গান্ধি আরউইন চুক্তি পটভূমিঃ গান্ধিজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন রকম নির্মম পন্থা অবলম্বন করেছিল । যেমন সত্যাগ্রহীদের উপর গুলিবর্ষন, আন্দোলনের নেতৃবৃন্দ দের গ্রেফতার প্রভৃতি।
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অণুচক্রিকার কাজ কী ?
উত্তর:
রক্ততঞ্চনে সাহায্য করা।
প্রশ্ন:২
রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ?
উত্তর:
থ্রম্বােপ্লাস্টিন।
প্রশ্ন:৩
কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
উত্তর:
ইওসিনােফিল।
প্রশ্ন:৪
দুটি কৃত্রিম তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট।
প্রশ্ন:৫
রক্তে অণুচক্রিকার স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:
250,000–450,000 প্রতি মাইক্রোলিটারে।
প্রশ্ন:৬
একটি প্রাকৃতিক তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
হেপারিন।
প্রশ্ন:৭
রক্তের কোন্ WBC-কে ম্যাক্রোফাজ বলে ?
উত্তর:
বৃহৎ মনােসাইটকে।
প্রশ্ন:৮
সেরাটোনিন কী ?
উত্তর:
অণুচক্রিকা থেকে ক্ষরিত পদার্থ যা রক্তবাহকে সংকুচিত করে।
প্রশ্ন:৯
কোন্ কোন্ উপাদান রক্ততঞ্চনে অংশগ্রহণ করে ?
উত্তর:
ফাইব্রিনােজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বােপ্লাস্টিন, ক্যালশিয়াম।
প্রশ্ন:১০
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা কমে গেলে কী রােগ হয় ?
উত্তর:
পারপিউরা।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩৯[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment