ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অণুচক্রিকার কাজ কী ?
উত্তর:
রক্ততঞ্চনে সাহায্য করা।
প্রশ্ন:২
রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ?
উত্তর:
থ্রম্বােপ্লাস্টিন।
প্রশ্ন:৩
কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
উত্তর:
ইওসিনােফিল।
প্রশ্ন:৪
দুটি কৃত্রিম তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট।
প্রশ্ন:৫
রক্তে অণুচক্রিকার স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:
250,000–450,000 প্রতি মাইক্রোলিটারে।
প্রশ্ন:৬
একটি প্রাকৃতিক তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
হেপারিন।
প্রশ্ন:৭
রক্তের কোন্ WBC-কে ম্যাক্রোফাজ বলে ?
উত্তর:
বৃহৎ মনােসাইটকে।
প্রশ্ন:৮
সেরাটোনিন কী ?
উত্তর:
অণুচক্রিকা থেকে ক্ষরিত পদার্থ যা রক্তবাহকে সংকুচিত করে।
প্রশ্ন:৯
কোন্ কোন্ উপাদান রক্ততঞ্চনে অংশগ্রহণ করে ?
উত্তর:
ফাইব্রিনােজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বােপ্লাস্টিন, ক্যালশিয়াম।
প্রশ্ন:১০
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা কমে গেলে কী রােগ হয় ?
উত্তর:
পারপিউরা।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩৯[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment