দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৭
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একটি অজৈব সার হল অ্যামোনিয়াম সালফেট। এর সংকেত হল (NH₄)₂SO₄।
প্রশ্ন:২
ডিটারজেন্টের মুখ্য কাজ কী ?
উত্তর:
ডিটারজেন্টের মুখ্য কাজ জামাকাপড় পরিষ্কার করা।
প্রশ্ন:৩
কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এরুপ একটি জৈব যৌগের নাম লেখো।
উত্তর:
কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটি হল ইউরিয়া।
প্রশ্ন:৪
সাবানীভবন কী ?
উত্তর:
নারকেল তেল, তিল তেল, তুলোবীজ তেল ইত্যাদিতে কস্টিক সোডা (NaOH) বা কস্টিক পটাশ (KOH)–এর দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করে সাবান তৈরি করার পদ্ধতিকে সাবানীভবন বলে।
প্রশ্ন:৫
তড়িৎকোশ প্রস্তুতিতে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর:
তড়িৎকোশ প্রস্তুতিতে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ হল তুঁতে (কপার সালফেট)।
প্রশ্ন:৬
জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম লেখো।
উত্তর:
জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি পদার্থ হল ডিটারজেন্ট।
প্রশ্ন:৭
সাবান কী ধরনের জৈব যৌগ ?
উত্তর:
সাবান হল উচ্চ আণবিক ওজনবিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
প্রশ্ন:৮
একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।
উত্তর:
জৈব সারের নাম ইউরিয়া। ইউরিয়ার সংকেত CO(NH₂)₂।
প্রশ্ন:৯
সাবান শিল্পে ব্যবহৃত পদার্থটির নাম কী ?
উত্তর:
সাবান শিল্পে ব্যবহৃত পদার্থটি হল কস্টিক সোডা।
প্রশ্ন:১০
বোর্দো মিশ্রণ কাকে বলে ? এটি কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
তুঁতে ও কলিচুনের মিশ্রণকে বোর্দো মিশ্রণ বলে। এটি কীটনাশক হিসেবে ফল ও সবজিবাগানে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment