ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় ?
(a) পিটুইটারি
(b) ডিম্বাশয়
(c) সাবম্যাক্সিলারি
(d) শুক্রাশয়
উত্তর: C
প্রশ্ন:২
কোনগুলি সম্পূর্ণভাবে অন্তঃক্ষরা গ্রশ্মির অন্তর্গত ?
(a) অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়, লালাগ্রন্থি, যকৃৎ
(b) পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
(c) লালাগ্রন্থি, থাইরয়েড, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
(d) পিটুইটারি, লালাগ্রন্থি, অ্যাড্রিনাল, ডিম্বাশয়, শুক্রাশয়
উত্তর: B
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি কোনাে হরমােন ক্ষরণ করে না ?
(a) ডিম্বাশয়
(b) অগ্ন্যাশয়
(c) শুক্রাশয়
(d) প্লিহা
উত্তর: D
প্রশ্ন:৪
যে পদার্থটি এক স্থানে উৎপন্ন হয়ে দূরবর্তী স্থানে তার কাজকে প্রকাশ করে তাকে বলে—
(a) উৎসেচক
(b) ফেরােমােন
(c) WBC
(d) হরমােন
উত্তর: D
প্রশ্ন:৫
নালিবিহীন গ্রন্থিকে বলে—
(a) নলাকার গ্রন্থি
(b) থলিবৎ গ্রন্থি
(c) বহিঃক্ষরা গ্রন্থি
(d) অন্তঃক্ষরা গ্রন্থি
উত্তর: D
প্রশ্ন:৬
অনাল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থকে বলে—
(a) হরমােন
(b) উৎসেচক
(c) ফেরােমােন
(d) মিউকোয়েড
উত্তর: A
প্রশ্ন:৭
মস্তিষ্কের কোন্ অংশ অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের ওপর প্রভাব আছে ?
(a) মেডালা
(b) হাইপােথ্যালামাস
(c) লঘুমস্তিষ্ক
(d) গুরুমস্তিষ্ক
উত্তর: B
প্রশ্ন:৮
হরমােনের রাসায়নিক প্রকৃতি—
(a) পেপটাইড জাতীয়
(b) স্টেরয়েড জাতীয়
(c) অ্যামাইনাে অ্যাসিডঘটিত
(d) ওপরের সবকটিই সঠিক
উত্তর: D
প্রশ্ন:৯
কোন্ অন্তঃক্ষরা গ্রন্থি 14-16বছর বয়সে দেহ থেকে অবলুপ্ত হয়ে যায় ?
(a) প্লিহা
(b) থাইমাস
(c) অগ্ন্যাশয়
(d) থাইরয়েড
উত্তর: B
প্রশ্ন:১০
— গ্রন্থি যা উভয় বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা।
(a) পিটুইটারি
(b) অ্যাড্রিনাল
(c) অগ্ন্যাশয়
(d) যকৃৎ
উত্তর: C

Comments
Post a Comment