নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
হরমোন সেট ২ এর জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন ১
ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর ঘটাতে সাহায্য করে
( a ) ইনসুলিন
( b ) থাইরক্সিন
( c ) গ্রুকাগন
( d ) ACTH
উত্তর::
ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর ঘটাতে সাহায্য করে থাইরক্সিন ।
প্রশ্ন ২
জরুরিকালীন হরমােন বলা হয়—
( a ) ACTH- কে
( b ) অ্যাড্রিনালিনকে
( c ) TSH- কে
( d ) GTH- কে
উত্তর::
জরুরিকালীন হরমােন বলা হয় আড্রিনালিনকে ।
প্রশ্ন ৩
নীচের কোন গ্রন্থি থেকে ACTH আক্ষরিত হয় ?
( a ) থাইরয়েড
( b ) অ্যাড্রিনাল
( c ) পিটুইটারি
( d ) অগ্ন্যাশয়
উত্তর::
পিটুইটারি গ্রন্থি থেকে ACTH ক্ষরিত হয় ।
প্রশ্ন ৪
ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাংগারহ্যানসের
( a ) alpha কোশ থেকে
( b ) Bita - কাশ থেকে
( c ) gama- কোশ থেকে
( d ) delta - কোশ থেকে
উত্তর::
ইনসুলিন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আইলেটস অফ্ ল্যাংগারহ্যানসের Bita— কোশ থেকে ।
প্রশ্ন ৫
অ্যান্ড্রোজেন হল -
( a ) টেস্টোস্টেরন ও প্রােজেস্টেরন
( b ) প্রােজেস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন
( c ) টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন
( d ) প্রােজেস্টেরন ও রিলক্সিন
উত্তর::
অ্যান্ড্রোজেন হল টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন ।
প্রশ্ন ৬
মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে বলে -
( a ) ফুকটোসুরিয়া
( b ) গ্লুকোসুরিয়া
( c ) লাইপুরিয়া
( d ) ল্যাকটোসুরিয়া
উত্তর::
মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে বলে গ্লুকোসুরিয়া ।
প্রশ্ন ৭
কুসিং সিনড্রোম রােগ হয়—
( a ) STH- এর অধঃক্ষরণে
( b ) ACTH- এর অধঃক্ষরণে
( c ) ACTH- এর অধিক্ষরনে
( d ) TSH এর অধঃক্ষরণে
উত্তর::
কুসিং সিনড্রোম রােগ হয় ACTH- এর অধিক্ষরণে।
প্রশ্ন ৮
BMR বৃদ্ধিকারী হরমােনটি হল -
( a ) ACTH
( b ) TSH
( c ) থাইরক্সিন
( d ) অ্যাড্রিনালিন
উত্তর::
BMR বৃদ্ধিকারী হরমােনটি হল থাইরক্সিন ।
প্রশ্ন ৯
ফ্লোরিজেন হল এক ধরনের -
( a ) কৃত্রিম হরমােন
( b ) প্রকল্পিত হরমােন
( e ) প্রাকৃতিক হরমােন
( d ) প্রাণী হরমােন
উত্তর::
ফ্লোরিজেন হল একধানের প্রকল্পিত হরমােন ।
প্রশ্ন ১০
শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে কোন রােগ হয় –
( a ) বামনত্ব
( b ) মিক্সিডেমা
( c ) ক্রেটিনিজম
( d ) অ্যাক্রোমেগালী
উত্তর::
শৈশবে থাইরক্সিন কম ক্ষরিত হলে ক্রেটিনিজম রােগ হয় ।
হরমোন সেট ৪ এর জন্য এখানে ক্লিক করুন।
Comments
Post a Comment