দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
পেশিতন্তুকে আবৃত রাখে এমন সংযােগী কলা থেকে আরম্ভ করে সংযােগী কলাসমূহের স্তরগুলির নাম লেখাে।
উত্তর:
এন্ডােমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম, গভীর ফ্যাসিয়া (deep fascia) এবং সুপারফিসিয়াল (superficial fascia)।
প্রশ্ন:২
অগ্রবাহুকে প্রসারণকারী পেশির উদর কোথায় অবস্থিত ?
উত্তর:
হিউমেরাসের পশ্চাদ্ অংশে।
প্রশ্ন:৩
সংকোচনের সময় I ব্যান্ড এবং A অঞ্চলে কী ঘটে ? গাঢ় ও হালকা ফিলামেন্টগুলির দৈর্ঘ্যের কি কোনাে পরিবর্তন হয় ?
উত্তর:
তারা অদৃশ্য হয়ে যায়।
প্রশ্ন:৪
কী ঘটবে যদি সারকোমিয়ারের সংকুচিত হওয়ার সময় ATP হঠাৎ করে না পাওয়া যায় ?
উত্তর:
মায়ােসিন মস্তকসমূহ অ্যাকটিন থেকে পৃথক হতে পারবে না।
প্রশ্ন:৫
কেন স্কন্ধের অস্থি সন্ধির গমনে স্বাধীনতা দেহের অন্যান্য সন্ধির তুলনায় বেশি ?
উত্তর:
আর্টিকুলার ক্যাপসুলের শৈথিল্য এবং গ্লিনয়েড গহ্বরের অগভীরতা হিউমেরাসের মস্তকের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ।
প্রশ্ন:৬
হৃদপেশির কলার কোন্ বৈশিষ্ট্যগুলি এর টিটেনাস প্রতিরােধ করে ?
উত্তর:
দীর্ঘ নিঃসাড়কাল।
প্রশ্ন:৭
সারকোমিয়ারে অবস্থিত কোন্ ব্যান্ডগুলি গাঢ় এবং কোগুলি হালকা বর্ণের ?
উত্তর:
গাঢ়–A ব্যান্ড,
হালকা–I ব্যান্ড।
প্রশ্ন:৮
ক্লাসের অনুশীলনী পাঠ করার সময় তােমার গ্রীবার পেশিসমূহের কীরূপ সংকোচন ঘটবে ?
উত্তর:
সমদৈর্ঘ্য সংকোচন–মস্তকটি ঊর্ধ্বমুখে একই জায়গায় স্থির থাকবে, কোনােরূপ গমন ঘটবে না।
প্রশ্ন:৯
কোন্ পেশি প্রােটিন Ca2+ -কে আবদ্ধ করে যা সারকোপ্লাজমিক রেটিকিউলাম থেকে মুক্ত হয় ?
উত্তর:
ট্রোপােনিন (Troponin)।
প্রশ্ন:১০
কোন্ অঙ্গ হাঁটুর আঘাত ‘বিদীর্ণ তরুণাস্থি’ (Torn cartilage)-এর সঙ্গে সম্পর্কযুক্ত ?
উত্তর:
আর্টিকুলার চাকতি (Articular disc)।

Comments
Post a Comment