নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল
প্রশ্ন:১
খাদ্যশস্য কী ? উদাহরণ দাও।
খাদ্যশস্য কী ? উদাহরণ দাও।
উত্তর:
প্রধানত পুষ্টির প্রয়ােজনে প্রধান খাদ্য হিসেবে গ্রহণের জন্য যেসব শস্য চাষ করা হয় তাদের খাদ্যশস্য বলে।
যেমন—দানাশস্য (ধান, গম) প্রভৃতি।
প্রশ্ন:২
সবুজ বিপ্লব (Green Revolution) কী ?
সবুজ বিপ্লব (Green Revolution) কী ?
উত্তর:
স্বাধীনতার পর ভারতে প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পায়নি। ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এইজন্য তৃতীয় ও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষির উন্নতির জন্য বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্য কতকগুলি কর্মসূচি (যা নিবিড় কৃষি জেলা কর্মসূচি নামে পরিচিত) গ্রহণ করা হয়। এই কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে ফসল উৎপাদনের ক্ষেত্রে (বিশেষ করে খাদ্যশস্য) যে অভূতপূর্ব উন্নতি ঘটে তাকে সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব বলে।
স্বাধীনতার পর ভারতে প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি উৎপাদন আশানুরূপ বৃদ্ধি পায়নি। ফলে দেশে খাদ্য ঘাটতি দেখা দেয় এবং খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এইজন্য তৃতীয় ও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে কৃষির উন্নতির জন্য বিশেষ করে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির জন্য কতকগুলি কর্মসূচি (যা নিবিড় কৃষি জেলা কর্মসূচি নামে পরিচিত) গ্রহণ করা হয়। এই কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে ফসল উৎপাদনের ক্ষেত্রে (বিশেষ করে খাদ্যশস্য) যে অভূতপূর্ব উন্নতি ঘটে তাকে সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব বলে।
প্রশ্ন:৩
ধানের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম লেখাে।
ধানের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম লেখাে।
উত্তর:
ধানের কয়েকটি উচ্চফলনশীল বীজ হল—
ধানের কয়েকটি উচ্চফলনশীল বীজ হল—
(i) আই আর-এইট (IR-8),
(ii) তাইচুং-1,
(iii) আই আর-টোয়েন্টি (IR - 20),
(iv) বিজয়া,
(v) পঙ্কজ,
(vi) রত্না,
(vii) আদিত্য,
(viii) জয়া,
(ix) গােবিন্দ প্রভৃতি।
প্রশ্ন:৪
সবুজ বিপ্লবের ফলাফলগুলি সংক্ষেপে উল্লেখ করাে।
উত্তর:
ভারতে সবুজ বিপ্লবের ফলে—
ভারতে সবুজ বিপ্লবের ফলে—
(i) উত্তর-পশ্চিম ভারতে গম ও দক্ষিণ ভারতে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। ১৯৫০-৫১ খ্রিস্টাব্দে ভারতে যেখানে মাত্র ২০৮ লক্ষ টন ধান ও ৬৫ লক্ষ টন গম উৎপাদন হয়েছিল সেখানে ১৯৭০ খ্রিস্টাব্দে সবুজ বিপ্লবের ফলে ধান ও গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় যথাক্রমে— ৪২৩ লক্ষ টন ও ২৩৯ লক্ষ টন।
(ii) ভারতে কৃষকদের আর্থিক উন্নতি ঘটে।
(iii) খাদ্যশস্যের আমদানি হ্রাস পায়।
(iv) কৃষিনির্ভর শিল্পের উন্নতি ঘটে।
(v) গ্রামের বেকারত্ব হ্রাস পায়।
(vi) ভারতের জাতীয় আয় বৃদ্ধি পায় প্রভৃতি।
প্রশ্ন:৫
খারিফ শস্য কী ?
উত্তর:
যেসব শস্য গ্রীষ্মের শেষে বা বর্ষার শুরুতে চাষ আরম্ভ হয় এবং শীতের শুরুতে (হেমন্তকালে) শস্য তােলা হয় তাদের খারিফ শস্য বলে।
যেমন—ধান, বাজরা, জোয়ার প্রভৃতি।এই সব ফসল বর্ষার জলে চাষ হয়ে থাকে।
প্রশ্ন:৬
সবুজ বিপ্লবের কয়েকটি প্রধান কর্মসূচি উল্লেখ করাে।
উত্তর:
ভারত সরকার দ্বারা গৃহীত সবুজ বিপ্লবের কয়েকটি প্রধান কর্মসূচি হল—
(i) উচ্চফলনশীল ও সংকর জাতীয় বীজের ব্যবহার,
(ii) পতিত জমির উদ্ধার,
(iii) জলসেচের সুবন্দোবস্ত করা,
(iv) পর্যাপ্ত কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়ােগ,
(v) বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ-আবাদ,
(vi) একফসলি জমিকে বহুফসলি জমিতে পরিণত করা,
(vii) উৎপন্ন ফসল সংরক্ষণ ও ন্যায্য মূল্যে বিক্রয়ের ব্যবস্থা,
(viii) গরিব কৃষকদের সুলভে ও কম সুদে ঋণ প্রদান ও
(ix) কৃষিশিক্ষার প্রসার।
প্রশ্ন:৭
বাগিচা কৃষি কাকে বলে ?
বাগিচা কৃষি কাকে বলে ?
উত্তর:
ক্রান্তীয় ও উপক্ৰান্তীয় অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের উপযােগী কোনাে একটি ফসল আন্তর্জাতিক চাহিদার ওপর ভিত্তি করে বৈদেশিক মূলধন, দক্ষ শ্রমিক ও উন্নত শিল্প সংগঠনের দ্বারা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যখন চাষ করা হয় তখন সেই ফসল উৎপাদন পদ্ধতিকে বাগিচা কৃষি বলে।
যেমন—চা, কফি, রবার প্রভৃতি হল কয়েকটি বাগিচা ফসল।
প্রশ্ন:৮
রবি শস্য কী ?
উত্তর:
যেসব শস্য শীতের শুরুতে চাষ আরম্ভ হয় এবং গ্রীষ্মের শুরুতে (বসন্তকালে) ফসল তােলা হয় তাদের রবি শস্য বলে।
যেমন—গম, যব, ছােলা, আলু প্রভৃতি। এইসব ফসল উৎপাদনের জন্য জলসেচের প্রয়োজন হয়।
প্রশ্ন:৯
গমের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম লেখাে।
উত্তর:
গমের কয়েকটি উচ্চফলনশীল বীজ হল—
(i) কল্যাণ সােনা,
(ii) সােনা-227,
(iii) শ্রাবতি,
(iv) সােনালিকা–308,
(v) সফেদ লারমা,
(vi) HDR-77/416,
(vii) WH-416,
(viii) HD-2501,
(ix) রাজ-3077,
(x) হীরা প্রভৃতি।
প্রশ্ন:১০
বাণিজ্যিক শস্য কী ? উদাহরণ দাও।
উত্তর:
কেবলমাত্র বাণিজ্যের প্রয়ােজনে যেসব শস্য চাষ করা হয় তাদের বাণিজ্যিক শস্য বলে। বাণিজ্যিক শস্যকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা—
(i) তন্তুজ ফসল (তুলাে, পাট প্রভৃতি),
(ii) তৈলবীজ (তিসি, সরিষা প্রভৃতি) এবং
(iii) বাগিচা ফসল (রবার, সিঙ্কোনা প্রভৃতি)
Comments
Post a Comment