দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মানবদেহে এক অণু হিমােগ্লাবিনের সঙ্গে কত অণু O2 যুক্ত হতে পারে ?
উত্তর:
4 অণু।
প্রশ্ন:২
শব্দ উৎপাদনকারী অঙ্গটির নাম কী ?
উত্তর:
স্বরযন্ত্র বা স্বর প্রকোষ্ঠ।
প্রশ্ন:৩
এরিথ্রোসাইটে কেন শুধুমাত্র অবাত শ্বসন হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
অবাত শ্বসন করে এমন দুটি প্রাণীর নাম লেখাে।
উত্তর:
অ্যাসকারিস, লিভার ফ্লুক।
প্রশ্ন:৫
মানবদেহে প্রবাহী বায়ু, অবশিষ্ট বায়ু এবং ফুসফুসের মােট বায়ুধারণ ক্ষমতার স্বাভাবিক পরিমাপ কত ?
উত্তর:
500 ml, 1500 ml এবং 5800 ml।
প্রশ্ন:৬
মেরুদণ্ডীর শ্বাসরঞ্জকের নাম লেখাে।
উত্তর:
হিমােগ্লোবিন।
প্রশ্ন:৭
বক্ষগহ্বর এবং উদরের মধ্যের বিভাজকটির নাম লেখাে।
উত্তর:
মধ্যচ্ছদা।
প্রশ্ন:৮
একজন ব্যক্তি প্রথমে সর্বোচ্চ পরিমাণ বায়ু প্রশ্বাস-এর মাধ্যমে গ্রহণ করে ও সর্বোচ্চ পরিমাণ বায়ু পরিত্যাগ করে। নিষ্কাশিত বায়ুর পরিমাপের জন্য তুমি কোন্ শব্দ ব্যবহার করবে ?
উত্তর:
বায়ুধারকত্ব।
প্রশ্ন:৯
নাসা প্রকোষ্ঠকে বাক্কাল গহ্বরের থেকে কে পৃথক করে ?
উত্তর:
প্যালেট।
প্রশ্ন:১০
প্রতি মিনিটে স্বাভাবিক অবস্থায় মানুষ কতবার শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ করে ?
উত্তর:
স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 12-14 বার।

Comments
Post a Comment