পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ?
কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য।
প্রশ্ন:২
মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ?
প্রশ্ন:২
মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ?
উত্তর:
হিমােসাইটোব্লাস্ট এবং লিম্ফোসাইট।
প্রশ্ন:৩
মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?
প্রশ্ন:৩
মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?
উত্তর:
ক্লোরাইড এবং বাইকার্বনেট।
প্রশ্ন:৪
লােহিতকণিকা উৎপাদনের কোন্ ধাপে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে ?
উত্তর:
অন্তর্বর্তী নরমােব্লাস্টে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে।
প্রশ্ন:৫
কোন্ সিরাম প্রােটিন অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
গামা (γ) গ্লোবিউলিন।
প্রশ্ন:৬
থ্রম্বােসাইটের পরিমাণ খুব কমে গেলে কী হবে ?
প্রশ্ন:৬
থ্রম্বােসাইটের পরিমাণ খুব কমে গেলে কী হবে ?
উত্তর:
(i) পারপিউরা রােগ হবে,
(ii) রক্ততঞ্চনকাল ও রক্তমােক্ষণকাল দীর্ঘায়িত হবে।
প্রশ্ন:৭
দুটি প্লাজমা প্রােটিনের উদাহরণ দাও যারা একমাত্র যকৃতেই সংশ্লেষিত হয়।
প্রশ্ন:৭
দুটি প্লাজমা প্রােটিনের উদাহরণ দাও যারা একমাত্র যকৃতেই সংশ্লেষিত হয়।
উত্তর:
সিরাম অ্যালবুমিন ও ফাইব্রিনােজেন।
প্রশ্ন:৮
NaCl-এর কত ঘনত্বে হিমােলাইসিস শুরু হয় ?
প্রশ্ন:৮
NaCl-এর কত ঘনত্বে হিমােলাইসিস শুরু হয় ?
উত্তর:
0.48% NaCl দ্রবণে।
প্রশ্ন:৯
আকারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছােটো রক্তকণিকার নাম কী ?
প্রশ্ন:৯
আকারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছােটো রক্তকণিকার নাম কী ?
উত্তর:
মনােসাইট সবচেয়ে বড়াে এবং থ্রম্বােসাইট সবচেয়ে ছােটো রক্তকণিকা।
প্রশ্ন:১০
অক্সিজেনের তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমােগ্লাবিনের আসক্তি বেশি ?
প্রশ্ন:১০
অক্সিজেনের তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমােগ্লাবিনের আসক্তি বেশি ?
উত্তর:
কার্বন মনােক্সাইডের প্রতি।

Comments
Post a Comment