নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
RBC-র সংখ্যাবৃদ্ধিকে বলে—
RBC-র সংখ্যাবৃদ্ধিকে বলে—
(a) অ্যানিমিয়া
(b) লিউকোমিয়া
(c) লিউকোপেনিয়া
(d) পলিসাইথেমিয়া
উত্তর: D
প্রশ্ন:২
কোন্ শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
(a) নিউট্রোফিল
(b) বেসােফিল
(c) ইওসিনােফিল
(d) মনােসাইট
উত্তর: C
প্রশ্ন:৩
অবরােধজনিত জন্ডিসের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?
(a) যকৃতের ভাইরাস সংক্রমণের ফলে হয়
(b) RBC-র অত্যধিক হিমােলাইসিস ঘটে
(c) মূত্রে মাত্রাতিরিক্ত পরিমাণ ইউরােবিলিনােজেন যুক্ত হয়
(d) মল মাটির রঙের হয়
উত্তর: A
প্রশ্ন:৪
লােহিতকণিকায় উৎপাদনের কোন্ ধাপে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে ?
(a) আর্লি নরমােব্লাস্ট
(b) প্রাে-এরথ্রোব্লাস্ট
(c) অন্তর্বর্তী নরমােব্লাস্ট
(d) অন্তিম নরমােব্লাস্ট
উত্তর: C
প্রশ্ন:৫
লােহিত রক্তকণিকা সম্বন্ধে কোন্ উক্তিটি সঠিক ?
(a) এতে রাইবােজোম ও মাইটোকন্ড্রিয়া থাকে না
(b) শিরার রক্তকণিকার আয়তন ধমনির রক্তকণিকার তুলনায় বেশি
(c) এর উৎপত্তি হয় মেগাক্যারিওসাইট থেকে
(d) ধমনির রক্তকণিকায় কার্বোমিথেন হিমােগ্লোবিন থাকে না
উত্তর: A
প্রশ্ন:৬
স্বাভাবিক রক্তে ক্যালশিয়ামের পরিমাণ প্রায়—
(a) 15 mg/dl
(b) 20 mg/dl
(c) 10 mg/dl
(d) 5 mg/dl
উত্তর: D
প্রশ্ন:৭
অ্যালার্জিতে কোন্ শ্বেতকণিকার সংখ্যা বাড়ে ?
(a) ইওসিনােফিল
(b) নিউট্রোফিল
(c) বেসোফিল
(d) মনােসাইট
উত্তর: A
প্রশ্ন:৮
লােহিত রক্তকণিকায় বেশি পরিমাণে কার্বনিক অ্যাসিড তৈরি হয় কেন ?
(a) কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচক লােহিতকণিকায় থাকে
(b) CO2 প্লাজমা প্রােটিনের সঙ্গে যুক্ত হয় ও কার্বনিক অ্যাসিড তৈরি করে
(c) CO2 প্লাজমায় প্রবেশ করেই লােহিতকণিকায় প্রবেশ করে
(d) লােহিত রক্তকণিকায় বেশি পরিমাণে H2CO3 থাকে
উত্তর: A
প্রশ্ন:৯
একটি পরীক্ষানলে রক্তকে তঞ্চিত হতে দিলে সর্বপ্রথম কোন্ ফ্যাক্টরটি সক্রিয় হয় ?
(a) ফ্যাক্টর-V
(b) ফ্যাক্টর-IX
(c) ফ্যাক্টর-XII
(d) ফ্যাক্টর-VI
উত্তর: C
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোন্ প্লাজমা প্রােটিনটি কোলয়ডীয় অভিস্রবণ চাপের জন্য দায়ী ?
(a) সিরাম গ্লোবিউলিন
(b) সিরাম অ্যালবুমিন
(c) প্রােথ্রম্বিন
(d) ফাইব্রিনােজেন
উত্তর: B
Comments
Post a Comment