ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
যে পেশি অস্থিকে দেহমধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে কী বলে ?
উত্তর:
অ্যাডাক্টর (adductor)।
প্রশ্ন:২
পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ গঠনকারী পেশিতন্তুটির নাম লেখাে।
উত্তর:
Z ব্যান্ড।
প্রশ্ন:৩
পেশির কার্যগত সংকোচনকারী এককের নাম লেখাে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ কঙ্কাল সন্ধিটি শুধুমাত্র একদিকে অঙ্গ সঞ্চালন ঘটায় ?
উত্তর:
হিঞ্জ অস্থিসন্ধি।
প্রশ্ন:৫
যাতে টিটেনাস না হয়, সেইজন্য একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি একটি পেশিকে বারবার উত্তেজিত করা হয়, তাহলে সেই পেশিতে কি হবে?
উত্তর:
ফ্যাটিগ (fatigue) বা অবসাদ।
প্রশ্ন:৬
হাতের তালু ঊর্ধ্বমুখী হয় কোন্ পেশি সংকোচনের জন্য ?
উত্তর:
সুপাইনেটর (supinator)।
প্রশ্ন:৭
পেশিতন্তুর পাতলা ও ঘন প্রােটিনের নাম লেখাে।
উত্তর:
যথাক্রমে অ্যাকটিন ও মায়ােসিন।
প্রশ্ন:৮
পেশি অবসাদ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থটির নাম লেখাে।
উত্তর:
ল্যাকটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
মানুষের পশ্চাদ্ অঙ্গে কোন্ কোন্ অস্থিসমূহ উপস্থিত থাকে ?
উত্তর:
ফিমার (1), প্যাটেলা (1), ফিবিউলা (1), টিবিয়া (1), টারসাল (7), মেটাটারসাল (5) এবং ফ্যালাঞ্জেস (5)।
প্রশ্ন:১০
মানুষের মেরুদণ্ডের প্রথম দুটি কশেরুকার নাম লেখাে।
উত্তর:
অ্যাটলাস (Atlas), অ্যাক্সিস (Axis)।

Comments
Post a Comment