নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
শিশু অবস্থায় STH-এর উৎপাদন কমে গেলে ঘটবে—
শিশু অবস্থায় STH-এর উৎপাদন কমে গেলে ঘটবে—
(a) ক্রেটিনিজম
(b) বামনত্ব
(c) অতিকায়ত্ব
(d) অ্যাক্রোমেগালি
উত্তর: B
প্রশ্ন:২
হাইপােথাইরয়েডিজমের ফলে ঘটে—
(a) মধুমেহ (ডায়াবেটিস মেলিটাস)
(b) ভাের ডিজিস
(c) ক্রেটিনিজম এবং মিক্সিডিমা
(d) বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস)
উত্তর: C
প্রশ্ন:৩
গ্যাসট্রিন হরমোন ক্ষরিত হয়—
(a) অন্ত্র
(b) অগ্ন্যাশয়
(c) যকৃৎ
(d) পাকস্থলী
উত্তর: D
প্রশ্ন:৪
গলগণ্ড হওয়ার কারণ—
(a) আয়োডিনের অভাব
(b) ঠান্ডা লাগার ফলে অনবরত কাশি এবং হাঁচি
(c) খারাপ গলা
(d) বারে বারে জ্বর হওয়া
উত্তর: A
প্রশ্ন:৫
অগ্র পিটুইটারি সম্পূর্ণ অকেজো হলে ঘটবে—
(a) অ্যাডিসনের রােগ
(b) কুশিং বর্ণিত রােগ
(c) অ্যাক্রোমেগালি
(d) সাইমােনডের রােগ
উত্তর: D
প্রশ্ন:৬
এক্সোপথ্যালমিক গয়টার হওয়ার কারণ—
(a) থাইরােক্যালসিটোনিনের স্বল্পক্ষরণ
(b) থাইরক্সিনের অতিক্ষরণ
(c) থাইরােক্যালসিটোনিনের অতিক্ষরণ
(d) থাইরক্সিনের স্বল্পক্ষরণ
উত্তর: B
প্রশ্ন:৭
এন্টেরোগ্যাসট্রিন হল—
(a) পরিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিঃসৃত পদার্থ
(b) শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত উৎসেচক
(c) ডিওডিনামের শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত হরমােন
(d) পাকস্থলীর শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত হরমােন
উত্তর: C
প্রশ্ন:৮
ক্রেটিনিজম হওয়ার কারণ—
(a) হাইপােপ্যারাথাইরয়েডিজম
(b) হাইপারথাইরয়েডিজম
(c) হাইপারপ্যারাথাইরয়েডিজম
(d) হাইপােথাইরয়েডিজম
উত্তর: D
প্রশ্ন:৯
বহুমূত্র/ডায়াবেটিস ইনসিপিডাস কার নিয়ন্ত্রণাধীন ?
(a) অ্যালডোস্টেরন
(b) TSH
(c) ADH
(d) ACTH
উত্তর: C
প্রশ্ন:১০
বৃদ্ধিপােষক হরমােন/গ্রোথ হরমােনের স্বল্পক্ষরণে ঘটে—
(a) বামনত্ব
(b) অ্যাক্রোমেগালি
(c) ক্রেটিনিজম
(d) মিক্সিডিমা
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩২[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৪[NEXT]
✶✶✶
Comments
Post a Comment