নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিন ০৬ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন 1
নিচের রাশি তথ্য গুলির গড় নির্ণয় করো।
16, 17, 18, 22, 23, 27, 31, 36.
প্রশ্ন 2
15 জন বালকের একটি দলের গড় উচ্চতা 60 ইঞ্চি এবং 20 জন বালকের অপর একটি দলের গড় উচ্চতা 62 ইঞ্চি। দুটি দলের সংযুক্ত দলের গড় উচ্চতা কতো?
প্রশ্ন 3
100 জন বালকের একটি দলের গড় বয়স ছিল 9.35 বছর। এদের মধ্যে 25 জনের গড় বয়স ছিল 8.75 বছর এবং অপর 65 জনের গড় বয়স ছিল 10.51 বছর। অবশিষ্ট বালকদের গড় বয়স কত ছিল ?
প্রশ্ন 4
কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ?
প্রশ্ন 5
21 টি আম গাছ, 42 টি পেয়ারা গাছ এবং 56 টি লেবু গাছ একটি বাগানে এমনভাবে সারিতে রোপণ করতে হবে যেন প্রত্যেক সারিতে কেবল একই প্রকারের গাছ থাকে। গাছগুলিকে সর্বাপেক্ষা যে কম সংখ্যক সারিগুলিতে রোপণ করা যায়, তার সংখ্যা হলো -
(A) 7
(B) 15
(C) 17
(D) 20
প্রশ্ন 6
যদি দুটি সংখ্যার সমষ্টি তাদের গুণফলের সমান হয়, তবে 1 ও 5 এর মধ্যে এরূপ তিন জোড়া সংখ্যা নর্ণয় করো।
প্রশ্ন 7
কোনো পূর্ণ সংখ্যার এককের অঙ্ক (digit) কী কী হলে সংখ্যাটির ঘনফলের এককের অঙ্কও তাই হবে ?
প্রশ্ন 8
40 এবং 100 এর মধ্যবর্তী কোন দুটি সংখ্যার গ সা গু 15 ? এরূপ কয় জোড়া সংখ্যা সম্ভব?
প্রশ্ন 9
1 ও 2 দ্বারা গঠিত 6 টি বাস্তব সংখ্যা লেখ।
প্রশ্ন 10
9909 এর পূর্ববর্তী পূর্নবর্গ সংখ্যা কোনটি?
Comments
Post a Comment