শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মূত্রের মাধ্যমে জল নিষ্কাশন কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
ADH (Vasopressin)।
প্রশ্ন:২
পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে।
উত্তর:
ভ্যাসােপ্রেসিন ও অক্সিটোসিন।
প্রশ্ন:৩
যে-কোনাে দুটি গােনাডােট্রপিনের নাম লেখাে ও তাদের কাজ উল্লেখ করাে।
উত্তর:
FSH— FSH গ্রাফিয়ান ফলিকল-এর পূর্ণতা দান করে ও ইস্ট্রোজেন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পুংদেহে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:৪
মস্তিষ্কের কোন্ অংশটি অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে ?
উত্তর:
হাইপােথ্যালামাস।
প্রশ্ন:৫
শিশুদেহে থাইরয়েড হরমােনের অভাবে কী হয় ?
উত্তর:
ক্রেটিনিজম।
প্রশ্ন:৬
অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত প্রধান মিনারেলােকর্টিকয়েডের নাম লেখাে।
উত্তর:
অ্যালডােস্টেরন।
প্রশ্ন:৭
পিটুইটারি গ্রন্থিকে দেহ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে কী বলে ?
উত্তর:
হাইপােফাইসেকটমি।
প্রশ্ন:৮
থাইরক্সিন হরমােনের অভাবে পূর্ণবয়স্কদের কোন্ রােগ হয় ?
উত্তর:
মিক্সিডিমা।
প্রশ্ন:৯
কোন্ হরমোন রক্ত থেকে অতিরিক্ত ক্যালশিয়াম দূর করে ?
উত্তর:
ক্যালশিটোনিন।
প্রশ্ন:১০
গ্লাইকোজেনরূপে গ্লুকোজ সঞ্চয় কোন্ হরমােনের প্রভাবে হয় ?
উত্তর:
ইনসুলিন।

Comments
Post a Comment