নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোনটি রক্ত থেকে অ্যালভিওলাইতে নিষ্কাশিত মূল বর্জিত গ্যাস ?
(a) CO2
(b) O2
(c) NH3
(d) N2
উত্তর: A
প্রশ্ন:২
হিমােগ্লোবিনকে নিম্নলিখিতরূপে ব্যাখ্যা করা যায়—
(a) প্রােটিন
(b) লাইপােপ্রােটিন
(c) উৎসেচক
(d) নিউক্লিওলিপিড
উত্তর: A
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন সম্পন্ন করতে পারে ?
(a) আরশােলা
(b) লিউমােলসানেলিয়া
(c) অ্যামিবা
(d) টিনিয়া সােলিয়াম
উত্তর: D
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোনটি O2-এর অভাবে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় ?
(a) হৃৎপেশি
(b) আন্তরযন্ত্ৰীয় পেশি
(c) হায়ালিন তরুণাস্থি
(d) দীর্ঘ অস্থি
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোনটিতে স্বরনালি অবস্থিত ?
(a) ইসােফেগাস
(b) ল্যারিংক্স
(c) ফ্যারিংক্স
(d) ব্রংকি
উত্তর: B
প্রশ্ন:৬
নিম্নলিখিত কোন্ প্রাণীগােষ্ঠীর ফুসফুস পরিবর্ধনক্ষম নয় এবং পরিবর্ধনযােগ্য বায়ুথলি দ্বারা যুক্ত ?
(a) স্তন্যপায়ী
(b) পাখি
(c) সরীসৃপ
(d) উভচর
উত্তর: B
প্রশ্ন:৭
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে শ্বসন হার—
(a) ধীরে ধীরে কমবে
(b) দ্রুত কমবে
(c) বৃদ্ধি পাবে
(d) অপরিবর্তিত থাকবে
উত্তর: C
প্রশ্ন:৮
নিম্নলিখিত কোনটি দ্বারা Adam's আপেল গঠিত ?
(a) ল্যারিংক্স
(b) ফ্যারিংক্স
(c) ইসােফেগাস
(d) ব্রংকি
উত্তর: A
প্রশ্ন:৯
শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিম্নলিখিতটির দ্বারা—
(a) প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র
(b) সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র
(c) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
(d) প্রান্তীয় স্নায়ুতন্ত্র
উত্তর: C
প্রশ্ন:১০
যদি রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে শ্বাসকার্য—
(a) বৃদ্ধি পাবে
(b) হ্রাস পাবে
(c) বন্ধ হবে
(d) কোনােরূপ পরিবর্তন ঘটবে না
উত্তর: A
Comments
Post a Comment