বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
![]() |
| Solve |
হরমোন সেট ১ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ইনসুলিনের অভাবে কোন রােগ হয় ?
( a ) ডায়াবেটিস ইনসিপিডাস
( b ) ডায়াবেটিস মেলিটাস
( c ) জায়গন্টিজম
( d ) গলগন্ড
উত্তর::
ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রােগ হয় ।
প্রশ্ন ২
প্রসবক্রিয়ায় সাহায্যকারী হরমােনটি হল
( a ) ভ্যাসােপ্রেসিন
( b ) অক্সিটোসিন
( c ) প্রােল্যাকটিন
( d ) FSH
উত্তর::
প্রসবক্রিয়ায় সাহায্যকারী হরমােনটি হল অক্সিটোসিন ।
প্রশ্ন ৩
কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে ?
( a ) থাইরয়েড
( b ) পিটুইটারি
( c ) অগ্ন্যাশয়
( d ) অ্যাড্রিনাল
উত্তর::
পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে ।
প্রশ্ন ৪
একটি গ্যাসীয় হরমােন হল
( a ) ইথিলিন
( b ) অক্সিন
( c ) জিব্বারেলিন
( d ) কাইনিন
উত্তর::
একটি গ্যাসীয় হরমােন হল ইথিলিন ।
প্রশ্ন ৫
উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায়—
( a ) ইথিলিন
( b ) অক্সিন
( c ) জিব্বারেলিন
( d ) কাইনিন
উত্তর::
উদ্ভিদের কোলিওটাইলে পাওয়া যায় অক্সিন ।
প্রশ্ন ৬
হরমােন এক ধরনের
( a ) ভৌত সমন্বয়ক
( b ) রাসায়নিক সমন্বয়ক
( c ) উৎসেচক
( d ) ভিটামিন
উত্তর::
হরমোন এক ধরনের রাসায়নিক সমন্বয়ক ।
প্রশ্ন ৭
মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটি হল—
( a ) থাইরয়েড
( b ) অ্যাড্রিনাল
( c ) পিটুইটারি
( d ) অগ্ন্যাশয়
উত্তর::
মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটি হল পিটুইটারি ।
প্রশ্ন ৮
মানবদেহের কোন অনাল গ্রন্থিটি বৃক্কের উপরে অবস্থিত ?
( a ) থাইরয়েড
( b ) পিটুইটারি
( c ) অ্যাড্রিনাল
( d ) অগ্ন্যাশয়
উত্তর::
মানবদেহের অ্যাড্রিনাল গ্রন্থিটি বৃক্কের উপরে অবস্থিত ।
প্রশ্ন ৯
গোনাড বলে -
( a ) শুক্রাশয়কে
( b ) ডিম্বাশয়কে
( c ) শুক্রাশয় ও ডিম্বাশয়কে
( d ) অগ্ন্যাশয়কে
উত্তর::
গােনাড বলে শুক্রাশয় ও ডিম্বাশয়কে ।
প্রশ্ন ১০
একটি লােকাল হরমোন হল
( a ) থাইরক্সিন
( b ) অ্যাড্রিনালিন
( c ) টেস্টোস্টেরন
( d ) ইনসুলিন
উত্তর::
একটি লােকাল হরমােন হল টেস্টোস্টেরন ।
হরমোন সেট ৩ এর জন্য এখানে ক্লিক করুন।

Comments
Post a Comment