নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
বারিমণ্ডল
প্রশ্ন:১
উত্তর আটলান্টিক মহাসাগরে দুটি মগ্নচড়ার নাম লেখাে।
উত্তর:
(ক) নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ-পূর্বে গ্র্যান্ড ব্যাংক,
(খ) গ্রেট ব্রিটেনের পূর্বে উত্তর সাগরে ডগার্স ব্যাংক।
প্রশ্ন:২
দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি কেন ?
উত্তর:
দক্ষিণ গােলার্ধের মহাদেশগুলি কুমেরু সাগর থেকে বহুদূরে উষ্ণ ও নাতিশীতােষ্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায় কুমের স্রোতের সঙ্গে আগত হিমশৈলগুলি মহাদেশের উপকূলে পৌছােনাের অনেক আগেই গলে যায়। তাই দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি।
প্রশ্ন:৩
পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত কী ?
উত্তর:
নিম্ন অক্ষাংশের উষ্ণ জল হালকা হওয়ায় সমুদ্রের উপরিতল দিয়ে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলে।
প্রশ্ন:৪
নিউফাউন্ডল্যান্ড উপকূলে কোন্ দুই স্রোত ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে ?
উত্তর:
উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হওয়ায় তাদের ওপরে ভিন্নধর্মী দুই বায়ুর সংঘর্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
প্রশ্ন:৫
আটলান্টিক মহাসাগরে কোন্ কোন্ স্রোতের দ্বারা শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ?
উত্তর:
উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের দ্বারা সৃষ্ট আবর্তের মধ্যভাগে, উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে।
প্রশ্ন:৬
‘ভারতীয় প্রতিস্রোত’ বলতে কী বােঝাে ?
উত্তর:
ভারত মহাসাগরের নিরক্ষীয় স্রোত ও মৌসুমি স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ স্রোত পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয়। বিপরীতমুখী এই স্রোত ‘ভারতীয় প্রতিস্রোত’ নামে পরিচিত।
প্রশ্ন:৭
জাপানের উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন ?
উত্তর:
জাপানের পূর্ব উপকূলে উষ্ণ কুরোশিও স্রোত ও শীতল কিউরাইল স্রোত মিলিত হয়। উষ্ণ স্রোতের উপরিভাগে উষ্ণ আর্দ্র বায়ু, শীতল স্রোতের উপরিভাগে শীতল বায়ু সংস্পর্শে এলেও ঘনীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করে।
প্রশ্ন:৮
বেরিং স্রোত কোন্ দুই মহাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয় ?
উত্তর:
পশ্চিমে এশিয়া মহাদেশ ও পূর্বে উত্তর আমেরিকার মধ্যভাগে শীতল বেরিং স্রোত প্রবাহিত হয়।
প্রশ্ন:৯
অন্তঃস্রোত কাকে বলে ?
উত্তর:
মেরু অঞ্চলের শীতল জল ভারী হওয়ায় সমুদ্রের গভীর অংশে অন্তঃপ্রবাহরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে অন্তঃস্রোত বলে।
প্রশ্ন:১০
আয়তনের হিসাবে সুমেরু ও কুমেরু মহাসাগরের স্থান কোথায় ?
উত্তর:
সুমেরু ও কুমেরু মহাসাগর যথাক্রমে চতুর্থ (আয়তন ১ কোটি ৪৪ লক্ষ বর্গকিমি) এবং পঞ্চম (আয়তন ১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি)।
Comments
Post a Comment