দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অণুচক্রিকার কাজ কী ?
উত্তর:
রক্ততঞ্চনে সাহায্য করা।
প্রশ্ন:২
রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ?
উত্তর:
থ্রম্বােপ্লাস্টিন।
প্রশ্ন:৩
কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
উত্তর:
ইওসিনােফিল।
প্রশ্ন:৪
দুটি কৃত্রিম তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট।
প্রশ্ন:৫
রক্তে অণুচক্রিকার স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:
250,000–450,000 প্রতি মাইক্রোলিটারে।
প্রশ্ন:৬
একটি প্রাকৃতিক তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
হেপারিন।
প্রশ্ন:৭
রক্তের কোন্ WBC-কে ম্যাক্রোফাজ বলে ?
উত্তর:
বৃহৎ মনােসাইটকে।
প্রশ্ন:৮
সেরাটোনিন কী ?
উত্তর:
অণুচক্রিকা থেকে ক্ষরিত পদার্থ যা রক্তবাহকে সংকুচিত করে।
প্রশ্ন:৯
কোন্ কোন্ উপাদান রক্ততঞ্চনে অংশগ্রহণ করে ?
উত্তর:
ফাইব্রিনােজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বােপ্লাস্টিন, ক্যালশিয়াম।
প্রশ্ন:১০
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা কমে গেলে কী রােগ হয় ?
উত্তর:
পারপিউরা।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩৯[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment