নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা সেট-৫
ভারতের ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা
প্রশ্ন:১
সিন্ধু নদের প্রধান কয়েকটি উপনদীর নাম লেখাে।
উত্তর:
সিন্ধু নদের ডান তীরের কয়েকটি উপনদী হল— শায়ক, শিগার, গিলগিট প্রভৃতি।
সিন্ধু নদের বামতীরের কয়েকটি উপনদী হল— বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা প্রভৃতি।
প্রশ্ন:২
গােদাবরী, কৃষ্ণা ও কাবেরী নদীর দুটি করে উপনদীর নাম লেখাে।
উত্তর:
গােদাবরী নদীর দুটি উপনদীর নাম হল—ইন্দ্রাবতী ও শাবরী।
কৃষ্ণা নদীর দুটি উপনদী হল—কয়না ও ভীমা।
কাবেরী নদীর দুটি উপনদী হল—ভবানী ও সিমসা।
প্রশ্ন:৩
পঞ্চনদের সমভূমি কাকে বলে ?
উত্তর:
সিন্ধুর উপনদী যথা— বিতস্তা (ঝিলম), চন্দ্রভাগা, ইরাবতী (রাভি), শতদ্রু (শতলজ) ও বিপাশা (বিয়াস) নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্ট বিস্তৃত সমভূমিকে একত্রে পঞ্চনদের সমভূমি বলে।
প্রশ্ন:৪
নর্মদা ও তাপ্তী নদীর উৎপত্তিস্থান ও মােহানা কোথায় অবস্থিত ?
উত্তর:
নর্মদা নদ মধ্য ভারতের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। তাপ্তী নদী মধ্যভারতের মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি (প্রায় ৭৭০ মিটার উচ্চতা) থেকে উৎপন্ন হয়ে খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে।
প্রশ্ন:৫
গঙ্গা নদীর তীরে অবস্থিত উল্লেখযোগ্য কয়েকটি শহরের নাম করাে।
উত্তর:
গঙ্গা নদীর তীরে অবস্থিত কয়েকটি উল্লেখযােগ্য শহর হল—হরিদ্বার, কানপুর, বারাণসী, এলাহাবাদ, পাটনা, ভাগলপুর, কলকাতা, হাওড়া ইত্যাদি।
প্রশ্ন:৬
ব্রহ্মপুত্র নদ কী কী নামে তিব্বত, ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়েছে ?
উত্তর:
তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম সাংপাে, অরুণাচল প্রদেশে দিহং, অসমে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নামে প্রবাহিত হয়েছে।
প্রশ্ন:৭
কোন্ কোন্ নদীর গতিপথে হুড্রু, শিবসমুদ্রম্ ও গেরসোপ্পা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে ?
উত্তর:
(i) হুড্রু জলপ্রপাত—সুবর্ণরেখা নদীতে।
(ii) শিবসমুদ্রম্ জলপ্রপাত—কাবেরী নদীতে।
(iii) গেরসােপ্পা জলপ্রপাত—সরাবতী নদীতে।
প্রশ্ন:৮
ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত কয়েকটি উল্লেখযােগ্য শহরের নাম লেখাে।
উত্তর:
ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত কয়েকটি উল্লেখযােগ্য শহর হল—ডিব্ৰুগড়, তেজপুর, গুয়াহাটি, গােয়ালপাড়া, ধুবড়ি প্রভৃতি।
প্রশ্ন:৯
দক্ষিণ ভারতের দুটি পশ্চিমবাহিনী ও পূর্ববাহিনী নদীর নাম করাে।
উত্তর:
দক্ষিণ ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম হল—নর্মদা ও তাপ্তী।
দক্ষিণ ভারতের দুটি পূর্ববাহিনী নদীর নাম হল—গোদাবরী ও কাবেরী।
প্রশ্ন:১০
ব্রহ্মপুত্র নদের প্রধান কয়েকটি উপনদীর নাম লেখো।
উত্তর:
ব্রহ্মপুত্র নদের ডানতীরের কয়েকটি উপনদী হল—সুবর্ণশিরি, কামেং, মানস, তিস্তা, সংকোশ প্রভৃতি।
ব্রহ্মপুত্র নদের বাম তীরের কয়েকটি উপনদী হল—দিসং, কোপিলি, ধানসিরি প্রভৃতি।
Comments
Post a Comment