ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
কোন্ পিটুইটারি হরমােন দ্বারা সারটোলি কোশগুলি নিয়ন্ত্রিত হয় ?
(a) LH
(b) FSH
(c) প্রােল্যাকটিন
(d) GH
উত্তর: B
প্রশ্ন:২
পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমােন নিম্নলিখিত একটির সঙ্গে জড়িত—
(a) প্রােটিন বিপাক
(b) কার্বোহাইড্রেট বিপাক
(c) ফ্যাট বিপাক
(d) জরায়ুর সংকোচন
উত্তর: D
প্রশ্ন:৩
নিউরােহরমােনের সঞ্চয়স্থান এবং নিঃসরণ অংশ কোনটি ?
(a) পশ্চাৎ পিটুইটারি
(b) অগ্র পিটুইটারি
(c) হাইপােথ্যালামাস
(d) পিটুইটারির সম্মুখস্থ
উত্তর: A
প্রশ্ন:৪
নীচের কোনটি বৃক্কনালিকার দূরবর্তী অংশ থেকে জলের পুনঃশােষণ/মূত্রের গাঢ়ত্ব নিয়ন্ত্রণ করে—
(a) ভেসােপ্রেসিন/ADH
(b) অক্সিটোসিন
(c) রিলাক্সিন
(d) ক্যালসিটোনিন
উত্তর: A
প্রশ্ন:৫
দুগ্ধ ক্ষরণের উদ্দীপক হরমােনটি হল—
(a) প্রােল্যাকটিন
(b) ইস্ট্রোজেন
(c) LH
(d) টেস্টোস্টেরন
উত্তর: A
প্রশ্ন:৬
ADH কাজ করে যার ওপর সেটি হল—
(a) বৃক্কের সংগ্রাহক নালিকা
(b) শুক্রাশয়ের সংগ্রাহক নালি
(c) হেনলির লুপ
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ হরমােনটি কোশ বিভাজনে, প্রােটিন সংশ্লেষণে এবং অস্থির বৃদ্ধিতে অংশ নেয় ?
(a) ACTH
(b) ADH
(c) PTH
(d) GH
উত্তর: D
প্রশ্ন:৮
ADH হরমােন নিঃসৃত গ্রন্থিটি হল—
(a) অ্যাড্রিনাল
(b) পশ্চাৎ পিটুইটারি
(c) থাইরয়েড
(d) অগ্র পিটুইটারি
উত্তর: B
প্রশ্ন:৯
নিউরােহাইপােফাইসিস নিঃসৃত করে—
(a) ভেসােপ্রেসিন এবং ইস্ট্রোজেন
(b) অক্সিটোসিন এবং ইস্ট্রোজেন
(c) ভেসােপ্রেসিন এবং অক্সিটোসিন
(d) ভেসােপ্রেসিন এবং বৃদ্ধি পােষক হরমােন
উত্তর: C
প্রশ্ন:১০
ক্রোমােফিল কোশ পাওয়া যায়—
(a) অগ্র পিটুইটারিতে
(b) অ্যাড্রিনাল কর্টেক্সে
(c) থাইমাসে
(d) শুক্রাশয়ে
উত্তর: A

Comments
Post a Comment