ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? প্রত্নতাত্ত্বিক উপাদান কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান (Definition of Historical Sources) অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সঠিক তথ্য বা প্রমাণ যেসব উৎস থেকে পাওয়া যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়। ঐতিহাসিকরা যেসব সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে এবং যুক্তিনিষ্ঠ বিচার-বিশ্লেষণ করে ইতিহাস রচনা করেন, সেই ভিত্তিগুলিই হলো উপাদান। ২. প্রত্নতাত্ত্বিক উপাদান (Archaeological Sources) প্রাচীন মানুষের ব্যবহৃত দ্রব্যাদি, ধ্বংসাবশেষ বা মাটির নিচে চাপা পড়ে থাকা যেসব নিদর্শনের বিজ্ঞানসম্মত খননকার্যের ফলে প্রাপ্ত তথ্যাদি ইতিহাস রচনায় সাহায্য করে, তাদের প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। উদাহরণ: (ক) লিপি বা লেখ, (খ) মুদ্রা, (গ) স্থাপত্য ও ভাস্কর্য, (ঘ) ধ্বংসাবশেষ (যেমন—হরপ্পা, মহেঞ্জোদারো)। ৩. প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি বা লেখ (Inscriptions) হলো...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
সাধারণ উষ্ণতায় কোন্ অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর:
সাধারণ উষ্ণতায় হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় থাকতে পারে।
প্রশ্ন:২
কোন্ অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCI) সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH₄CI) সাদা ধোঁয়া উৎপন্ন হয়।
প্রশ্ন:৩
একটি অজারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড অজারক অ্যাসিড। এর সংকেত HCl।
প্রশ্ন:৪
একটি জারক অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড। এর সংকেত HNO₃।
প্রশ্ন:৫
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো।
উত্তর:
মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত HCl।
প্রশ্ন:৬
AgNO₃–এর দ্রবণ দ্বারা কোন্ অ্যাসিডকে শনাক্ত করা যায় ?
উত্তর:
AgNO₃–এর দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়।
প্রশ্ন:৭
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় কি ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোনার বিক্রিয়া হয় না।
প্রশ্ন:৮
কোন্ অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড ?
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিডের নাম মিউরিয়েটিক অ্যাসিড।
প্রশ্ন:৯
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড কি লিটমাসের রং বদলে দেয় ?
উত্তর:
শুষ্ক হাইড্রোজেন ক্লোরাইড লিটমাসের রং বদলাতে পারে না।
প্রশ্ন:১০
একটি খনিজ অ্যাসিডের নাম ও সংকেত লেখো।
উত্তর:
হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড। এর সংকেত HCl।
Comments
Post a Comment