বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৬
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
পরিবেশ দূষণের জন্য দায়ী একটি গ্যাসীয় দূষকের নাম লেখো।
উত্তর:
পরিবেশ দূষণের জন্য দায়ী একটি গ্যাসীয় দূষক হল সালফার ডাইঅক্সাইড (SO₂)।
প্রশ্ন:২
শুষ্ককরণ কাজে কোন্ অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তর:
শুষ্ককরণ কাজে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
স্বর্ণকারদের দোকান থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকে দূষিত করে ?
উত্তর:
স্বর্ণকারদের দোকান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডলকে দূষিত করে।
প্রশ্ন:৪
বায়ুমণ্ডলে কোন্ গ্যাসের উপস্থিতির জন্য অম্লবৃষ্টি হয় ?
উত্তর:
বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড (SO₂), নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) এবং কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড (CO₂) গ্যাসের উপস্থিতির জন্য অম্লবৃষ্টি হয়।
প্রশ্ন:৫
লাফিং গ্যাস কাকে বলে ? গ্যাসটির এরূপ নামকরণ করা হয়েছে কেন ?
উত্তর:
নাইট্রাস অক্সাইডকে NO₂ লাফিং গ্যাস বলে। নিশ্বাসের সঙ্গে এই গ্যাস শরীরে প্রবেশ করলে হাসির উদ্রেক হয় বলে একে লাফিং গ্যাস বলে।
প্রশ্ন:৬
দুটি ধাতুর নাম করো যারা উভধর্মী অক্সাইড উৎপাদন করে।
উত্তর:
অ্যালুমিনিয়াম এবং জিংক উভধর্মী অক্সাইড উৎপাদন করে।
প্রশ্ন:৭
তাজমহলের উজ্জ্বলতা হ্রাসের জন্য দায়ী কারা ?
উত্তর:
তাজমহলের আশেপাশে বেশ কিছু অ্যাসিডের কারখানা এবং অদূরবর্তী মথুরার তৈল শোধনাগার থেকে নির্গত SO₂ গ্যাস তাজমহলের উজ্জ্বলতা হ্রাসের জন্য দায়ী।
প্রশ্ন:৮
তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে কোন্ বায়ুদূষক গ্যাসের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় ?
উত্তর:
তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে বায়ুদূষক গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂)–এর মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।
প্রশ্ন:৯
স্বর্ণকারদের দোকান থেকে পরিত্যক্ত কোন্ পদার্থ জলকে দূষিত করে ?
উত্তর:
স্বর্ণকারদের দোকান থেকে পরিত্যক্ত কপার নাইট্রেট [Cu (NO₃)₂] জলকে দূষিত করে।
প্রশ্ন:১০
দুটি তরল A এবং B, 1 : 3 অনুপাতে মিশ্রিত হয়ে তৃতীয় তরল C তৈরি করে যাতে সোনা গলে যায়। A, B এবং C শনাক্ত করো।
উত্তর:
A তরল গাঢ় HNO₃ (নাইট্রিক অ্যাসিড); B তরল গাঢ় HCI (হাইড্রোক্লোরিক অ্যাসিড) এবং C তরল অম্লরাজ (অ্যাকোয়া রিজিয়া)।
Comments
Post a Comment