নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
![]() |
Solve |
সেট ১ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
নিজল দানা থাকে নিউরােনের -
( a ) দেহকোশে
( b ) কোশদেহে
( c ) ডেনড্রনে
( d ) অ্যাক্সনে
উত্তর::
নিজল দানা থাকে নিউরােনের কোশদেহে ।
প্রশ্ন ২
নিজল দানা হল প্রকৃতপক্ষে -
( a )সেন্ট্রোজোম
( b ) রাইবােজোম
( c ) লাইসােজোম
( d ) ডিকটিওজোম
উত্তর::
নিজল দানা হল প্রকৃতপক্ষে রাইবােজোম ।
প্রশ্ন ৩
স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল -
( a ) নিউরােন
( b ) নিউরােগ্লিয়া
( c ) নেফ্রন
( d ) নিজল দানা
উত্তর::
স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল নিউরােন ।
প্রশ্ন ৪
স্নায়ুতন্ত্রের ধারক কোশটির নাম
( a ) নিউরােন
( b ) নিউরােগ্লিয়া
( c ) নেফ্রন
( d ) নিজল দানা
উত্তর::
স্নায়ুতন্ত্রের ধারক কোশটির নাম নিউরােগ্লিয়া ।
প্রশ্ন ৫
গুরুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের যােজককে বলে—
( a ) করপাস স্ট্রায়েটাম
( b ) করপাস ক্যালােসাম
( c ) ভারমিস
( d ) করােপােরা কোয়াড্রিজেমিনা
উত্তর::
গুরুমস্তিষ্কের গােলার্ধদ্বয়ের যােজককে বলে করপাস ক্যালােসাম ।
প্রশ্ন ৬
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা -
( a ) আরশােলার
( b ) কেচোর
( c ) শামুকের
( d ) মানুষের
উত্তর::
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা মানুষের ।
প্রশ্ন ৭
দুটি নিউরােনের সংযােগস্থলকে বলে—
( a ) সাইন্যাপস
( b ) সাইন্যাপসিস
( c ) সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স
( d ) সিস্টোলিথ
উত্তর::
দুটি নিউরােনের সংযােগস্থলকে বলে সাইন্যাপস ।
প্রশ্ন ৮
মানুষের সুষুম্নাকান্ডটি কয়টি খণ্ডক দ্বারা গঠিত ?
( a ) 12 টি
( b ) 13 টি
( c ) 31 টি
( d ) 32 টি
উত্তর::
মানুষের সুষুম্নাকান্ডটি 31 টি খণ্ডক দ্বারা গঠিত ।
প্রশ্ন ৯
একটি নিউরােট্রান্সমিটার হল
( a ) অ্যাসিটিক অ্যাসিড
( b ) অ্যাসিটাইল কোলিন
( c ) অ্যাসিটাইল কো - এ
( d ) কোলিন
উত্তর::
একটি নিউরােট্রান্সমিটার হল আসিটাইল কোলিন ।
প্রশ্ন ১০
ভেগাস স্নায়ু হল এক ধরনের
( a ) চেষ্টিয় স্নায়ু
( b ) সংজ্ঞাবাহ স্নায়ু
( c ) মিশ্র স্নায়ু
( d ) সুষুম্নস্নায়ু
উত্তর::
ভেগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু ।
স্নায়ুতন্ত্র সেট ৩ এর জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment