নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ?
কী কারণে RBC-র ভিতরে TCA চক্র অনুষ্ঠিত হয় না ?
উত্তর:
মাইটোকন্ড্রিয়া না থাকার জন্য।
প্রশ্ন:২
মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ?
প্রশ্ন:২
মানুষের দেহের কোন্ কোশ পরিণত হলে আকারে ছােটো হয়ে যায় ?
উত্তর:
হিমােসাইটোব্লাস্ট এবং লিম্ফোসাইট।
প্রশ্ন:৩
মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?
প্রশ্ন:৩
মধুমেহ রােগে কোন্ কোন্ অ্যানায়ন রক্তে অপেক্ষাকৃত কম থাকে ?
উত্তর:
ক্লোরাইড এবং বাইকার্বনেট।
প্রশ্ন:৪
লােহিতকণিকা উৎপাদনের কোন্ ধাপে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে ?
উত্তর:
অন্তর্বর্তী নরমােব্লাস্টে হিমােগ্লোবিনের প্রথম আবির্ভাব ঘটে।
প্রশ্ন:৫
কোন্ সিরাম প্রােটিন অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত ?
উত্তর:
গামা (γ) গ্লোবিউলিন।
প্রশ্ন:৬
থ্রম্বােসাইটের পরিমাণ খুব কমে গেলে কী হবে ?
প্রশ্ন:৬
থ্রম্বােসাইটের পরিমাণ খুব কমে গেলে কী হবে ?
উত্তর:
(i) পারপিউরা রােগ হবে,
(ii) রক্ততঞ্চনকাল ও রক্তমােক্ষণকাল দীর্ঘায়িত হবে।
প্রশ্ন:৭
দুটি প্লাজমা প্রােটিনের উদাহরণ দাও যারা একমাত্র যকৃতেই সংশ্লেষিত হয়।
প্রশ্ন:৭
দুটি প্লাজমা প্রােটিনের উদাহরণ দাও যারা একমাত্র যকৃতেই সংশ্লেষিত হয়।
উত্তর:
সিরাম অ্যালবুমিন ও ফাইব্রিনােজেন।
প্রশ্ন:৮
NaCl-এর কত ঘনত্বে হিমােলাইসিস শুরু হয় ?
প্রশ্ন:৮
NaCl-এর কত ঘনত্বে হিমােলাইসিস শুরু হয় ?
উত্তর:
0.48% NaCl দ্রবণে।
প্রশ্ন:৯
আকারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছােটো রক্তকণিকার নাম কী ?
প্রশ্ন:৯
আকারে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছােটো রক্তকণিকার নাম কী ?
উত্তর:
মনােসাইট সবচেয়ে বড়াে এবং থ্রম্বােসাইট সবচেয়ে ছােটো রক্তকণিকা।
প্রশ্ন:১০
অক্সিজেনের তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমােগ্লাবিনের আসক্তি বেশি ?
প্রশ্ন:১০
অক্সিজেনের তুলনায় কোন্ গ্যাসের প্রতি হিমােগ্লাবিনের আসক্তি বেশি ?
উত্তর:
কার্বন মনােক্সাইডের প্রতি।
Comments
Post a Comment