নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভারতের শিল্পসমূহ
প্রশ্ন:১
ভারতের কোথায় কোথায় সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে ?
উত্তর:
তামিলনাড়ুর সালেম, পশ্চিমবঙ্গের দুর্গাপুর ও কর্ণাটকের ভদ্রাবতীতে ভারতের সংকর ইস্পাত কারখানাগুলি গড়ে উঠেছে।
প্রশ্ন:২
ভারতের দক্ষিণাঞ্চলে প্রধান ঢারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখো।
উত্তর:
তামিলনাড়ু, কেরল, কর্ণাটক দক্ষিণাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান চারটি বয়নকেন্দ্র হল—
(ক) কোয়েম্বাটুর,
(খ) মাদুরাই,
(গ) চেন্নাই,
(ঘ) তুতিকোরিন।
প্রশ্ন:৩
ভারতের প্রধান চারটি মােটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম লেখাে।
উত্তর:
ভারতের প্রধান চারটি মােটরগাড়ি নির্মাণ কেন্দ্র হল—
(ক) হরিয়ানার গুরগাঁও-এর ‘মারুতি উদ্যোগ লিমিটেড’ বা MUL (মােটরগাড়ি ও জিপ),
(খ) মহারাষ্ট্রের মুম্বইয়ে ‘মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড’ বা MML (জিপ ও ট্রাক),
(গ) ঝাড়খণ্ডের জামশেদপুরে ‘টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লােকোমােটিভ কোম্পানি’ বা TELCO (বাস, ট্রাক, মােটর গাড়ি) এবং
(ঘ) তামিলনাড়ুর চেন্নাই-এ ‘অশােক লেল্যান্ড কোম্পানি বা ALC (বাস ও ট্রাক)।
প্রশ্ন:৪
ভারতের পূর্বাঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখাে।
উত্তর:
বিহার, ওড়িশা , পশ্চিমবঙ্গ ও অসম এই অঞ্চলের অন্তর্গত হলেও প্রধানত কলকাতাকে কেন্দ্র করে বয়নশিল্প গড়ে উঠেছে।
প্রধান চারটি বয়নকেন্দ্র হল—
(ক) শ্রীরামপুর,
(খ) বেলঘরিয়া,
(গ) সােদপুর এবং
(ঘ) সালকিয়া।
প্রশ্ন:৫
শ্রমশিল্প কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক ক্ষেত্রগুলি (কৃষি, খনি, বনভূমি, পশুপালন প্রভৃতি) থেকে প্রাপ্ত কোনাে বস্তু বা উপাদানকে মানুষের কর্মপ্রচেষ্টা ও সংস্কৃতির সাহায্যে রূপান্তর ঘটিয়ে ব্যবহারােপযােগী করে তােলাকে শিল্প বা শ্রমশিল্প বলে।
প্রশ্ন:৬
ভারতের উত্তরাঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্রের নাম লেখো।
উত্তর:
উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা উত্তরাঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্র হল—
(ক) কানপুর,
(খ) লুধিয়ানা,
(গ) আগ্রা এবং
(ঘ) অমৃতসর।
প্রশ্ন:৭
ভারতের পশ্চিমাঞ্চলে প্রধান চারটি কার্পাস বয়নকেদের নাম লেখো।
উত্তর:
গুজরাট ও মহারাষ্ট্র পশ্চিমাঞ্চলের অন্তর্গত। ভারতের পশ্চিমাঞ্চলে প্রধান চারটি কার্পাস বয়নকেন্দ্র হল—
(ক) মুম্বই,
(খ) আমেদাবাদ,
(গ) শোলাপুর ও
(ঘ) নাগপুর।
প্রশ্ন:৮
ভারতের কোন্ কোন্ ইস্পাত কারখানা লৌহ ও কয়লাখনির মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে ?
উত্তর:
জামশেদপুর, রাউরকেল্লা ও ভিলাই লৌহ-ইস্পাত কেন্দ্রগুলি কয়লাখনি (ঝরিয়া, রানিগঞ্জ, কোরবা প্রভৃতি) ও লৌহখনি (গােরুমহিষানী, ডাল্লিরাজহারা প্রভৃতি)-র মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে।
প্রশ্ন:৯
ভারতর চারটি তৈল-রসায়ন বা পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্রের নাম লেখাে।
উত্তর:
ভারতের চারটি উল্লেখযােগ্য তৈল-রসায়ন বা পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র হল—
(ক) গুজরাটের ভাদোদরার ‘ইন্ডিয়ান পেট্রোকেমিক্যালস কর্পোরেশন লিমিটেড’ (IPCL),
(খ) মহারাষ্ট্রের ট্রম্বের ‘ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড’ (UCIL),
(গ) পশ্চিমবঙ্গের হলদিয়ার ‘হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড’ (HPL) এবং
(ঘ) তামিলনাড়ুর চেন্নাইতে ‘চেন্নাই কেমিক্যাল কোম্পানি’ (CCL)।
প্রশ্ন:১০
ভারতের প্রধান চারটি লৌহ-ইস্পাত কেন্দ্রের নাম করাে।
উত্তর:
ভারতের প্রধান চারটি লৌহ-ইস্পাত কেন্দ্র হল—
(১) ছত্তিশগড় রাজ্যের ভিলাই,
(২) ঝাড়খণ্ড রাজ্যের বােকারাে ও
(৩) জামশেদপুর এবং
(৪) অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম।
Comments
Post a Comment