ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৩
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
কোন্ নীতির ওপর ভিত্তি করে মেন্ডেলিফের পর্যায় সারণি তৈরি করা হয়েছে ?
উত্তর:
ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে সাজিয়ে মেন্ডেলিফ পর্যায় সারণি তৈরি করেন।
প্রশ্ন:২
আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় কোন্টি ? এতে কয়টি মৌল আছে ?
উত্তর:
আধুনিক পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় হল ষষ্ঠ পর্যায়। এতে 32 টি মৌল আছে।
প্রশ্ন:৩
ত্রয়ী সূত্র কী ?
উত্তর:
রাসায়নিকভাবে সদৃশ বা সমধর্মী তিনটি মৌলকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে শ্রেণি পাওয়া যায় তাদের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে।
প্রশ্ন:৪
পর্যায় সারণির চতুর্থ ও পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে কয়টি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ?
উত্তর:
পর্যায় সারণির চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের ক্ষেত্রে 18 টি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
প্রশ্ন:৫
মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি গ্রুপ এবং কয়টি পর্যায় আছে ?
উত্তর:
আধুনিক পর্যায় সারণিতে নয়টি শ্রেণি বা গ্রুপ এবং সাতটি পর্যায় আছে।
প্রশ্ন:৬
আধুনিক পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায় কোন্টি ? এতে কয়টি মৌল আছে ?
উত্তর:
আধুনিক পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায় হল প্রথম পর্যায়। এতে দুটি মৌল আছে।
প্রশ্ন:৭
আধুনিক পর্যায় সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কয়টি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে ?
উত্তর:
পর্যায়-সারণির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আটটি মৌলের পরে ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
প্রশ্ন:৮
কোন্ নীতির ওপর ভিত্তি করে মৌলগুলিকে আধুনিক পর্যায় সারণিতে স্থান দেওয়া হয়েছে ?
উত্তর:
ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী মৌলগুলিকে সাজিয়ে আধুনিক পর্যায় সারণি তৈরি করা হয়েছে।
প্রশ্ন:৯
সন্ধিগত মৌলগুলি আধুনিক পর্যায় সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত ? প্রতিটি শ্রেণিতে কয়টি করে সন্ধিগত মৌল আছে ?
উত্তর:
সন্ধিগত মৌলগুলি আধুনিক পর্যায় সারণির চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে অবস্থিত। প্রতিটি পর্যায়ে নয়টি করে মোট 36 টি সন্ধিগত মৌল আছে।
প্রশ্ন:১০
অষ্টক সূত্র কী ?
উত্তর:
কয়েকটি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে-কোনো মৌলের ধর্মের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্ম সদৃশ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে।
✸✸✸
➤পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন সেট ২২[PREV]
➤পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন সেট ২৪[NEXT]
✸✸✸
Comments
Post a Comment