দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ?
ভোকাল কর্ড (স্বরযন্ত্র) কোথায় অবস্থিত ?
উত্তর:
ল্যারিংক্স।
প্রশ্ন:২
বলপূর্বক শ্বাসত্যাগের পরেও কী পরিমাণ বায়ু ফুসফুসে থেকে যায় ?
উত্তর:
প্রায় 1500 ml অবশিষ্ট বায়ু।
প্রশ্ন:৩
মানবদেহের যে অঙ্গে প্রশ্বাস বায়ু স্বাভাবিক অবস্থায় আনীত হয় তাকে কী বলে ?
উত্তর:
প্রশ্ন:৪
একজন সুস্থ পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে নিম্নলিখিত বিষয়গুলির গড় মান লেখাে— (i) অবশিষ্ট বায়ু, (ii) ধমনির PO2, (iii) প্রবাহী বায়ু, (iv) অ্যালভিওলার PO2, (v) বিশ্রামরত অবস্থায় শ্বসন হার, (vi) ধমনি PO2, (vii) বায়ুধারকত্ব, (viii) শিরার PO2।
উত্তর:
(i) 1500 ml, (ii) 95 ml, (iii) 500 ml, (iv) 40 mmHg, (v) 12-14 প্রতি মিনিট, (vi) 40 mmHg, (vii) 3500-4500 ml, (viii) 40 mmHg।
প্রশ্ন:৫
ফুসফুসের অভ্যন্তরে বহিঃশ্বসন কোথায় ঘটে ?
উত্তর:
অ্যালভিওলাইতে।
প্রশ্ন:৬
হাইড্রা শ্বসন করে/শ্বাসকার্য করে/শ্বসন ও শ্বাসকার্য উভয় করে/শ্বসন করেই না ?
উত্তর:
হাইড্রা শ্বসন করে।
প্রশ্ন:৭
ব্রংকিওলের অন্তর্বর্তী গাত্র বরাবর কোন্ কলা বর্তমান ?
উত্তর:
সরল সিলিয়াযুক্ত স্তম্ভাকার আবরণী কলা।
প্রশ্ন:৮
ERV-এর পুরাে নাম লেখাে।
উত্তর:
এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম (Expiratory Reserve Volume) বা নিশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ুর পরিমাণ।
প্রশ্ন:৯
রক্তে প্রধানত যে সমস্ত রূপে CO2 বাহিত হয় এদের নাম লেখাে।
উত্তর:
(i) রক্তরস ও এরিথ্রোসাইটে হাইড্রোজেন কার্বনেট রূপে।
(ii) রক্তরসে ভৌত দ্রবণ কার্বনিক অ্যাসিড রূপে।
(iii) হিমােগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে অস্থায়ী কার্বামিনাে যৌগরূপে।
(ii) রক্তরসে ভৌত দ্রবণ কার্বনিক অ্যাসিড রূপে।
(iii) হিমােগ্লোবিনের সঙ্গে সংযুক্ত হয়ে অস্থায়ী কার্বামিনাে যৌগরূপে।
প্রশ্ন:১০
স্বাভাবিক বলপূর্বক নয় এমন শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ বায়ু দেহে প্রবেশ করে ও দেহ থেকে বহিষ্কৃত হয় তাকে কী বলে ?
উত্তর:
প্রবাহী বায়ু।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ২৮[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩০[NEXT]
✸✸✸

Comments
Post a Comment