দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
প্রাপ্তবয়স্ক লােকের দেহে রক্তের পরিমাণ কত ?
উত্তর:
পুরুষদেহে প্রায় 5 লিটার এবং স্ত্রীলােকের দেহে 4.5 লিটার।
প্রশ্ন:২
রক্তে কখন অ্যামাইনাে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ?
উত্তর:
লিউকেমিয়া রােগে।
উত্তর:
রেড ব্লাড করপাসল।
প্রশ্ন:৪
রক্তে সিরাম কোলেস্টেরল কত ?
উত্তর:
100-250 mg/dl।
প্রশ্ন:৫
দুটি এক্সট্রা সেলুলার তরলের উদাহরণ দাও।
উত্তর:
রক্ত ও লসিকা।
প্রশ্ন:৬
রক্তে শর্করা (গ্লুকোজ) কী পরিমাণে থাকে ?
উত্তর:
রক্তের স্বাভাবিক শর্করার পরিমাণ 80-120 mg/dl।
প্রশ্ন:৭
রক্তের প্লাজমা প্রােটিনগুলি কী কী ?
উত্তর:
অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনােজেন।
প্রশ্ন:৮
পেরিকার্ডিয়াল তরল কোথায় থাকে ?
উত্তর:
হৃৎপিণ্ডের দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দার মাঝে।
প্রশ্ন:৯
WBC-র পুরাে নাম কী ?
উত্তর:
হােয়াইট ব্লাড করপাসল।
প্রশ্ন:১০
ESR-এর পুরাে নাম কী ?
উত্তর:
এরিথ্রোসাইট সেডিমেনটেশন রেট।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪৩[PREV]
✸✸✸

Comments
Post a Comment