দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
আপৎকালীন (জরুরি) অবস্থায় রক্তে চাপ নিয়ন্ত্রিত হয়—
আপৎকালীন (জরুরি) অবস্থায় রক্তে চাপ নিয়ন্ত্রিত হয়—
(a) করপাস ক্যালোসাম দ্বারা
(b) অ্যাড্রিনাল দ্বারা
(c) থাইরয়েড দ্বারা
(d) থাইমাস দ্বারা
উত্তর: B
প্রশ্ন:২
অ্যাড্রিনালিনের ক্রিয়ায় বাড়ে—
(a) আর্টেরিওস্ক্লেরােসিস
(b) হৃৎস্পন্দন
(c) a ও b উভয়ই
(d) রক্তের চাপ
উত্তর: C
প্রশ্ন:৩
একজন স্ত্রীলােকের দেহে যখন পুরুষের বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সম্ভবত এর কারণটি হল—
(a) অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেনের অতিক্ষরণ
(b) ইস্ট্রোজেনের অতিক্ষরণ
(c) পশ্চাৎ পিটুইটারির ক্ষতি
(d) স্তনগ্রন্থির ক্ষতি
উত্তর: A
প্রশ্ন:৪
পিত্তথলির সংকোচন ঘটে—
(a) সিক্রেটিন
(b) গ্যাসট্রিন
(c) এন্টোরােগ্যাসট্রোন
(d) কোলেসিস্টোকাইনিন
উত্তর: D
প্রশ্ন:৫
এপিনেফ্রিন হল—
(a) অ্যাড্রিনাল হরমােন
(b) নেফ্রনের অগ্রবর্তী অংশ
(c) নেফ্রনের গ্লোমেরুলাস অংশ
(d) নেফ্রনের দূরবর্তী অংশ
উত্তর: A
প্রশ্ন:৬
কোনটি মানুষের প্লাসেন্টা থেকে নিঃসৃত হয় না ?
(a) হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন
(b) প্রােজেস্টেরন
(c) ইস্ট্রোজেন
(d) প্রােল্যাকটিন
উত্তর: D
প্রশ্ন:৭
অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমােন মূত্রে জল এবং লবণের গাঢ়ত্বকে নিয়ন্ত্রণ করে, সেটি হল—
(a) অ্যাড্রিনালিন
(b) অ্যালডােস্টেরন
(c) কোর্টিকোস্টেরন
(d) নর-এপিনেফ্রিন
উত্তর: B
প্রশ্ন:৮
হরমােন যা রক্তের চাপকে বাড়ায়—
(a) প্রােল্যাকটিন
(b) FSH
(c) LH
(d) অ্যাড্রিনালিন
উত্তর: D
প্রশ্ন:৯
প্রােস্টাগ্ল্যান্ডিন হল—
(a) অ্যামাইনাে অ্যাসিড
(b) লিপিডধর্মী
(c) কার্বোহাইড্রেট
(d) ফ্যাটি অ্যাসিড
উত্তর: B
প্রশ্ন:১০
কোনটি জরুরিকালীন গ্রন্থি ?
(a) শুক্রাশয়
(b) অ্যাড্রিনাল
(c) পিটুইটারি
(d) থাইমাস
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩০[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩২[NEXT]
✶✶✶

Comments
Post a Comment