ভারতের জলসেচ ব্যবস্থা ও কৃষিজ ফসল
প্রশ্ন:১
ভারতের চা নিলামের প্রধান কেন্দ্র দুটি কোথায় অবস্থিত ?
উত্তর:
ভারতের চা নিলামের প্রধান দুটি কেন্দ্র হল—কলকাতা (পশ্চিমবঙ্গ) ও গুয়াহাটি (অসম)।
প্রশ্ন:২
পাট চাষ প্রধানত গাঙ্গেয় বদ্বীপে দেখা যায় কেন ?
উত্তর:
পাট চাষ প্রধানত গাঙ্গেয় বদ্বীপে দেখা যায় কারণ—পাট চাষের জন্য ক্রান্তীয় উষ্ণ-আর্দ্র জলবায়ু, বার্ষিক গড় ২০°-৩০° সেন্টিগ্রেড উষ্ণতা, বার্ষিক গড় ১৫০-২০০ সেমি বৃষ্টিপাত এবং উর্বর নবীন পলি মাটি খুবই উপযুক্ত। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল উৎপত্তিগতভাবেই নবীন পলি মাটি দ্বারা গঠিত এবং অসংখ্য নদনদীর প্লাবনভূমি অধ্যুষিত অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এখানকার উষ্ণ-আর্দ্র জলবায়ু, বার্ষিক গড় ২২°-২৫° সেন্টিগ্রেড উষ্ণতা এবং বার্ষিক গড় ১৭৫ সেমি বৃষ্টিপাত পাট চাষের পক্ষে আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে।
প্রশ্ন:৩
পাট ও তুলাের কয়েকটি উচ্চফলনশীল বীজের নাম লেখাে।
উত্তর:
পাটের কয়েকটি উচ্চফলনশীল বীজ হল— JRC-212, JRC-321, JRC-7447, JRO-632, সবুজ সােনা, বাসুদেব, চৈতালী, তােসা, JRC-1108 প্রভৃতি। তুলাের কয়েকটি উচ্চফলনশীল বীজ হল— সুজাতা, MCU-5, MCU-4, হাইব্রিড-4 প্রভৃতি।
প্রশ্ন:৪
ভারতের কোন্ বন্দর মারফত সবচেয়ে বেশি চা ও কফি রপ্তানি হয় ?
উত্তর:
ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি হয় কলকাতা বন্দরের মাধ্যমে এবং সবচেয়ে বেশি কফি রপ্তানি হয় চেন্নাই বন্দরের মাধ্যমে।
প্রশ্ন:৫
ভারতের দুটি খারিফ শস্য ও রবি শস্যের নাম লেখাে।
উত্তর:
👉ভারতের দুটি খারিফ শস্য হল—(i) ধান ও (ii) বাজরা।
👉ভারতের দুটি রবি শস্য হল—(i) গম ও (ii) বার্লি।
প্রশ্ন:৬
মিঠা পাট ও কফির বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর:
👉মিঠা পাটের বৈজ্ঞানিক নাম হল—করচোরাস অলিটোরিয়াস (corchorus olitorius) এবং
👉কফির বৈজ্ঞানিক নাম হল—ক্যাফিয়া অ্যারাবিকা (coffea arabica)।
প্রশ্ন:৭
ভারতের চা ও পাট গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর:
ভারতের চা গবেষণাগার কেরলের কাশাড়াগাড়ে এবং পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত।
প্রশ্ন:৮
ধান ও গমের বৈজ্ঞানিক নাম কী ?
উত্তর:
👉ধানের বৈজ্ঞানিক নাম হল—ওরাইজা স্যাটিভা (Oryza yativa) এবং
👉গমের বৈজ্ঞানিক নাম হল—ট্রিটিকাম স্যাটিভাম (Triticum sativum)।
প্রশ্ন:৯
বাণিজ্যিক কৃষি কাকে বলে ?
উত্তর:
পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জনঘনত্ব কম কিন্তু জমির পরিমাণ বেশি সেসব অঞ্চলে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে ন্যূনতম শ্রমের দ্বারা যে ফসল রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করা হয়ে থাকে তাকে বাণিজ্যিক কৃষি বলে। সাধারণত সেই অঞ্চলের জলবায়ু, মৃত্তিকা ও আন্তর্জাতিক চাহিদার ওপর ভিত্তি করে এই কৃষি পদ্ধতিতে একটি মাত্র (বিশেষ করে গম) ফসলের চাষ হয়ে থাকে। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে এই ধরনের কৃষিপদ্ধতি প্রচলিত।
প্রশ্ন:১০
ভারতের দুটি বাগিচা ফসল ও তন্তুজ ফসলের নাম লেখাে।
উত্তর:
👉ভারতের দুটি বাগিচা ফসল হল—
(i) চা ও (ii) কফি।
👉ভারতের দুটি তন্তুজ ফসল হল—
(i) তুলাে ও (ii) পাট।
Comments
Post a Comment