নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্ গ্রন্থি থেকে অ্যাড্রিনােকর্টিকোট্রফিন নিঃসৃত হয় ?
(a) অ্যাড্রিনাল মেডালা
(b) থাইরয়েড
(c) অ্যাড্রিনাল কর্টেক্স
(d) পিটুইটারি
উত্তর: D
প্রশ্ন:২
পিটুইটারি থেকে কোনটি নিঃসৃত হয় না ?
(a) থাইরক্সিন
(b) GH
(c) FSH
(d) ACTH
উত্তর: A
প্রশ্ন:৩
পিটুইটারি গ্রন্থিকে ‘master endocrine gland’ বলা হয়, কারণ এটি নিয়ন্ত্রণ করে—
(a) থাইরয়েড, গােনাড, অ্যাড্রিনাল ইত্যাদি গ্রন্থির বৃদ্ধি
(b) গােনাড ও অ্যাড্রিনাল গ্রন্থি, অতএব জনন কাজে ও খনিজ লবণের বিপাক ক্রিয়ায়
(c) অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অধিকাংশ গ্রন্থির বৃদ্ধি ও কার্যাবলি
(d) থাইরয়েড গ্রন্থি, অতএব দেহের বিপাক ক্রিয়ায়
উত্তর: C
প্রশ্ন:৪
গােনাডােট্রফিক হরমােন নিঃসৃত হয়—
(a) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে
(b) থাইরয়েডের পশ্চাৎ অংশ থেকে
(c) পিটুইটারির অ্যাড্রিনােহাইপােফাইসি অংশ থেকে
(d) শুক্রাশয়ের আন্তরকোশ থেকে
উত্তর: C
প্রশ্ন:৫
বৃদ্ধি পােষক হরমােন (GH/STH) নিঃসৃত হয়—
(a) অ্যাড্রিনাল গ্রন্থি থেকে
(b) পিটুইটারির সম্মুখস্থ লােব থেকে
(c) যৌনাঙ্গ থেকে
(d) পিটুইটারির পশ্চাৎ লােব থেকে
উত্তর: B
প্রশ্ন:৬
প্রােল্যাকটিন হরমােনের ক্রিয়া করে—
(a) অগ্ন্যাশয়ের ওপর
(b) যকৃতের ওপর
(c) স্তনগ্রন্থির ওপর
(d) অস্থির ওপর
উত্তর: C
প্রশ্ন:৭
FSH নিঃসৃত হয়—
(a) পিটুইটারির সম্মুখস্থ লােব থেকে
(b) হাইপােথ্যালামাস থেকে
(c) পিটুইটারির পশ্চাৎ লােব থেকে
(d) গোনাড থেকে
উত্তর: A
প্রশ্ন:৮
স্তন্যপায়ীদের শুক্রাণু উৎপাদন ক্রিয়া নিয়ন্ত্রিত হয়—
(a) FSH
(b) LH
(c) বৃদ্ধি পােষক হরমােন ও প্রােল্যাকটিন
(d) FSH ও প্রােল্যাকটিন
উত্তর: A
প্রশ্ন:৯
ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়াকে উদ্দীপিত করে—
(a) LH
(b) FSH
(c) প্রােজেস্টেরন
(d) ইস্ট্রোজেন
উত্তর: B
প্রশ্ন:১০
ACTH ক্ষরিত হয়—
(a) অ্যাড্রিনাল কর্টেক্স থেকে
(b) পিটুইটারি থেকে
(c) থাইরয়েড থেকে
(d) অ্যাড্রিনাল মেডালা থেকে
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৩[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৫[NEXT]
✶✶✶
Comments
Post a Comment