বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে।
উত্তর:
এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং সুপারফিসিয়াল (superficial fascia)।
প্রশ্ন:২
অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ?
উত্তর:
হিউমেরাসের পশ্চাদ্ অংশে।
প্রশ্ন:৩
সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ?
উত্তর:
তারা অদৃশ্য হয়ে যায়।
প্রশ্ন:৪
কী ঘটবে যদি সারকোমিয়ারের সংকুচিত হওয়ার সময় ATP হঠাৎ করে না পাওয়া যায় ?
উত্তর:
মায়ােসিন মস্তকসমূহ অ্যাকটিন থেকে পৃথক হতে পারবে না।
প্রশ্ন:৫
কেন স্কন্ধের অস্থি সন্ধির গমনে স্বাধীনতা দেহের অন্যান্য সন্ধির তুলনায় বেশি ?
উত্তর:
আর্টিকুলার ক্যাপসুলের শৈথিল্য এবং গ্লিনয়েড গহ্বরের অগভীরতা হিউমেরাসের মস্তকের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।
প্রশ্ন:৬
হৃদপেশির কলার কোন্ বৈশিষ্ট্যগুলি এর টিটেনাস প্রতিরােধ করে ?
উত্তর:
দীর্ঘ নিঃসাড়কাল।
প্রশ্ন:৭
সারকোমিয়ারে অবস্থিত কোন্ ব্যান্ডগুলি গাঢ় এবং কোগুলি হালকা বর্ণের ?
উত্তর:
গাঢ়–A ব্যান্ড,
হালকা–I ব্যান্ড।
প্রশ্ন:৮
ক্লাসের অনুশীলনী পাঠ করার সময় তােমার গ্রীবার পেশিসমূহের কীরূপ সংকোচন ঘটবে ?
উত্তর:
সমদৈর্ঘ্য সংকোচন–মস্তকটি ঊর্ধ্বমুখে একই জায়গায় স্থির থাকবে, কোনােরূপ গমন ঘটবে না।
প্রশ্ন:৯
কোন্ পেশি প্রােটিন Ca2+ -কে আবদ্ধ করে যা সারকোপ্লাজমিক রেটিকিউলাম থেকে মুক্ত হয় ?
উত্তর:
ট্রোপােনিন (Troponin)।
প্রশ্ন:১০
কোন্ অঙ্গ হাঁটুর আঘাত ‘বিদীর্ণ তরুণাস্থি’ (Torn cartilage)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর:
আর্টিকুলার চাকতি (Articular disc)।

Comments
Post a Comment