দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
আইসােএনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
LDH.
প্রশ্ন:২
রাইবােজাইম কী ?
উত্তর:
RNA যখন উৎসেচকরূপে কাজ করে তখন তাকে রাইবােজাইম বলে।
প্রশ্ন:৩
অ্যামাইলোলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
প্রশ্ন:৪
প্রথম সংগৃহীত উৎসেচকের নাম লেখাে।
উত্তর:
ইউবিয়েজ (urease)।
প্রশ্ন:৫
কো-এনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
NAD, FAD।
প্রশ্ন:৬
উৎসেচকের যে অংশে অনুঘটক ক্রিয়া সংঘটিত হয় সেই স্থানটিকে কী বলে ?
উত্তর:
সক্রিয় স্থান।
প্রশ্ন:৭
লাইপােলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
লাইপেজ।
প্রশ্ন:৮
কোন্ ভিটামিন কোএনজাইম রূপে কাজ করে ?
উত্তর:
B1, B2 ইত্যাদি।
প্রশ্ন:৯
প্রােটিওলাইটিক উৎসেচকের উদাহরণ দাও।
উত্তর:
পেপসিন, ট্রিপসিন।
প্রশ্ন:১০
প্রােএনজাইমের উদাহরণ দাও।
উত্তর:
পেপসিনােজেন।

Comments
Post a Comment