প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় ?
(a) পিটুইটারি
(b) ডিম্বাশয়
(c) সাবম্যাক্সিলারি
(d) শুক্রাশয়
উত্তর: C
প্রশ্ন:২
কোনগুলি সম্পূর্ণভাবে অন্তঃক্ষরা গ্রশ্মির অন্তর্গত ?
(a) অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়, লালাগ্রন্থি, যকৃৎ
(b) পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
(c) লালাগ্রন্থি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
(d) পিটুইটারি, লালাগ্রন্থি, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি কোনাে হরমােন ক্ষরণ করে না ?
(a) ডিম্বাশয়
(b) অগ্ন্যাশয়
(c) শুক্রাশয়
(d) প্লিহা
উত্তর: D
প্রশ্ন:৪
যে পদার্থটি এক স্থানে উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে তার কাজকে প্রকাশ করে তাকে বলে—
(a) উৎসেচক
(b) ফেরােমােন
(c) WBC
(d) হরমােন
উত্তর: D
প্রশ্ন:৫
নালিবিহীন গ্রন্থিকে বলে—
(a) নলাকার গ্রন্থি
(b) থলিবৎ গ্রন্থি
(c) বহিঃক্ষরা গ্রন্থি
(d) অন্তঃক্ষরা গ্রন্থি
উত্তর: D
প্রশ্ন:৬
অনাল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থকে বলে—
(a) হরমােন
(b) উৎসেচক
(c) ফেরােমােন
(d) মিউকোয়েড
উত্তর: A
প্রশ্ন:৭
মস্তিষ্কের কোন্ অংশ অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের ওপর প্রভাব আছে ?
(a) মেডালা
(b) হাইপােথ্যালামাস
(c) লঘুমস্তিষ্ক
(d) গুরুমস্তিষ্ক
উত্তর: B
প্রশ্ন:৮
হরমােনের রাসায়নিক প্রকৃতি—
(a) পেপটাইড জাতীয়
(b) স্টেরয়েড জাতীয়
(c) অ্যামাইনাে অ্যাসিডঘটিত
(d) ওপরের সবকটিই সঠিক
উত্তর: D
প্রশ্ন:৯
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি 14-16বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায় ?
(a) প্লিহা
(b) থাইমাস
(c) অগ্ন্যাশয়
(d) থাইরয়েড
উত্তর: B
প্রশ্ন:১০
— গ্রন্থি যা উভয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা।
(a) পিটুইটারি
(b) অ্যাড্রিনাল
(c) অগ্ন্যাশয়
(d) যকৃৎ
উত্তর: C

Comments
Post a Comment