নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
কোন্ শিরা যকৃৎ থেকে রক্ত দূরে নিয়ে যায় ?
উত্তর:
হেপাটিক শিরা।
প্রশ্ন:২
লসিকা রক্তরস না আন্তঃকোশীয় তরলের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ ?
উত্তর:
আন্তঃকোশীয় তরল (Interstitial fluid)। কারণ প্রােটিনের পরিমাণ স্বল্প।
প্রশ্ন:৩
কোন্ ধরনের কারক (Ejection) কলা হৃৎসংবহন কেন্দ্র (CV) দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর:
প্রশ্ন:৪
কোনাে ব্যক্তির ডায়াস্টোলিক ও সিস্টোলিক রক্তচাপ যথাক্রমে 160 ও 100 mmHg। ওই ব্যক্তির গড় ধমনির চাপ (mean arterial pressure) কত ?
উত্তর:
120 mmHg।
প্রশ্ন:৫
উর্ধ্বাঙ্গ থেকে রক্তের নমুনা সংগ্রহের জন্য কোন্ শিরাকে ব্যবহার করা হয় ?
উত্তর:
মিডিয়ান কিউবিটাল (median cubital)।
প্রশ্ন:৬
শ্বাসগ্রহণ লসিকা গ্রন্থির তরলের প্রবাহকে সাহায্য করে না বাধা দেয় ?
উত্তর:
শ্বাসগ্রহণ লসিকা গ্রন্থির তরলকে উদর লসিকাবাহ থেকে গ্রীবাদেশীয় অঞ্চলে প্রবাহিত হতে সাহায্য করে।
প্রশ্ন:৭
একজন ব্যক্তি যার রক্তক্ষয় হয়েছে, তার দেহের রক্তচাপ স্বাভাবিক দেখা গেল। তবে কি বলা যায় কলাগুলিতে উপযুক্ত পরিমাণে রক্ত প্রবাহিত হচ্ছে ?
উত্তর:
না,জোর দিয়ে বলা যায় না। যদি স্বতন্ত্র বাহ প্রতিবন্ধকতা বৃদ্ধি পায়, তবে রক্তপ্রবাহ হ্রাস পাবে।
প্রশ্ন:৮
হৃৎসংবহন তন্ত্রের কোন্ বাহিকা লসিকা উৎপন্ন করে ?
উত্তর:
রক্তজালিকা (capillaries)।
প্রশ্ন:৯
কোন্ ধমনি অক্সিজেনবিহীন রক্ত বহন করে ?
উত্তর:
ফুসফুসীয়।
প্রশ্ন:১০
সিস্টেমিক সংবহনের সকল শিরাগুলি হৃৎপিণ্ডের কোন্ প্রকোষ্ঠে রক্ত প্রেরণ করে ?
উত্তর:
ডান অলিন্দ।
Comments
Post a Comment