বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
বারিমণ্ডল
প্রশ্ন:১
উত্তর আটলান্টিক মহাসাগরে দুটি মগ্নচড়ার নাম লেখাে।
উত্তর:
(ক) নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ-পূর্বে গ্র্যান্ড ব্যাংক,
(খ) গ্রেট ব্রিটেনের পূর্বে উত্তর সাগরে ডগার্স ব্যাংক।
প্রশ্ন:২
দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি কেন ?
উত্তর:
দক্ষিণ গােলার্ধের মহাদেশগুলি কুমেরু সাগর থেকে বহুদূরে উষ্ণ ও নাতিশীতােষ্ণ অঞ্চলে অবস্থিত হওয়ায় কুমের স্রোতের সঙ্গে আগত হিমশৈলগুলি মহাদেশের উপকূলে পৌছােনাের অনেক আগেই গলে যায়। তাই দক্ষিণ গােলার্ধে মহাদেশগুলির উপকূলে মগ্নচড়া সৃষ্টি হয়নি।
প্রশ্ন:৩
পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত কী ?
উত্তর:
নিম্ন অক্ষাংশের উষ্ণ জল হালকা হওয়ায় সমুদ্রের উপরিতল দিয়ে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত বলে।
প্রশ্ন:৪
নিউফাউন্ডল্যান্ড উপকূলে কোন্ দুই স্রোত ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে ?
উত্তর:
উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হওয়ায় তাদের ওপরে ভিন্নধর্মী দুই বায়ুর সংঘর্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
প্রশ্ন:৫
আটলান্টিক মহাসাগরে কোন্ কোন্ স্রোতের দ্বারা শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ?
উত্তর:
উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোতের দ্বারা সৃষ্ট আবর্তের মধ্যভাগে, উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয়েছে।
প্রশ্ন:৬
‘ভারতীয় প্রতিস্রোত’ বলতে কী বােঝাে ?
উত্তর:
ভারত মহাসাগরের নিরক্ষীয় স্রোত ও মৌসুমি স্রোতের মাঝখান দিয়ে একটি ক্ষীণ স্রোত পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয়। বিপরীতমুখী এই স্রোত ‘ভারতীয় প্রতিস্রোত’ নামে পরিচিত।
প্রশ্ন:৭
জাপানের উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন ?
উত্তর:
জাপানের পূর্ব উপকূলে উষ্ণ কুরোশিও স্রোত ও শীতল কিউরাইল স্রোত মিলিত হয়। উষ্ণ স্রোতের উপরিভাগে উষ্ণ আর্দ্র বায়ু, শীতল স্রোতের উপরিভাগে শীতল বায়ু সংস্পর্শে এলেও ঘনীভূত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করে।
প্রশ্ন:৮
বেরিং স্রোত কোন্ দুই মহাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয় ?
উত্তর:
পশ্চিমে এশিয়া মহাদেশ ও পূর্বে উত্তর আমেরিকার মধ্যভাগে শীতল বেরিং স্রোত প্রবাহিত হয়।
প্রশ্ন:৯
অন্তঃস্রোত কাকে বলে ?
উত্তর:
মেরু অঞ্চলের শীতল জল ভারী হওয়ায় সমুদ্রের গভীর অংশে অন্তঃপ্রবাহরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে অন্তঃস্রোত বলে।
প্রশ্ন:১০
আয়তনের হিসাবে সুমেরু ও কুমেরু মহাসাগরের স্থান কোথায় ?
উত্তর:
সুমেরু ও কুমেরু মহাসাগর যথাক্রমে চতুর্থ (আয়তন ১ কোটি ৪৪ লক্ষ বর্গকিমি) এবং পঞ্চম (আয়তন ১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি)।

Comments
Post a Comment