নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
সিরাম হল—
সিরাম হল—
(a) গামা গ্লোবিউলিন বাদে রক্তরস
(b) রক্তের রক্তরস
(c) ফাইব্রিনােজেন বাদে রক্তরস
(d) Ca2+ বাদে রক্তরস
উত্তর: C
প্রশ্ন:২
কোন্ স্থান থেকে বিলিরুবিন এবং বিলিভারডিন গঠিত হয় ?
(a) ফ্যাট
(b) মায়ােগ্লোবিন
(c) কার্বোহাইড্রেট
(d) হিমােগ্লোবিন
(a) RBC বিভাজনক্ষম নয়
(b) RBC-এর জন্য নিউক্লিয়াস অপ্রয়ােজনীয়
(c) RBC অধিক পরিমাণ Hb ধারণ করে
(d) নিউক্লিয়াসের কোনাে প্রাণঘাতী ক্রিয়া নেই
উত্তর: C
প্রশ্ন:৪
মানবদেহে কোন্ WBC সব থেকে কম সংখ্যায় থাকে ?
(a) মনােসাইট
(b) বেসােফিল
(c) ইওসিনােফিল
(d) নিউট্রোফিল
উত্তর: C
প্রশ্ন:৫
নীচের কোন্ উপাদানের অক্সিজেন বহন করার ক্ষমতা আছে ?
(a) লসিকা
(b) সিরাম
(c) রক্ত
(d) রক্তরস
উত্তর: C
প্রশ্ন:৬
নীচের কোনটি WBC নয় ?
(a) লিম্ফোসাইট
(b) থ্রম্বােসাইট
(c) মনােসাইট
(d) বেসােফিল
উত্তর: B
প্রশ্ন:৭
গ্লোবিউলিন হল—
(a) রক্তরসের প্রােটিন
(b) সিরাম
(c) অ্যান্টিজেন
(d) লসিকা কলায় পাওয়া যায়
উত্তর: A
প্রশ্ন:৮
মানুষের এরিথ্রোসাইটের জীবনকাল—
(a) 120 দিন
(b) 180 দিন
(c) 150 দিন
(d) 190 দিন
উত্তর: A
প্রশ্ন:৯
RBC-এর সংখ্যাবৃদ্ধিকে বলে—
(a) লিউকেমিয়া
(b) অ্যানিমিয়া
(c) লিউকোপেনিয়া
(d) পলিসাইথিমিয়া
উত্তর: D
প্রশ্ন:১০
ভ্রূণ অবস্থায় এরিথ্রোসাইট যে স্থানে তৈরি হয় সেটি হল—
(a) সারকোপ্লাজমা
(b) প্লাজমা
(c) যকৃৎ ও প্লিহা
(d) লােহিত অস্থিমজ্জা
উত্তর: C
Comments
Post a Comment