ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
যে পেশি অস্থিকে দেহমধ্যরেখা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাকে কী বলে ?
উত্তর:
অ্যাডাক্টর (adductor)।
প্রশ্ন:২
পেশি সংকোচনের সময় ক্রস ব্রিজ গঠনকারী পেশিতন্তুটির নাম লেখাে।
উত্তর:
Z ব্যান্ড।
প্রশ্ন:৩
পেশির কার্যগত সংকোচনকারী এককের নাম লেখাে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন্ কঙ্কাল সন্ধিটি শুধুমাত্র একদিকে অঙ্গ সঞ্চালন ঘটায় ?
উত্তর:
হিঞ্জ অস্থিসন্ধি।
প্রশ্ন:৫
যাতে টিটেনাস না হয়, সেইজন্য একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি একটি পেশিকে বারবার উত্তেজিত করা হয়, তাহলে সেই পেশিতে কি হবে?
উত্তর:
ফ্যাটিগ (fatigue) বা অবসাদ।
প্রশ্ন:৬
হাতের তালু ঊর্ধ্বমুখী হয় কোন্ পেশি সংকোচনের জন্য ?
উত্তর:
সুপাইনেটর (supinator)।
প্রশ্ন:৭
পেশিতন্তুর পাতলা ও ঘন প্রােটিনের নাম লেখাে।
উত্তর:
যথাক্রমে অ্যাকটিন ও মায়ােসিন।
প্রশ্ন:৮
পেশি অবসাদ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থটির নাম লেখাে।
উত্তর:
ল্যাকটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
মানুষের পশ্চাদ্ অঙ্গে কোন্ কোন্ অস্থিসমূহ উপস্থিত থাকে ?
উত্তর:
ফিমার (1), প্যাটেলা (1), ফিবিউলা (1), টিবিয়া (1), টারসাল (7), মেটাটারসাল (5) এবং ফ্যালাঞ্জেস (5)।
প্রশ্ন:১০
মানুষের মেরুদণ্ডের প্রথম দুটি কশেরুকার নাম লেখাে।
উত্তর:
অ্যাটলাস (Atlas), অ্যাক্সিস (Axis)।

Comments
Post a Comment