নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিন ০৫ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 01
(M.B.A. 2005)
587 * 999 = ?
(A) 586413
(B) 587523
(C) 614823
(D) 615173
প্রশ্ন 02
(BANK P.O. 2006)
20111 * 21 * 11 = ?
(A) 4645641
(B) 4645461
(C) 4645611
(D) 4645645
প্রশ্ন 03
(HOTEL MANAGEMENT 2002)
217 * 217 + 183 * 183 = ?
(A) 79698
(B) 80578
(C) 80698
(D) 81268
প্রশ্ন 04
(S.S.C. 2004)
'A' এর মান কত হলে, 78A3945 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে ?
(A) 0
(B) 1
(C) 3
(D) 5
প্রশ্ন 05
(S.S.C. 2005)
নিচের কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য নয় ?
(A) 50436
(B) 54036
(C) 65043
(D) 34056
প্রশ্ন 06
(S.S.C. 2007)
একটা ভাগ অঙ্কে বলা আছে, ভাজক, ভাগফলের 7 গুন এবং ভাগশেষ এর 3 গুন। যদি ভাগশেষ 28 হয়, তবে ভাজ্যের মান নির্ণয় করো ?
(A) 588
(B) 784
(C) 823
(D) 1036
প্রশ্ন 07
(S.S.C. 2008)
কোনো একটি সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63। যদি ঐ সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত ভাগশেষ থাকবে?
(A) 3
(B) 1
(C) 5
(D) 0
প্রশ্ন 08
(S.S.C. 2005)
কোনো একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যায়। যদি ঐ সংখ্যাটির বর্গ সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত ভাগশেষ পাওয়া যাবে ?
(A) 0
(B) 1
(C) 2
(D) 4
প্রশ্ন 09
(BANK P.O. 2006)
41116 সংখ্যাটির সাথে নুন্যতম কত যোগ করলে, যোগফল 8 দ্বারা বিভাজ্য হবে ?
(A) 4
(B) 5
(C) 8
(D) 12
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(S.S.C. 2005)
একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল 25 গুন এবং ভাগশেষ এর 5 গুন। যদি ভাগফল 16 হয়, তাহলে ভাজ্য কত ?
(A) 400
(B) 480
(C) 6400
(D) 6480
দিন ০৭ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment