দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
শিশু অবস্থায় STH-এর উৎপাদন কমে গেলে ঘটবে—
শিশু অবস্থায় STH-এর উৎপাদন কমে গেলে ঘটবে—
(a) ক্রেটিনিজম
(b) বামনত্ব
(c) অতিকায়ত্ব
(d) অ্যাক্রোমেগালি
উত্তর: B
প্রশ্ন:২
হাইপােথাইরয়েডিজমের ফলে ঘটে—
(a) মধুমেহ (ডায়াবেটিস মেলিটাস)
(b) ভাের ডিজিস
(c) ক্রেটিনিজম এবং মিক্সিডিমা
(d) বহুমূত্র (ডায়াবেটিস ইনসিপিডাস)
উত্তর: C
প্রশ্ন:৩
গ্যাসট্রিন হরমোন ক্ষরিত হয়—
(a) অন্ত্র
(b) অগ্ন্যাশয়
(c) যকৃৎ
(d) পাকস্থলী
উত্তর: D
প্রশ্ন:৪
গলগণ্ড হওয়ার কারণ—
(a) আয়োডিনের অভাব
(b) ঠান্ডা লাগার ফলে অনবরত কাশি এবং হাঁচি
(c) খারাপ গলা
(d) বারে বারে জ্বর হওয়া
উত্তর: A
প্রশ্ন:৫
অগ্র পিটুইটারি সম্পূর্ণ অকেজো হলে ঘটবে—
(a) অ্যাডিসনের রােগ
(b) কুশিং বর্ণিত রােগ
(c) অ্যাক্রোমেগালি
(d) সাইমােনডের রােগ
উত্তর: D
প্রশ্ন:৬
এক্সোপথ্যালমিক গয়টার হওয়ার কারণ—
(a) থাইরােক্যালসিটোনিনের স্বল্পক্ষরণ
(b) থাইরক্সিনের অতিক্ষরণ
(c) থাইরােক্যালসিটোনিনের অতিক্ষরণ
(d) থাইরক্সিনের স্বল্পক্ষরণ
উত্তর: B
প্রশ্ন:৭
এন্টেরোগ্যাসট্রিন হল—
(a) পরিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত অন্তঃক্ষরা গ্রন্থি দ্বারা নিঃসৃত পদার্থ
(b) শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত উৎসেচক
(c) ডিওডিনামের শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত হরমােন
(d) পাকস্থলীর শ্লেম্মাস্তর দ্বারা নিঃসৃত হরমােন
উত্তর: C
প্রশ্ন:৮
ক্রেটিনিজম হওয়ার কারণ—
(a) হাইপােপ্যারাথাইরয়েডিজম
(b) হাইপারথাইরয়েডিজম
(c) হাইপারপ্যারাথাইরয়েডিজম
(d) হাইপােথাইরয়েডিজম
উত্তর: D
প্রশ্ন:৯
বহুমূত্র/ডায়াবেটিস ইনসিপিডাস কার নিয়ন্ত্রণাধীন ?
(a) অ্যালডোস্টেরন
(b) TSH
(c) ADH
(d) ACTH
উত্তর: C
প্রশ্ন:১০
বৃদ্ধিপােষক হরমােন/গ্রোথ হরমােনের স্বল্পক্ষরণে ঘটে—
(a) বামনত্ব
(b) অ্যাক্রোমেগালি
(c) ক্রেটিনিজম
(d) মিক্সিডিমা
উত্তর: A
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩২[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৪[NEXT]
✶✶✶

Comments
Post a Comment