দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
ACTH-এর পুরাে নাম লেখাে।
উত্তর:
Adreno Cortico Trophic Hormone.
প্রশ্ন:২
পশ্চাদ্ পিটুইটারির হরমােনগুলি কোথায় সংশ্লেষিত হয় ?
উত্তর:
হাইপােথ্যালামাসে।
প্রশ্ন:৩
অ্যালডােস্টেরনের একটি কাজ লেখাে।
উত্তর:
প্রশ্ন:৪
কোন ধরনের কোশ থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় ?
উত্তর:
শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে।
প্রশ্ন:৫
ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস-এর প্রধান কারণ কী ?
উত্তর:
ইনসুলিনের অভাব এবং ভ্যাসােপ্রেসিনের অভাব।
প্রশ্ন:৬
কোন্ হরমােনটি রক্তে ক্যালশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে ?
উত্তর:
প্যারাথরমোন।
প্রশ্ন:৭
থাইমাস গ্রন্থি থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে।
উত্তর:
থাইমােসিন।
প্রশ্ন:৮
করপাস লিউটিয়াম থেকে ক্ষরিত একটি হরমােনের নাম লেখাে।
উত্তর:
প্রােজেস্টেরন।
প্রশ্ন:৯
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানসের α কোশ থেকে কোন্ হরমােন ক্ষরিত হয় ?
উত্তর:
গ্লুকাগন।
প্রশ্ন:১০
অ্যাড্রিনাল কর্টেক্স-এর সব থেকে বাইরের কোশীয় স্তর থেকে ক্ষরিত হরমােনের নাম লেখাে।
উত্তর:
অ্যালডােস্টেরন।

Comments
Post a Comment