দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
সাধারণ উষ্ণতায় কোন্ অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে।
প্রশ্ন:২
কোন্ অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCI) সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH₄CI) সাদা ধোঁয়া উৎপন্ন হয়।
প্রশ্ন:৩
একটি অজারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড অজারক অ্যাসিড। এর সংকেত HCl।
প্রশ্ন:৪
একটি জারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড। এর সংকেত HNO₃।
প্রশ্ন:৫
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো।
উত্তর:
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত HCl।
প্রশ্ন:৬
AgNO₃–এর দ্রবণ দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা যায় ?
উত্তর:
AgNO₃–এর দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়।
প্রশ্ন:৭
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় কি ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় না।
প্রশ্ন:৮
কোন্ অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড কি লিটমাসের রং বদলে দেয় ?
উত্তর:
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড লিটমাসের রং বদলাতে পারে না।
প্রশ্ন:১০
একটি খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড। এর সংকেত HCl।
Comments
Post a Comment