দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
রক্তে অস্বাভাবিক হারে WBC-সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:
লিউকেমিয়া।
প্রশ্ন:২
কোন্ প্রকার শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তর:
বেসােফিল শ্বেতকণিকা।
উত্তর:
প্রায় 50 লক্ষ।
প্রশ্ন:৪
সিকল সেল অ্যানিমিয়াতে লোহিতকণিকার আকৃতি কীরূপ হয় ?
উত্তর:
কাস্তে আকৃতি ধারণ করে।
প্রশ্ন:৫
রক্তে হিমােগ্লোবিনের পরিমাণ কত ?
উত্তর:
14.5 gm/dl।
প্রশ্ন:৬
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে RBC কোথায় উৎপন্ন হয় ?
উত্তর:
লাল অস্থিমজ্জায়।
প্রশ্ন:৭
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
লােহিতকণিকা যখন পিংপং বলের আকার ধারণ করে তখন তাকে কী বলে ?
উত্তর:
স্ফেরােসাইটোসিস।
প্রশ্ন:৮
হিমােগ্লোবিন কী ?
উত্তর:
হিমােগ্লোবিন একপ্রকারের ক্রোমােপ্রােটিন, যা হিম নামক আয়রন এবং গ্লোবিন নামক প্রােটিন নিয়ে গঠিত।
প্রশ্ন:৯
100 cc রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত ?
উত্তর:
5000-8000।
প্রশ্ন:১০
রক্তে RBC-র সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে ?
উত্তর:

Comments
Post a Comment