ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ?
ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ?
উত্তর:
ল্যারিংক্স।
প্রশ্ন:২
বলপূর্বক শ্বাসত্যাগের পরেও কী পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় ?
উত্তর:
প্রায় 1500 ml অবশিষ্ট বায়ু।
প্রশ্ন:৩
মানবদেহের যে অঙ্গে প্রশ্বাস বায়ু স্বাভাবিক অবস্থায় আনীত হয় তাকে কী বলে ?
উত্তর:
প্রশ্ন:৪
একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে নিম্নলিখিত বিষয়গুলির গড় মান লেখাে— (i) অবশিষ্ট বায়ু, (ii) ধমনির PO2, (iii) প্রবাহী বায়ু, (iv) অ্যালভিওলার PO2, (v) বিশ্রামরত অবস্থায় শ্বসন হার, (vi) ধমনি PO2, (vii) বায়ুধারকত্ব, (viii) শিরার PO2।
উত্তর:
(i) 1500 ml, (ii) 95 ml, (iii) 500 ml, (iv) 40 mmHg, (v) 12-14 প্রতি মিনিট, (vi) 40 mmHg, (vii) 3500-4500 ml, (viii) 40 mmHg।
প্রশ্ন:৫
ফুসফুসের অভ্যন্তরে বহিঃশ্বসন কোথায় ঘটে ?
উত্তর:
অ্যালভিওলাইতে।
প্রশ্ন:৬
হাইড্রা শ্বসন করে/শ্বাসকার্য করে/শ্বসন ও শ্বাসকার্য উভয় করে/শ্বসন করেই না ?
উত্তর:
হাইড্রা শ্বসন করে।
প্রশ্ন:৭
ব্রংকিওলের অন্তর্বর্তী গাত্র বরাবর কোন্ কলা বর্তমান ?
উত্তর:
সরল সিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী কলা।
প্রশ্ন:৮
ERV-এর পুরাে নাম লেখাে।
উত্তর:
এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম (Expiratory Reserve Volume) বা নিশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ।
প্রশ্ন:৯
রক্তে প্রধানত যে সমস্ত রূপে CO2 বাহিত হয় এদের নাম লেখাে।
উত্তর:
(i) রক্তরস ও এরিথ্রোসাইটে হাইড্রোজেন কার্বনেট রূপে।
(ii) রক্তরসে ভৌত দ্রবণ কার্বনিক অ্যাসিড রূপে।
(iii) হিমােগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে অস্থায়ী কার্বামিনাে যৌগরূপে।
(ii) রক্তরসে ভৌত দ্রবণ কার্বনিক অ্যাসিড রূপে।
(iii) হিমােগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে অস্থায়ী কার্বামিনাে যৌগরূপে।
প্রশ্ন:১০
স্বাভাবিক বলপূর্বক নয় এমন শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ বায়ু দেহে প্রবেশ করে ও দেহ থেকে বহিষ্কৃত হয় তাকে কী বলে ?
উত্তর:
প্রবাহী বায়ু।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ২৮[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩০[NEXT]
✸✸✸

Comments
Post a Comment