পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
আইসােএনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
LDH.
প্রশ্ন:২
রাইবােজাইম কী ?
উত্তর:
RNA যখন উৎসেচকরূপে কাজ করে তখন তাকে রাইবােজাইম বলে।
প্রশ্ন:৩
অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
প্রশ্ন:৪
প্রথম সংগৃহীত উৎসেচকের নাম লেখাে।
উত্তর:
ইউবিয়েজ (urease)।
প্রশ্ন:৫
কো-এনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
NAD, FAD।
প্রশ্ন:৬
উৎসেচকের যে অংশে অনুঘটক ক্রিয়া সংঘটিত হয় সেই স্থানটিকে কী বলে ?
উত্তর:
সক্রিয় স্থান।
প্রশ্ন:৭
লাইপােলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
লাইপেজ।
প্রশ্ন:৮
কোন্ ভিটামিন কোএনজাইম রূপে কাজ করে ?
উত্তর:
B1, B2 ইত্যাদি।
প্রশ্ন:৯
প্রােটিওলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
পেপসিন, ট্রিপসিন।
প্রশ্ন:১০
প্রােএনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
পেপসিনােজেন।

Comments
Post a Comment