প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:
লিউকেমিয়া।
প্রশ্ন:২
কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তর:
বেসােফিল শ্বেতকণিকা।
উত্তর:
প্রায় 50 লক্ষ।
প্রশ্ন:৪
সিকল সেল অ্যানিমিয়াতে লোহিতকণিকার আকৃতি কীরূপ হয় ?
উত্তর:
কাস্তে আকৃতি ধারণ করে।
প্রশ্ন:৫
রক্তে হিমােগ্লোবিনের পরিমাণ কত ?
উত্তর:
14.5 gm/dl।
প্রশ্ন:৬
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে RBC কোথায় উৎপন্ন হয় ?
উত্তর:
লাল অস্থিমজ্জায়।
প্রশ্ন:৭
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
উত্তর:
স্ফেরােসাইটোসিস।
প্রশ্ন:৮
হিমােগ্লোবিন কী ?
উত্তর:
হিমােগ্লোবিন একপ্রকারের ক্রোমােপ্রােটিন, যা হিম নামক আয়রন এবং গ্লোবিন নামক প্রােটিন নিয়ে গঠিত।
প্রশ্ন:৯
100 cc রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত ?
উত্তর:
5000-8000।
প্রশ্ন:১০
রক্তে RBC-র সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:

Comments
Post a Comment