দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ?
উত্তর:
প্রায় 10 লক্ষ।
প্রশ্ন:২
বৃক্কের জাক্সটামেডালার ও কর্টিক্যাল নেফ্রনের সংখ্যা কত ?
উত্তর:
জাক্সটামেডালার নেফ্রন মােট নেফ্রনের 15 শতাংশ এবং কর্টিক্যাল নেফ্রন মােট নেফ্রনের 85 শতাংশ।
প্রশ্ন:৩
মানুষের গবিনীর দৈর্ঘ্য কত ?
উত্তর:
প্রশ্ন:৪
হেনলির লুপে কটি অংশ থাকে ?
উত্তর:
হেনলির লুপে চারটি অংশ থাকে।
(i) পুরু প্রাচীরবিশিষ্ট মােটা অধােগামী বাহু,
(ii) পাতলা প্রাচীরবিশিষ্ট সরু অধােগামী বাহু,
(iii) পাতলা প্রাচীরবিশিষ্ট সরু ঊর্ধ্বগামী বাহু এবং
(iv) পুরু প্রাচীরবিশিষ্ট মােটা ঊর্ধ্বগামী বাহু।
প্রশ্ন:৫
পুরুষদের ইউরেথ্রার বৈশিষ্ট্য কী ?
উত্তর:
পুরুষদের ইউরেথ্রা অপেক্ষাকৃত লম্বা এবং মূত্র ও বীর্য উভয় নির্গত হয়।
প্রশ্ন:৬
অন্তর্মুখী ধমনিকা অপেক্ষা বহির্মুখী ধমনিকার ব্যাস কম হয় কেন ?
উত্তর:
গ্লোমেরুলাসে রক্ত চাপ বৃদ্ধি করার জন্য, যাতে পরিস্রবণ ক্রিয়া সহজ হয়।
প্রশ্ন:৭
জাক্সটামেডালার নেফ্রন কোথায় থাকে ?
উত্তর:
বৃক্কের কর্টেক্স-এর ভিতরের দিকে অর্থাৎ মেডালার দিকে থাকে।
প্রশ্ন:৮
ব্যোওম্যান ক্যাপসুলের অংশগুলি কী কী ?
উত্তর:
ব্যোওম্যান ক্যাপসুলের দুটি স্তর থাকে, যথা— (i) প্যারাইটাল স্তর ও (ii) ভিসেরাল স্তর।
প্রশ্ন:৯
মূত্রাশয় ও মূত্রনালির সংযােগস্থলে কী থাকে ?
উত্তর:
বহিঃস্ফিংটার থাকে।
প্রশ্ন:১০
নেফ্রন কী ?
উত্তর:
বৃক্কে অবস্থিত একপ্রকারের কুণ্ডলীকৃত সুক্ষ্ম নালি, যা বৃক্কের গঠনমূলক ও জৈবনিক ক্রিয়ামূলক একক।

Comments
Post a Comment