির মত যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানাের জন্য দায়ী হরমােন হল
( a ) ইস্ট্রোজেন
( b ) প্রােজেস্টেরন
( c ) টেস্টোরেন
( d ) FSH
উত্তর::
নারীর কোমল কণ্ঠস্বর ও দেহে লােম বিরলতা ইত্যাদির মতাে যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটানাের জন্য দায়ী হরমােন হল ইস্ট্রোজেন ।
প্রশ্ন ৮
নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে
( a ) ডিম্বাশয়টি ফলে পরিণত হয়
( b ) ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয় না
( c ) ফলের আকার ছোট হয়
( d ) ফলের আকার বড় হয়
উত্তর::
নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে ডিম্বাশয়টি ফলে পরিণত হয়।

Comments
Post a Comment