নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
নীচের কোনটি হৃৎস্পন্দন বাড়ায় ?
(a) করােটি স্নায়ু এবং অ্যাড্রিনালিন
(b) সিমপ্যাথেটিক স্নায়ু এবং অ্যাসিটাইল কোলিন
(c) সিমপ্যাথেটিক স্নায়ু এবং অ্যাড্রিনালিন
(d) করােটি স্নায়ু এবং অ্যাসিটাইল কোলিন
উত্তর: C
প্রশ্ন:২
নিম্নলিখিত কোনটি হার্দ-উৎপাদের নিয়ন্ত্রক নয় ?
(a) হৃৎপিণ্ডের সংকোচন বল
(b) হৃৎস্পন্দনের কম্পাঙ্ক
(c) শিরারক্তের প্রত্যাবর্তন
(d) a, b ও c তিনটিই ভুল
প্রশ্ন:৩
মানুষের হৃৎস্পন্দনের আবেগ সৃষ্টি হয়—
(a) SA Node থেকে
(b) AV Node থেকে
(c) পারকিনজি তন্তু থেকে
(d) হিজের গুচ্ছ থেকে
উত্তর: A
প্রশ্ন:৪
যদি কোনাে ব্যক্তির 100ml ধমনি ও শিরারক্তে যথাক্রমে 27 ও 20 মিলিলিটার O2 থাকে এবং সেই ব্যক্তিটি মিনিটে 350ml O2 গ্রহণ করে তবে তার ফুসফুসীয় রক্তপ্রবাহের পরিমাণ কত হবে ?
(a) 2000 ml
(b) 5000 ml
(c) 2500 ml
(d) 6000 ml
উত্তর: B
প্রশ্ন:৫
স্বাভাবিক সিস্টোল ও ডায়াস্টোলিক চাপের অন্তরফল হল—
(a) 80mmHg
(b) 100mmHg
(c) 120 mmHg
(d) 40mmHg
উত্তর: D
প্রশ্ন:৬
বিশ্রামরত অবস্থায় O2 গ্রহণের পরিমাণ 250ml/ মি, ধমনিরক্তে O2-এর পরিমাণ 19ml/dl মিশ্র শিরারক্তে O2-এর পরিমাণ 14ml/dl হলে হার্দ-উৎপাদ কত ?
(a) 5 lit/মি
(b) 6.5 lit/মি
(c) 3 lit/মি
(d) 4 lit/মি
(b) 6.5 lit/মি
(c) 3 lit/মি
(d) 4 lit/মি
উত্তর: A
প্রশ্ন:৭
দেহে রক্তচাপ বেড়ে যাওয়াকে বলে—
(a) অ্যাথেরােস্ক্লেরােসিস
(b) আর্টেরিওস্ক্লেরােসিস
(c) হাইপারটেনশন
(d) হাইপােটেনশন
(b) আর্টেরিওস্ক্লেরােসিস
(c) হাইপারটেনশন
(d) হাইপােটেনশন
উত্তর: C
প্রশ্ন:৮
কোন্ পদ্ধতিতে হার্দ-উৎপাদ নির্ণয় করা যায় না ?
(a) ফিকের মূলনীতি
(b) রঞ্জন পদ্ধতি
(c) কার্ডিয়ােমিটার
(d) স্পাইরােমিটার
উত্তর: D
প্রশ্ন:৯
একজন সুস্থ পূর্ণবয়স্ক লােকের BP স্বাভাবিক হল—
(a) 100/70 mmHg
(b) 120/80 mmHg
(c) 100/120 mmHg
(d) 80/120 mmHg
উত্তর: B
প্রশ্ন:১০
হৃৎস্পন্দনের ওপর প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুর প্রভাব হল—
(a) হৃৎস্পন্দনের হার বাড়ায়
(b) হৃৎস্পন্দনের হার কমায়
(c) হৃৎস্পন্দন শুরু করে
(d) হৃৎস্পন্দনের ওপর কোনাে প্রভাব নেই
উত্তর: B
✶✶✶
⚡মানব শারীরবিদ্যা, সেট ২৯[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩১[NEXT]
✶✶✶
Comments
Post a Comment