দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ শিরা যকৃৎ থেকে রক্ত দূরে নিয়ে যায় ?
উত্তর:
হেপাটিক শিরা।
প্রশ্ন:২
লসিকা রক্তরস না আন্তঃকোশীয় তরলের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ ?
উত্তর:
আন্তঃকোশীয় তরল (Interstitial fluid)। কারণ প্রােটিনের পরিমাণ স্বল্প।
প্রশ্ন:৩
কোন্ ধরনের কারক (Ejection) কলা হৃৎসংবহন কেন্দ্র (CV) দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
কোনাে ব্যক্তির ডায়াস্টোলিক ও সিস্টোলিক রক্তচাপ যথাক্রমে 160 ও 100 mmHg। ওই ব্যক্তির গড় ধমনির চাপ (mean arterial pressure) কত ?
উত্তর:
120 mmHg।
প্রশ্ন:৫
উর্ধ্বাঙ্গ থেকে রক্তের নমুনা সংগ্রহের জন্য কোন্ শিরাকে ব্যবহার করা হয় ?
উত্তর:
মিডিয়ান কিউবিটাল (median cubital)।
প্রশ্ন:৬
শ্বাসগ্রহণ লসিকা গ্রন্থির তরলের প্রবাহকে সাহায্য করে না বাধা দেয় ?
উত্তর:
শ্বাসগ্রহণ লসিকা গ্রন্থির তরলকে উদর লসিকাবাহ থেকে গ্রীবাদেশীয় অঞ্চলে প্রবাহিত হতে সাহায্য করে।
প্রশ্ন:৭
একজন ব্যক্তি যার রক্তক্ষয় হয়েছে, তার দেহের রক্তচাপ স্বাভাবিক দেখা গেল। তবে কি বলা যায় কলাগুলিতে উপযুক্ত পরিমাণে রক্ত প্রবাহিত হচ্ছে ?
উত্তর:
না,জোর দিয়ে বলা যায় না। যদি স্বতন্ত্র বাহ প্রতিবন্ধকতা বৃদ্ধি পায়, তবে রক্তপ্রবাহ হ্রাস পাবে।
প্রশ্ন:৮
হৃৎসংবহন তন্ত্রের কোন্ বাহিকা লসিকা উৎপন্ন করে ?
উত্তর:
রক্তজালিকা (capillaries)।
প্রশ্ন:৯
কোন্ ধমনি অক্সিজেনবিহীন রক্ত বহন করে ?
উত্তর:
ফুসফুসীয়।
প্রশ্ন:১০
সিস্টেমিক সংবহনের সকল শিরাগুলি হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে রক্ত প্রেরণ করে ?
উত্তর:
ডান অলিন্দ।

Comments
Post a Comment