নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৪
ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা
প্রশ্ন:১
পাট অঞ্চল বলতে কোন্ অঞ্চলকে বােঝায় ?
উত্তর:
ছােটোনাগপুর মালভূমি অঞ্চলের পশ্চিম অংশ সবচেয়ে উঁচু। প্রায় ১১০০ মিটার গড় উচ্চতাযুক্ত পশ্চিমের মালভূমি অঞ্চলই পাট অঞ্চল নামে পরিচিত।
প্রশ্ন:২
রাজস্থানের দুটি লবণাক্ত হ্রদের নাম লেখো।
উত্তর:
রাজস্থানের মরু অঞ্চলে অবস্থিত দুটি লবণাক্ত হ্রদ হল— সম্বর (ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ) ও দিদওয়ানা হ্রদ।
প্রশ্ন:৩
মরুস্থলী বলতে কোন অঞ্চলকে বােঝায় ?
উত্তর:
ভারতীয় মরু অঞ্চলের পশ্চিমাংশে বালুকাপূর্ণ ও শুষ্ক মরু অঞ্চল বিস্তৃত। প্রকৃত মরুভূমির বৈশিষ্ট্যযুক্ত এই অঞ্চলই মরুস্থলী নামে পরিচিত। এই অঞ্চলেই বালিয়াড়ি ও লবণাক্ত হ্রদ দেখা যায়।
প্রশ্ন:৪
শ্রীহরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত ? কীজন্য বিখ্যাত ?
উত্তর:
অন্ধপ্রদেশ রাজ্যে পুলিকট উপহ্রদে শ্রীহরিকোটা দ্বীপ অবস্থিত। শ্রীহরিকোটা দ্বীপে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণাকেন্দ্র ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র অবস্থিত।
প্রশ্ন:৫
টেথিস সাগর কী ?
উত্তর:
টেথিস সাগর প্রকৃতপক্ষে প্রায় দশ কোটি বছর পূর্বে পূর্ব-পশ্চিমে বিস্তৃত একটি অগভীর, দীর্ঘ মহীখাত বা জিওসিনক্লাইন যার উত্তরে ছিল আঙ্গারাল্যান্ড ও দক্ষিণে গন্ডােয়ানাল্যান্ড নামে দুই প্রাচীন ভূখণ্ড। টেথিসের অবশিষ্টাংশ আজও ভূমধ্যসাগররূপে অবস্থান করছে।
প্রশ্ন:৬
দিয়ারাভূমি বলতে কী বােঝায় ?
উত্তর:
মধ্য গঙ্গা সমভূমি অঞ্চলে নদীর মধ্যবর্তী স্থানে অসংখ্য বালুচর গড়ে উঠেছে। বালি ও পলিগঠিত উর্বর, চাষ ও বাসযােগ্য বালুচরগুলিকেই দিয়ারাভূমি বলে।
প্রশ্ন:৭
ময়দান বলতে কোন্ অঞ্চলকে বােঝায় ?
উত্তর:
কর্ণাটক মালভূমি অঞ্চলে অপেক্ষাকৃত নীচু, সামান্য ঢেউখেলানাে বা প্রায় সমতল, গ্রানাইট ও নিস শিলাগঠিত ভূমিরূপকে ময়দান বলে।
প্রশ্ন:৮
খাদার বলতে কী বােঝায় ?
উত্তর:
মধ্য গঙ্গা সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী নবীন পলিগঠিত, উর্বর, সূক্ষ্ম দানাযুক্ত মাটিকে উত্তরপ্রদেশে স্থানীয়ভাবে খাদার বলা হয়।
প্রশ্ন:৯
মালনাদ বলতে কোন্ অঞ্চলকে বােঝায় ?
উত্তর:
কর্ণাটক মালভূমি অঞ্চলে (পশ্চিমঘাট পর্বতের পূর্ব-পাদদেশে) দক্ষিণ ও পশ্চিমের গ্রানাইট ও নিস শিলাগঠিত বন্ধুর পর্বতময় অঞ্চলকে মালনাদ বলে।
প্রশ্ন:১০
পশ্চিমঘাটের দুটি গিরিপথের নাম লেখাে।
উত্তর:
পশ্চিমঘাট পর্বতের গিরিপথগুলির মাধ্যমে পশ্চিম উপকূলের সঙ্গে দাক্ষিণাত্য মালভূমির যােগাযােগ রক্ষিত হয়।
পশ্চিমঘাটের উল্লেখযােগ্য দুটি গিরিপথ হল—পুনের কাছে ভােরঘাট এবং নাসিকের কাছে থলঘাট গিরিপথ।
Comments
Post a Comment