প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অবশিষ্ট বায়ু কী ? স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে এর মান কত ?
উত্তর:
সম্পূর্ণরূপে শ্বাসত্যাগের পরে ফুসফুসে ও শ্বাসবায়ু চলাচলের পথে যে পরিমাণ বায়ু অবশিষ্ট থাকে তাকে অবশিষ্ট বায়ু বলে। এর স্বাভাবিক মান প্রায় 1200 মিলি।
প্রশ্ন:২
এপিগ্লটিস কীভাবে খাদ্য ও তরলকে ল্যারিংক্সে প্রবেশ করতে দেয় না ?
উত্তর:
গলাধঃকরণের সময় এপিগ্লটিস ল্যারিংক্সের খােলা মুখ বন্ধ করে দেয়।
প্রশ্ন:৩
শ্বাসঅঙ্গের নাম লেখাে ? (i) জোঁক, (ii) কীটপতঙ্গ, (ii) চিংড়ি ও (iv) ব্যাঙের লার্ভা।
উত্তর:
প্রশ্ন:৪
প্রতিটি ফুসফুসে কতগুলি লতিকা এবং গৌণ ব্রংকি বর্তমান ?
উত্তর:
বাম ফুসফুসে দুটি লতিকা ও দুটি ব্রংকি বর্তমান। ডান ফুসফুসে তিনটি লতিকা ও তিনটি ব্রংকি বর্তমান।
প্রশ্ন:৫
জীবকোশের সেই উৎসেচকটির নাম লেখাে যেটি কার্বনিক অ্যাসিড-এর ওপর ক্রিয়া করে।
উত্তর:
কার্বনিক অ্যানহাইড্রেজ।
প্রশ্ন:৬
ট্রাকিয়া বক্ষগহ্বরে গিয়ে কটি শাখায় বিভক্ত হয়েছে এবং তাদের নাম কী ?
উত্তর:
ট্রাকিয়া বক্ষগহ্বরে গিয়ে দু-ভাগে ভাগ হয়েছে। এদের নাম ব্রংকাস।
প্রশ্ন:৭
বাতাসে অণুগুলি নাক-এর মধ্য দিয়ে কোন্ পথে প্রবাহিত হয় ?
উত্তর:
বহিঃনাসারন্ধ্র→প্রবেশ প্রকোষ্ঠ→নাসাগহ্বর→অন্তঃনাসারন্ধ্র।
প্রশ্ন:৮
ফুসফুসীয় শ্বসনের কর্মপ্রক্রিয়ার চারটি ধাপ উল্লেখ করাে।
উত্তর:
(i) শ্বাসকার্যের ফলে মুক্ত বায়ু (O2) ফুসফুসে প্রবেশ করে ও দূষিত বায়ু (CO2) ফুসফুস থেকে বাইরে বেরিয়ে যায়।
(ii) অ্যালভিওলাইতে গ্যাসের আদানপ্রদান ঘটে।
(iii) কলাতে গ্যাসের পরিবহণ ও আদানপ্রদান ঘটে।
(iv) কলাতে শ্বসন (অন্তঃ) হয়।
প্রশ্ন:৯
শ্বাসতন্ত্র পরিচালনায় কোন্ অঙ্গগুলি ক্রিয়া করে ?
উত্তর:
নাক, ফ্যারিংক্স, ল্যারিংক্স, ট্রাকিয়া, ব্রংকি এবং ব্রংকিওল।
প্রশ্ন:১০
ফুসফুসের শিরা রক্তে Pco2 হল 46 mmHg। যদি CO2 রক্ত থেকে অ্যালভিওলাইতে প্রবেশ করে, তবে অ্যালভিওলাইতে Pco2- এর মান 46 mmHg-এর থেকে বেশি কম ?
উত্তর:
46 mmHg-এর কম।

Comments
Post a Comment