বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিন ০৬ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 1
নিচের রাশি তথ্য গুলির গড় নির্ণয় করো।
16, 17, 18, 22, 23, 27, 31, 36.
প্রশ্ন 2
15 জন বালকের একটি দলের গড় উচ্চতা 60 ইঞ্চি এবং 20 জন বালকের অপর একটি দলের গড় উচ্চতা 62 ইঞ্চি। দুটি দলের সংযুক্ত দলের গড় উচ্চতা কতো?
প্রশ্ন 3
100 জন বালকের একটি দলের গড় বয়স ছিল 9.35 বছর। এদের মধ্যে 25 জনের গড় বয়স ছিল 8.75 বছর এবং অপর 65 জনের গড় বয়স ছিল 10.51 বছর। অবশিষ্ট বালকদের গড় বয়স কত ছিল ?
প্রশ্ন 4
কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?
প্রশ্ন 5
21 টি আম গাছ, 42 টি পেয়ারা গাছ এবং 56 টি লেবু গাছ একটি বাগানে এমনভাবে সারিতে রোপণ করতে হবে যেন প্রত্যেক সারিতে কেবল একই প্রকারের গাছ থাকে। গাছগুলিকে সর্বাপেক্ষা যে কম সংখ্যক সারিগুলিতে রোপণ করা যায়, তার সংখ্যা হলো -
(A) 7
(B) 15
(C) 17
(D) 20
প্রশ্ন 6
যদি দুটি সংখ্যার সমষ্টি তাদের গুণফলের সমান হয়, তবে 1 ও 5 এর মধ্যে এরূপ তিন জোড়া সংখ্যা নর্ণয় করো।
প্রশ্ন 7
কোনো পূর্ণ সংখ্যার এককের অঙ্ক (digit) কী কী হলে সংখ্যাটির ঘনফলের এককের অঙ্কও তাই হবে ?
প্রশ্ন 8
40 এবং 100 এর মধ্যবর্তী কোন দুটি সংখ্যার গ সা গু 15 ? এরূপ কয় জোড়া সংখ্যা সম্ভব?
প্রশ্ন 9
1 ও 2 দ্বারা গঠিত 6 টি বাস্তব সংখ্যা লেখ।
প্রশ্ন 10
9909 এর পূর্ববর্তী পূর্নবর্গ সংখ্যা কোনটি?

Comments
Post a Comment