নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে।
উত্তর:
এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং সুপারফিসিয়াল (superficial fascia)।
প্রশ্ন:২
অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ?
উত্তর:
হিউমেরাসের পশ্চাদ্ অংশে।
প্রশ্ন:৩
সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ?
উত্তর:
তারা অদৃশ্য হয়ে যায়।
প্রশ্ন:৪
কী ঘটবে যদি সারকোমিয়ারের সংকুচিত হওয়ার সময় ATP হঠাৎ করে না পাওয়া যায় ?
উত্তর:
মায়ােসিন মস্তকসমূহ অ্যাকটিন থেকে পৃথক হতে পারবে না।
প্রশ্ন:৫
কেন স্কন্ধের অস্থি সন্ধির গমনে স্বাধীনতা দেহের অন্যান্য সন্ধির তুলনায় বেশি ?
উত্তর:
আর্টিকুলার ক্যাপসুলের শৈথিল্য এবং গ্লিনয়েড গহ্বরের অগভীরতা হিউমেরাসের মস্তকের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।
প্রশ্ন:৬
হৃদপেশির কলার কোন্ বৈশিষ্ট্যগুলি এর টিটেনাস প্রতিরােধ করে ?
উত্তর:
দীর্ঘ নিঃসাড়কাল।
প্রশ্ন:৭
সারকোমিয়ারে অবস্থিত কোন্ ব্যান্ডগুলি গাঢ় এবং কোগুলি হালকা বর্ণের ?
উত্তর:
গাঢ়–A ব্যান্ড,
হালকা–I ব্যান্ড।
প্রশ্ন:৮
ক্লাসের অনুশীলনী পাঠ করার সময় তােমার গ্রীবার পেশিসমূহের কীরূপ সংকোচন ঘটবে ?
উত্তর:
সমদৈর্ঘ্য সংকোচন–মস্তকটি ঊর্ধ্বমুখে একই জায়গায় স্থির থাকবে, কোনােরূপ গমন ঘটবে না।
প্রশ্ন:৯
কোন্ পেশি প্রােটিন Ca2+ -কে আবদ্ধ করে যা সারকোপ্লাজমিক রেটিকিউলাম থেকে মুক্ত হয় ?
উত্তর:
ট্রোপােনিন (Troponin)।
প্রশ্ন:১০
কোন্ অঙ্গ হাঁটুর আঘাত ‘বিদীর্ণ তরুণাস্থি’ (Torn cartilage)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর:
আর্টিকুলার চাকতি (Articular disc)।
Comments
Post a Comment