বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিন ০৫ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 01
(M.B.A. 2005)
587 * 999 = ?
(A) 586413
(B) 587523
(C) 614823
(D) 615173
প্রশ্ন 02
(BANK P.O. 2006)
20111 * 21 * 11 = ?
(A) 4645641
(B) 4645461
(C) 4645611
(D) 4645645
প্রশ্ন 03
(HOTEL MANAGEMENT 2002)
217 * 217 + 183 * 183 = ?
(A) 79698
(B) 80578
(C) 80698
(D) 81268
প্রশ্ন 04
(S.S.C. 2004)
'A' এর মান কত হলে, 78A3945 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে ?
(A) 0
(B) 1
(C) 3
(D) 5
প্রশ্ন 05
(S.S.C. 2005)
নিচের কোন সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য নয় ?
(A) 50436
(B) 54036
(C) 65043
(D) 34056
প্রশ্ন 06
(S.S.C. 2007)
একটা ভাগ অঙ্কে বলা আছে, ভাজক, ভাগফলের 7 গুন এবং ভাগশেষ এর 3 গুন। যদি ভাগশেষ 28 হয়, তবে ভাজ্যের মান নির্ণয় করো ?
(A) 588
(B) 784
(C) 823
(D) 1036
প্রশ্ন 07
(S.S.C. 2008)
কোনো একটি সংখ্যাকে 899 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63। যদি ঐ সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত ভাগশেষ থাকবে?
(A) 3
(B) 1
(C) 5
(D) 0
প্রশ্ন 08
(S.S.C. 2005)
কোনো একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ পাওয়া যায়। যদি ঐ সংখ্যাটির বর্গ সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত ভাগশেষ পাওয়া যাবে ?
(A) 0
(B) 1
(C) 2
(D) 4
প্রশ্ন 09
(BANK P.O. 2006)
41116 সংখ্যাটির সাথে নুন্যতম কত যোগ করলে, যোগফল 8 দ্বারা বিভাজ্য হবে ?
(A) 4
(B) 5
(C) 8
(D) 12
(E) কোনোটিই নয়।
প্রশ্ন 10
(S.S.C. 2005)
একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল 25 গুন এবং ভাগশেষ এর 5 গুন। যদি ভাগফল 16 হয়, তাহলে ভাজ্য কত ?
(A) 400
(B) 480
(C) 6400
(D) 6480
দিন ০৭ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।

Comments
Post a Comment