বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
(Bank P.O. 2007)
916 * ? * 3 = 214344
(A) 78
(B) 68
(C) 84
(D) 66
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 02
(Bank P.O. 2007)
8988 / 8 / 4 = ?
(A) 4494
(B) 561.75
(C) 2247
(D) 280.875
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 03
(Bank P.O. 2007)
888888 / 888 / 88 = ?
(A) 88889
(B) 29
(C) 44449
(D) 11.375
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 04
(Bank P.O. 2007)
√? = (88 * 42) / 16
(A) 3696
(B) 39660
(C) 43163
(D) 53361
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 05
(Bank P.O. 2007)
(5/6) * (2/9) / (4/9) / (6/7) = ?
(A) 0.44
(B) 0.32
(C) 0.49
(D) 0.36
(E) 0.4
প্রশ্ন 06
(LIC 2008)
0.06945 সংখ্যাটির 9 এর স্থানীয় মান কত?
(A) 9/1
(B) 9/10
(C) 9/100
(D) 9/1000
প্রশ্ন 07
(S.S.C. 2008)
6784 + 2213 + 844 - ? = 6743 + 775
(A) 2332
(B) 2323
(C) 2343
(D) 2442
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 08
(Bank P.O. 2006)
1984 +523 - ? = 1899
(A) 608
(B) 618
(C) 708
(D) 718
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 09
(Bank P.O. 2006)
85793 - ? +151 = 77477
(A) 8467
(B) 8476
(C) 8674
(D) 8764
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(S.S.C. 2007)
(45 + 46 + 47 + ... + 113 + 114 + 115) = ?
(A) 5600
(B) 5656
(C) 5680
(D) 4000
Comments
Post a Comment