দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে।
উত্তর:
এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং সুপারফিসিয়াল (superficial fascia)।
প্রশ্ন:২
অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ?
উত্তর:
হিউমেরাসের পশ্চাদ্ অংশে।
প্রশ্ন:৩
সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ?
উত্তর:
তারা অদৃশ্য হয়ে যায়।
প্রশ্ন:৪
কী ঘটবে যদি সারকোমিয়ারের সংকুচিত হওয়ার সময় ATP হঠাৎ করে না পাওয়া যায় ?
উত্তর:
মায়ােসিন মস্তকসমূহ অ্যাকটিন থেকে পৃথক হতে পারবে না।
প্রশ্ন:৫
কেন স্কন্ধের অস্থি সন্ধির গমনে স্বাধীনতা দেহের অন্যান্য সন্ধির তুলনায় বেশি ?
উত্তর:
আর্টিকুলার ক্যাপসুলের শৈথিল্য এবং গ্লিনয়েড গহ্বরের অগভীরতা হিউমেরাসের মস্তকের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।
প্রশ্ন:৬
হৃদপেশির কলার কোন্ বৈশিষ্ট্যগুলি এর টিটেনাস প্রতিরােধ করে ?
উত্তর:
দীর্ঘ নিঃসাড়কাল।
প্রশ্ন:৭
সারকোমিয়ারে অবস্থিত কোন্ ব্যান্ডগুলি গাঢ় এবং কোগুলি হালকা বর্ণের ?
উত্তর:
গাঢ়–A ব্যান্ড,
হালকা–I ব্যান্ড।
প্রশ্ন:৮
ক্লাসের অনুশীলনী পাঠ করার সময় তােমার গ্রীবার পেশিসমূহের কীরূপ সংকোচন ঘটবে ?
উত্তর:
সমদৈর্ঘ্য সংকোচন–মস্তকটি ঊর্ধ্বমুখে একই জায়গায় স্থির থাকবে, কোনােরূপ গমন ঘটবে না।
প্রশ্ন:৯
কোন্ পেশি প্রােটিন Ca2+ -কে আবদ্ধ করে যা সারকোপ্লাজমিক রেটিকিউলাম থেকে মুক্ত হয় ?
উত্তর:
ট্রোপােনিন (Troponin)।
প্রশ্ন:১০
কোন্ অঙ্গ হাঁটুর আঘাত ‘বিদীর্ণ তরুণাস্থি’ (Torn cartilage)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর:
আর্টিকুলার চাকতি (Articular disc)।

Comments
Post a Comment