🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
মানব শারীর বিদ্যা
প্রশ্ন:১
অণুচক্রিকার কাজ কী ?
উত্তর:
রক্ততঞ্চনে সাহায্য করা।
প্রশ্ন:২
রক্ততঞ্চনের উপাদানগুলির কোনটি অণুচক্রিকা থেকে নিঃসৃত হয় ?
উত্তর:
থ্রম্বােপ্লাস্টিন।
প্রশ্ন:৩
কোন্ প্রকার শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে ?
উত্তর:
ইওসিনােফিল।
প্রশ্ন:৪
দুটি কৃত্রিম তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট।
প্রশ্ন:৫
রক্তে অণুচক্রিকার স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:
250,000–450,000 প্রতি মাইক্রোলিটারে।
প্রশ্ন:৬
একটি প্রাকৃতিক তঞ্চনরােধক পদার্থের উদাহরণ দাও।
উত্তর:
হেপারিন।
প্রশ্ন:৭
রক্তের কোন্ WBC-কে ম্যাক্রোফাজ বলে ?
উত্তর:
বৃহৎ মনােসাইটকে।
প্রশ্ন:৮
সেরাটোনিন কী ?
উত্তর:
অণুচক্রিকা থেকে ক্ষরিত পদার্থ যা রক্তবাহকে সংকুচিত করে।
প্রশ্ন:৯
কোন্ কোন্ উপাদান রক্ততঞ্চনে অংশগ্রহণ করে ?
উত্তর:
ফাইব্রিনােজেন, প্রোথ্রম্বিন, থ্রম্বােপ্লাস্টিন, ক্যালশিয়াম।
প্রশ্ন:১০
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা কমে গেলে কী রােগ হয় ?
উত্তর:
পারপিউরা।
✸✸✸
⚡মানব শারীর বিদ্যা, সেট ৩৯[PREV]
⚡মানব শারীর বিদ্যা, সেট ৪১[NEXT]
✸✸✸

Comments
Post a Comment