দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
দেহে রােগ-প্রতিরােধের জন্য কোনটির প্রয়ােজন ?
(a) লিম্ফোসাইট
(b) ম্যাক্রোফাজ
(c) নিউট্রোফিল
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:২
রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়—
(a) XI
(b) হােমােজেনটিসিক অ্যাসিড অক্সিডেজ
(c) IX
(d) VIII
উত্তর: D
প্রশ্ন:৩
দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য ব্যবহার করা হয়—
(a) সােডিয়াম সাইট্রেট
(b) সােডিয়াম গ্লাইকোকোলেট
(c) হেপারিন
(d) সােডিয়াম টরােকোলেট
উত্তর: A
প্রশ্ন:৪
O শ্রেণির রক্তে থাকে—
(a) অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে না
(b) অ্যান্টিজেন A ও অ্যান্টিবডি b
(c) অ্যান্টিজেন নেই কিন্তু a এবং b অ্যান্টিবডি থাকে
(d) অ্যান্টিজেন A এবং B ও অ্যান্টিবডি a ও b থাকে
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে ?
(a) মনােসাইট
(b) অ্যাসিডােফিল
(c) বেসােফিল
(d) নিউট্রোফিল
উত্তর: C
প্রশ্ন:৬
রক্তের কোন্ ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমােফিলিয়া-A রােগ হয় ?
(a) ফ্যাক্টর-V
(b) ফ্যাক্টর-I
(c) ফ্যাক্টর-VIII
(d) ফ্যাক্টর-XI
উত্তর: C
প্রশ্ন:৭
লিউকোপেনিয়া অবস্থা ঘটে—
(a) অস্থিমজ্জা ধ্বংস হলে
(b) লিউকোসাইটের সংখ্যা 5000-এর কম হলে
(c) লিউকোসাইটের সংখ্যা 6000-এর বেশি হলে
(d) লিম্ফোসাইটের সংখ্যা 2% থেকে 0.5% কমে গেলে
উত্তর: B
প্রশ্ন:৮
রক্ততঞ্চনের জন্য প্রয়ােজনীয় প্রােটিন হল—
(a) হিমােগ্লোবিন
(b) গ্লোবিউলিন
(c) ফাইব্রিনােজেন
(d) অ্যালবুমিন
উত্তর: C
প্রশ্ন:৯
ব্লাড ব্যাংকে দাতার রক্ত তঞ্চিত না হওয়ার জন্য কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
(a) হেপারিন
(b) সােডিয়াম গ্লাইকোকোলেট
(c) সােডিয়াম সাইট্রেট
(d) সােডিয়াম টরােকোলেট
উত্তর: C
প্রশ্ন:১০
রক্ততঞ্চনে প্রয়ােজন হয়—
(a) Na+ এবং প্রোথ্রম্বিন
(b) Na+ এবং K+
(c) Na+ এবং থ্রম্বােপ্লাস্টিন
(d) Ca+ এবং থ্রম্বােপ্লাস্টিন
উত্তর: D

Comments
Post a Comment