এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
প্রাপ্তবয়স্ক লােকের দেহে রক্তের পরিমাণ কত ?
উত্তর:
পুরুষদেহে প্রায় 5 লিটার এবং স্ত্রীলােকের দেহে 4.5 লিটার।
প্রশ্ন:২
রক্তে কখন অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ?
উত্তর:
লিউকেমিয়া রােগে।
উত্তর:
রেড ব্লাড করপাসল।
প্রশ্ন:৪
রক্তে সিরাম কোলেস্টেরল কত ?
উত্তর:
100-250 mg/dl।
প্রশ্ন:৫
দুটি এক্সট্রা সেলুলার তরলের উদাহরণ দাও।
উত্তর:
রক্ত ও লসিকা।
প্রশ্ন:৬
রক্তে শর্করা (গ্লুকোজ) কী পরিমাণে থাকে ?
উত্তর:
রক্তের স্বাভাবিক শর্করার পরিমাণ 80-120 mg/dl।
প্রশ্ন:৭
রক্তের প্লাজমা প্রােটিনগুলি কী কী ?
উত্তর:
অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনােজেন।
প্রশ্ন:৮
পেরিকার্ডিয়াল তরল কোথায় থাকে ?
উত্তর:
হৃৎপিণ্ডের দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দার মাঝে।
প্রশ্ন:৯
WBC-র পুরাে নাম কী ?
উত্তর:
হােয়াইট ব্লাড করপাসল।
প্রশ্ন:১০
ESR-এর পুরাে নাম কী ?
উত্তর:
এরিথ্রোসাইট সেডিমেনটেশন রেট।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪৩[PREV]
✸✸✸

Comments
Post a Comment