প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৯
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
তামার তড়িৎলেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো।
উত্তর:
তামার তড়িৎ-লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হল কপার সালফেটের জলীয় দ্রবণ।
প্রশ্ন:২
কপার তড়িদ্দ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে তড়িদ্দ্বার দুটির কী পরিবর্তন দেখা যায় ?
উত্তর:
অ্যানোড থেকে ধাতব Cu ইলেকট্রন বর্জন করে Cu²+ রূপে দ্রবণে চলে আসে, ফলে অ্যানোড ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং সরু হতে থাকে। অপরদিকে, CuSO₄ দ্রবণ থেকে Cu²+ আয়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হয় এবং ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপাররূপে ক্যাথোডে সঞ্চিত হয়, ফলে ক্যাথোড ক্রমশ পুরু হতে থাকে। CuSO₄ দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না।
প্রশ্ন:৩
জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড এবং অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয় এবং এদের আয়তনের অনুপাত কত ?
উত্তর:
জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে অক্সিজেনের দ্বিগুণ আয়তন হাইড্রোজেন উৎপন্ন হয়। সুতরাং, উৎপন্ন হাইড্রোজেনের আয়তন : অক্সিজেনের আয়তন = 2:1।
প্রশ্ন:৪
পরমাণু এবং আয়নের মধ্যে কোন্টি অধিকতর সুস্থিত ?
উত্তর:
পরমাণু এবং আয়নের মধ্যে আয়ন অধিকতর সুস্থিত।
প্রশ্ন:৫
একটি টিনের চামচের ওপর রুপার প্রলেপ দিতে হলে অ্যানোড, ক্যাথোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী পদার্থ ব্যবহার করবে ?
উত্তর:
টিনের চামচের ওপর রুপার প্রলেপ দিতে হলে টিনের চামচকে ক্যাথোড, বিশুদ্ধ রুপার দণ্ড বা পাতকে অ্যানোড এবং পটাশিয়াম আর্জেন্টো-সায়ানাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে।
প্রশ্ন:৬
যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে কী বলে ?
উত্তর:
যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ হয় তাকে ভোল্টামিটার বলে।
প্রশ্ন:৭
তামার তৈরি কোনো গহনার ওপর সোনার প্রলেপ দিতে হলে কোন্টিকে ক্যাথোড এবং কোন্টিকে অ্যানোডরূপে ব্যবহার করবে ?
উত্তর:
তামার তৈরি গহনাকে ক্যাথোড এবং বিশুদ্ধ সোনার পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে।
প্রশ্ন:৮
প্ল্যাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে স্বল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়ে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে এবং অ্যানোডে যে পদার্থ উৎপন্ন হয় তাদের নাম ও সংকেত লেখো।
উত্তর:
প্ল্যাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করে সামান্য H2SO₄ মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাসের সংকেত H₂ এবং অক্সিজেন গ্যাসের সংকেত O₂।
প্রশ্ন:৯
লোহার চামচের ওপর নিকেলের তড়িৎলেপন করতে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করবে ?
উত্তর:
লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে হলে লোহার চামচকে ক্যাথোড এবং বিশুদ্ধ নিকেলের পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নিকেল অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:১০
একটি কম দামি ধাতুর অলংকারের ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী কী ব্যবহৃত হবে ?
উত্তর:
কম দামি ধাতুর অলংকারের ওপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ধাতুর অলংকারটিকে ক্যাথোড, সোনার দণ্ড পাতকে অ্যানোড এবং পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হবে।
Comments
Post a Comment