ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
দেহে রােগ-প্রতিরােধের জন্য কোনটির প্রয়ােজন ?
(a) লিম্ফোসাইট
(b) ম্যাক্রোফাজ
(c) নিউট্রোফিল
(d) সবকটিই
উত্তর: A
প্রশ্ন:২
রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে খ্রিস্টমাস ডিজিজ হয়—
(a) XI
(b) হােমােজেনটিসিক অ্যাসিড অক্সিডেজ
(c) IX
(d) VIII
উত্তর: D
প্রশ্ন:৩
দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য ব্যবহার করা হয়—
(a) সােডিয়াম সাইট্রেট
(b) সােডিয়াম গ্লাইকোকোলেট
(c) হেপারিন
(d) সােডিয়াম টরােকোলেট
উত্তর: A
প্রশ্ন:৪
O শ্রেণির রক্তে থাকে—
(a) অ্যান্টিজেন ও অ্যান্টিবডি থাকে না
(b) অ্যান্টিজেন A ও অ্যান্টিবডি b
(c) অ্যান্টিজেন নেই কিন্তু a এবং b অ্যান্টিবডি থাকে
(d) অ্যান্টিজেন A এবং B ও অ্যান্টিবডি a ও b থাকে
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে ?
(a) মনােসাইট
(b) অ্যাসিডােফিল
(c) বেসােফিল
(d) নিউট্রোফিল
উত্তর: C
প্রশ্ন:৬
রক্তের কোন্ ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমােফিলিয়া-A রােগ হয় ?
(a) ফ্যাক্টর-V
(b) ফ্যাক্টর-I
(c) ফ্যাক্টর-VIII
(d) ফ্যাক্টর-XI
উত্তর: C
প্রশ্ন:৭
লিউকোপেনিয়া অবস্থা ঘটে—
(a) অস্থিমজ্জা ধ্বংস হলে
(b) লিউকোসাইটের সংখ্যা 5000-এর কম হলে
(c) লিউকোসাইটের সংখ্যা 6000-এর বেশি হলে
(d) লিম্ফোসাইটের সংখ্যা 2% থেকে 0.5% কমে গেলে
উত্তর: B
প্রশ্ন:৮
রক্ততঞ্চনের জন্য প্রয়ােজনীয় প্রােটিন হল—
(a) হিমােগ্লোবিন
(b) গ্লোবিউলিন
(c) ফাইব্রিনােজেন
(d) অ্যালবুমিন
উত্তর: C
প্রশ্ন:৯
ব্লাড ব্যাংকে দাতার রক্ত তঞ্চিত না হওয়ার জন্য কোন্ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
(a) হেপারিন
(b) সােডিয়াম গ্লাইকোকোলেট
(c) সােডিয়াম সাইট্রেট
(d) সােডিয়াম টরােকোলেট
উত্তর: C
প্রশ্ন:১০
রক্ততঞ্চনে প্রয়ােজন হয়—
(a) Na+ এবং প্রোথ্রম্বিন
(b) Na+ এবং K+
(c) Na+ এবং থ্রম্বােপ্লাস্টিন
(d) Ca+ এবং থ্রম্বােপ্লাস্টিন
উত্তর: D

Comments
Post a Comment