পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:
লিউকেমিয়া।
প্রশ্ন:২
কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তর:
বেসােফিল শ্বেতকণিকা।
উত্তর:
প্রায় 50 লক্ষ।
প্রশ্ন:৪
সিকল সেল অ্যানিমিয়াতে লোহিতকণিকার আকৃতি কীরূপ হয় ?
উত্তর:
কাস্তে আকৃতি ধারণ করে।
প্রশ্ন:৫
রক্তে হিমােগ্লোবিনের পরিমাণ কত ?
উত্তর:
14.5 gm/dl।
প্রশ্ন:৬
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে RBC কোথায় উৎপন্ন হয় ?
উত্তর:
লাল অস্থিমজ্জায়।
প্রশ্ন:৭
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
উত্তর:
স্ফেরােসাইটোসিস।
প্রশ্ন:৮
হিমােগ্লোবিন কী ?
উত্তর:
হিমােগ্লোবিন একপ্রকারের ক্রোমােপ্রােটিন, যা হিম নামক আয়রন এবং গ্লোবিন নামক প্রােটিন নিয়ে গঠিত।
প্রশ্ন:৯
100 cc রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত ?
উত্তর:
5000-8000।
প্রশ্ন:১০
রক্তে RBC-র সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:

Comments
Post a Comment