ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৯
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।
উত্তর:
দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ—অ্যামোনিয়াম হাইড্রক্সাইড (NH₄OH), অ্যাসিটিক অ্যাসিড (CH₃COOH)।
প্রশ্ন:২
H+ এবং AI³+ আয়ন দুটির মধ্যে কে আগে ক্যাথোডে মুক্ত হবে ?
উত্তর:
H+ এবং AI³+ আয়ন দুটির মধ্যে যেহেতু H+ আয়নের অবস্থান তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে AI³+ আয়নের নীচে, সেহেতু H+ আয়ন আগে ক্যাথোডে মুক্ত হবে।
প্রশ্ন:৩
অ্যানোডে কোন্ আয়ন তড়িৎমুক্ত হয় ?
উত্তর:
অ্যানোডে অ্যানায়ন তড়িৎমুক্ত হয়।
প্রশ্ন:৪
পারদ তড়িৎ পরিবহন করে—এটি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ?
উত্তর:
পারদ তড়িৎ পরিবহন করলেও এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ এটি একটি মৌল যা তড়িৎ পরিবহনের সময় আয়নে বিশ্লিষ্ট হয় না।
প্রশ্ন:৫
দুটি তড়িৎ ধনাত্মক এবং দুটি তড়িৎ ঋণাত্মক মৌলের নাম লেখো।
উত্তর:
দুটি তড়িৎ ধনাত্মক মৌল—সোডিয়াম, হাইড্রোজেন।
দুটি তড়িৎ ঋণাত্মক মৌল—সালফার, ক্লোরিন।
প্রশ্ন:৬
Cu²+, Na+, SO₄²-, OH-, Ag+ —এদের মধ্যে কোন্গুলি ক্যাটায়ন এবং কোন্গুলি অ্যানায়ন লেখো।
উত্তর:
ক্যাটায়ন—Cu²+, Na+, Ag+।
অ্যানায়ন—SO₄²-, OH-।
প্রশ্ন:৭
নীচের পদার্থগুলির কোন্গুলি তড়িৎপরিবাহী, কোন্গুলি তড়িৎবিশ্লেষ্য এবং কোন্গুলি তড়িৎ অবিশ্লেষ্য বলো— (a) খাদ্যলবণ, (b) তুঁতে, (c) গ্রাফাইট, (d) গ্লুকোজ, (e) বেঞ্জিন, (f) কস্টিক সোডা, (g) চিনি, (h) পারদ।
উত্তর:
তড়িৎপরিবাহী—গ্রাফাইট, পারদ।
তড়িৎবিশ্লেষ্য—খাদ্যলবণ, তুঁতে, কস্টিক সোডা ।
তড়িৎ অবিশ্লেষ্য—গ্লুকোজ, বেঞ্জিন, চিনি।
প্রশ্ন:৮
Br- এবং OH- আয়ন দুটির মধ্যে কে আগে অ্যানোডে মুক্ত হবে ?
উত্তর:
Br- ও OH- আয়ন দুটির মধ্যে OH- আয়নের অবস্থান তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে Br- আয়নের নীচে, তাই OH- আয়ন আগে অ্যানোডে মুক্ত হবে।
প্রশ্ন:৯
H এবং H + এর দুটি পার্থক্য লেখো।
উত্তর:
H—
(১)H হল একটি হাইড্রোজেনের পরমাণু।
(২) এটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না।
H+—
(১) H+ হল একটি হাইড্রোজেন আয়ন যা একটি ক্যাটায়ন।
(২) এটি দ্রবণে মুক্ত অবস্থায় থাকতে পারে।
প্রশ্ন:১০
দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো।
উত্তর:
দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ—সালফিউরিক অ্যাসিড (H₂SO₄), সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH)।
Comments
Post a Comment