নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ?
উত্তর:
4 অণু।
প্রশ্ন:২
শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ?
উত্তর:
স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ।
প্রশ্ন:৩
এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
অবাত শ্বসন করে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর:
অ্যাসকারিস, লিভার ফ্লুক।
প্রশ্ন:৫
মানবদেহে প্রবাহী বায়ু, অবশিষ্ট বায়ু এবং ফুসফুসের মােট বায়ুধারণ ক্ষমতার স্বাভাবিক পরিমাপ কত ?
উত্তর:
500 ml, 1500 ml এবং 5800 ml।
প্রশ্ন:৬
মেরুদণ্ডীর শ্বাসরঞ্জকের নাম লেখাে।
উত্তর:
হিমােগ্লোবিন।
প্রশ্ন:৭
বক্ষগহ্বর এবং উদরের মধ্যের বিভাজকটির নাম লেখাে।
উত্তর:
মধ্যচ্ছদা।
প্রশ্ন:৮
একজন ব্যক্তি প্রথমে সর্বোচ্চ পরিমাণ বায়ু প্রশ্বাস-এর মাধ্যমে গ্রহণ করে ও সর্বোচ্চ পরিমাণ বায়ু পরিত্যাগ করে। নিষ্কাশিত বায়ুর পরিমাপের জন্য তুমি কোন্ শব্দ ব্যবহার করবে ?
উত্তর:
বায়ুধারকত্ব।
প্রশ্ন:৯
নাসা প্রকোষ্ঠকে বাক্কাল গহ্বরের থেকে কে পৃথক করে ?
উত্তর:
প্যালেট।
প্রশ্ন:১০
প্রতি মিনিটে স্বাভাবিক অবস্থায় মানুষ কতবার শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ করে ?
উত্তর:
স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 12-14 বার।
Comments
Post a Comment