বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
![]() |
| Solve |
প্রশ্ন ১
মেনিনজেস আবরকটি -
( a ) দ্বিস্তরী
( b ) ত্রিস্তরী
( c ) একস্তরী
( d ) চতুস্তুরী
উত্তর::
মেনিনজেস আবরকটি ত্রিস্তরী ।
প্রশ্ন ২
মস্তিষ্কের ভিতরের দিকের আবরণটির নাম -
( a ) ডুরামেটার
( b ) পায়ামেটার
( c ) আরাকনয়েডমেটার
( d ) এণ্ডােমেটার
উত্তর:
মস্তিষ্কের ভিতরের দিকের আবরণটির নাম পায়ামেটার ।
প্রশ্ন ৩
প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়—
( a ) মস্তিষ্কের নির্দেশে
( b ) পেশির নির্দেশে
( c ) সুষুম্নাকাণ্ডের নির্দেশে
( d ) লঘুমস্তিষ্কের নির্দেশে
উত্তর:
প্রতিবর্ত ক্রিয়া সস্পন্ন হয় সুষুম্নাকাণ্ডের নির্দেশে ।
প্রশ্ন ৪
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে
( a ) গুরুমস্তিষ্ক
( b ) লঘুমস্তিস্ক
( C ) অগ্রমস্তিষ্ক
( d ) মধ্যমস্তিষ্ক
উত্তর::
দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘুমস্তিষ্ক ।
প্রশ্ন ৫
মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা হল—
( a ) 12 জোড়া
( b ) 13 জোড়া
( C ) 31 জোড়া
( d ) 3 1 টি
উত্তর::
মানুষের সুষুম্নাস্নায়ুর সংখ্যা 31 জোড়া ।
প্রশ্ন ৬
মানুষের করােটিয় স্নায়ুর সংখ্যা -
( a ) 12 জোড়া
( b ) 10 জোড়া
( c ) 12 টি
( d ) 10 টি
উত্তর::
মানুষের করােটিয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া ।
প্রশ্ন ৭
গুরুমস্তিষ্কের বাইরে থাকে
( a ) শ্বেতবস্তু
( b ) ধূসর বস্তু
( c ) প্রজননিক বস্তু
( d ) বর্জ্য বস্তু
উত্তর::
গুরুমস্তিষ্কের বাইরে থাকে ধূসর বস্তু ।
প্রশ্ন ৮
সেরিব্রো-স্পাইনাল ফ্লুইড হল—
( a ) মৃদু আম্লিক
( b ) তীব্র আম্লিক
( c ) ক্ষারীয়
( d ) প্রশম
উত্তর::
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হল ক্ষারীয় ।
প্রশ্ন ৯
মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে বলে—
( a ) অরিকল
( b ) ভেন্ট্রিকল
( c ) নিউরােসিল
( d ) হিমােসিল
উত্তর::
মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে বলে ভেন্ট্রিকল ।
প্রশ্ন ১০
একটি সরল প্রতিবর্ত চাপে কয়টি অংশ থাকে ?
( a ) তিনটি
( b ) চারটি
( c ) পাঁচটি
( d ) ছয়টি
উত্তর::
একটি সরল প্রতিবর্ত চাপে পাঁচটি অংশ থাকে ।

Comments
Post a Comment