নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বৃক্কীয় পাের্টালতন্ত্র শুরু হয়—
বৃক্কীয় পাের্টালতন্ত্র শুরু হয়—
(a) সায়াটিক বৃক্কীয় পাের্টাল শিরা
(b) ফিমােরাল বৃক্কীয় পাের্টাল শিরা
(c) বৃক্কীয় পাের্টাল শিরা
(d) ফিমােরাল, সায়াটিক, বৃক্কীয় পাের্টাল শিরা
উত্তর: C
প্রশ্ন:২
লসিকা দেখতে বর্ণহীন কারণ—
(a) WBC থাকে
(b) WBC থাকে না
(c) হিমােগ্লোবিন থাকে না
(d) RBC থাকে না
উত্তর: D
(a) যখন উভয় মা এবং ভ্রূণ Rh ধনাত্মক কিন্তু বাবা ঋণাত্মক হয়
(b) যখন উভয় বাবা এবং ভ্রূণ ধনাত্মক, কিন্তু মা ঋণাত্মক হয়
(c) যখন মা Rh ঋণাত্মক এবং ভ্রূণ Rh ঋণাত্মক হয়
(d) যখন মা Rh ধনাত্মক এবং ভ্রূণ Rh ঋণাত্মক হয়
উত্তর: B
প্রশ্ন:৪
নীচের কোন্ উক্তিটি সঠিক নয় ?
(a) T-লিম্ফোসাইট কোশভিত্তিক অনাক্রম্যতা করে
(b) লিম্ফোসাইট সহজাত অনাক্রম্যতা করে না
(c) রক্তের বেসিক পলিপেপটাইড সহজাত অনাক্রম্যতা করে
(d) ইন্টারফেরন একপ্রকার ভাইরাস প্রতিরােধক প্রােটিন
উত্তর: B
প্রশ্ন:৫
হেপাটিক পাের্টালতন্ত্র শুরু হয়—
(a) পরিপাকতন্ত্র থেকে যকৃতে
(b) যকৃৎ থেকে হৃৎপিণ্ডে
(c) বৃক্ক থেকে যকৃতে
(d) যকৃৎ থেকে বৃক্বে
উত্তর: A
প্রশ্ন:৬
রক্তে প্রচুর পরিমাণে লােহিত রক্তকণিকার উপস্থিতিকে কী বলে ?
(a) পলিসাইথিমিয়া
(b) আইসােসাইথিমিয়া
(c) লিউকোসাইথেমিয়া
(d) পারপিউরা
উত্তর: A
প্রশ্ন:৭
কী কারণের জন্য একজন চিকিৎসক একটি দম্পতিকে একের অধিক সন্তান না হওয়ার জন্য পরামর্শ দেন যখন পুরুষ ও স্ত্রীলােকের Rh ফ্যাক্টরের প্রকৃতি হবে—
(a) পুরুষের Rh+ এবং স্ত্রীলােকের Rh-
(b) পুরুষের Rh- এবং স্ত্রীলােকের Rh-
(c) পুরুষের Rh+ এবং স্ত্রীলােকের Rh+
(d) পুরুষের Rh- এবং স্ত্রীলােকের Rh+
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে ?
(a) ভিটামিন A
(b) ভিটামিন C
(c) ভিটামিন K
(d) ভিটামিন E
উত্তর: C
প্রশ্ন:৯
সব থেকে বড়াে অন্তঃস্থ শিরা যা পৌষ্টিকনালি থেকে উৎপন্ন হয়ে যকৃতে যায়—
(a) হেপাটিক ধমনি
(b) মহাধমনি
(c) হেপাটিক শিরা
(d) হেপাটিক পাের্টাল শিরা
উত্তর: D
প্রশ্ন:১০
পৌষ্টিকনালি থেকে রক্তবাহ যেভাবে যকৃতে গ্লুকোজ নিয়ে যায়, সেটি হল—
(a) হেপাটিক ধমনি
(b) হেপাটিক পাের্টাল শিরা
(c) ফুসফুসীয় শিরা
(d) কোনােটিই নয়
উত্তর: B
Comments
Post a Comment