ভারতীয় ইতিহাসে এবং জনজীবনে নদনদীর প্রভাব ভারত-একটি নদীমাতৃক দেশ। ভারতীয় সভ্যতার সূচনা ঘটে নদী-অববাহিকা অঞ্চল থেকে। ভারতীয় ইতিহাসের ওপরও সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, যমুনা প্রভৃতি নদনদীর যথেষ্ট প্রভাব বর্তমান। নদনদীগুলি ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলিকে সিক্ত করেছে, পলি মৃত্তিকায় উর্বর করেছে, আর শস্য-শ্যামলা করে ভারতীয় কৃষি-অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। অন্য দিকে নদী-উপকূলবর্তী অঞ্চলেই গড়ে উঠেছে জনপদ, নগর, বাণিজ্যকেন্দ্র বা তীর্থস্থান। (১) সভ্যতার বিকাশ: সিন্ধুনদের অববাহিকাতেই জন্ম নেয় পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। পঞ্চনদীর তীরে বিকাশ ঘটে বৈদিক সভ্যতার। পরবর্তীকালে গঙ্গা-অববাহিকা ধরে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে। সিন্ধু সভ্যতা: ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং অন্যতম উন্নত সভ্যতা সিন্ধু নদ এবং তার উপনদীগুলির তীরে গড়ে উঠেছিল। হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরগুলি নদীর উর্বর পলিমাটি এবং জল সরবরাহকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল। গঙ্গা সভ্যতা: গঙ্গা নদী এবং তার অববাহিকা বরাবর পরবর্তীকালে বৈদিক সভ্যতা, মহাজনপদ এ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মূত্রের মাধ্যমে জল নিষ্কাশন কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
ADH (Vasopressin)।
প্রশ্ন:২
পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে।
উত্তর:
ভ্যাসােপ্রেসিন ও অক্সিটোসিন।
প্রশ্ন:৩
যে-কোনাে দুটি গােনাডােট্রপিনের নাম লেখাে ও তাদের কাজ উল্লেখ করাে।
উত্তর:
FSH— FSH গ্রাফিয়ান ফলিকল-এর পূর্ণতা দান করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পুংদেহে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৪
মস্তিষ্কের কোন্ অংশটি অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে ?
উত্তর:
হাইপােথ্যালামাস।
প্রশ্ন:৫
শিশুদেহে থাইরয়েড হরমােনের অভাবে কী হয় ?
উত্তর:
ক্রেটিনিজম।
প্রশ্ন:৬
অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত প্রধান মিনারেলােকর্টিকয়েডের নাম লেখাে।
উত্তর:
অ্যালডােস্টেরন।
প্রশ্ন:৭
পিটুইটারি গ্রন্থিকে দেহ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে কী বলে ?
উত্তর:
হাইপােফাইসেকটমি।
প্রশ্ন:৮
থাইরক্সিন হরমােনের অভাবে পূর্ণবয়স্কদের কোন্ রােগ হয় ?
উত্তর:
মিক্সিডিমা।
প্রশ্ন:৯
কোন্ হরমোন রক্ত থেকে অতিরিক্ত ক্যালশিয়াম দূর করে ?
উত্তর:
ক্যালশিটোনিন।
প্রশ্ন:১০
গ্লাইকোজেনরূপে গ্লুকোজ সঞ্চয় কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
ইনসুলিন।

Comments
Post a Comment