দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
হাইপােথ্যালামাস হল—
(a) তৃষ্ণা ও ক্ষুধার কেন্দ্র
(b) ঘুম-সাহায্যকারী কেন্দ্র
(c) দেহতাপ নিয়ন্ত্রণকারী কেন্দ্র
(d) সবকটির কেন্দ্র
উত্তর: D
প্রশ্ন:২
সংজ্ঞাবহ করােটি আয়ু হল—
(a) স্পাইনাল অ্যাকসেসরি
(b) অডিটরি
(c) ভেগাস
(d) আবডুসেন্স
প্রশ্ন:৩
মস্তিষ্কের সক্রিয়তা যা দিয়ে লিপিবদ্ধ করা হয় সেটি হল—
(a) MET
(b) ECG
(c) EEG
(d) CT
উত্তর: C
প্রশ্ন:৪
একটি মিশ্র করােটি স্নায়ু হল—
(a) আবডুসেন্স
(b) অকিউলােমােটর
(c) ফেসিয়াল
(d) অডিটরি
উত্তর: C
প্রশ্ন:৫
ঘ্রাণ অনুভূতির কেন্দ্র হল—
(a) গুরুমস্তিষ্ক
(b) লঘুমস্তিস্ক
(c) অলফ্যাক্টরি লােব
(d) মধ্যমস্তিষ্ক
উত্তর: C
প্রশ্ন:৬
নীচের কোন্ করােটি স্নায়ুটি মিশ্র প্রকৃতির ?
(a) অপটিক
(b) অলফ্যাক্টরি
(c) ট্রক্লিয়ার
(d) ভেগাস
উত্তর: D
প্রশ্ন:৭
নীচের কোনটি সবথেকে বড়ো স্নায়ু ?
(a) ভেগাস
(b) অলফ্যাক্টরি
(c) গ্লসােফ্যারিঞ্জিয়াল
(d) হাইপােগ্লসাল
উত্তর: A
প্রশ্ন:৮
শ্রবণ কাজ গুরুমস্তিষ্কে যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটি হল—
(a) অক্সিপিটাল লোব
(b) প্যারাইটাল লােব
(c) টেম্পোরাল লোব
(d) ফ্রন্টাল লােব
উত্তর: C
প্রশ্ন:৯
মানুষের এবং ব্যাঙের করােটি আয়ুর সংখ্যা যথাক্রমে—
(a) 12 জোড়া এবং 10 জোড়া
(b) 10 জোড়া এবং 13 জোড়া
(c) 10 জোড়া এবং 12 জোড়া
(d) 11 জোড়া এবং 12 জোড়া
উত্তর: A
প্রশ্ন:১০
তৃষ্ণা ও ক্ষুধার কেন্দ্র যে অংশে অবস্থান করে সেটি হল—
(a) মেডালা অবলংগাটা
(b) লঘুমস্তিষ্ক
(c) হাইপােথ্যালামাস
(d) গুরুমস্তিষ্ক
উত্তর: C

Comments
Post a Comment