প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–৭
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একটি অজৈব সার হল অ্যামোনিয়াম সালফেট। এর সংকেত হল (NH₄)₂SO₄।
প্রশ্ন:২
ডিটারজেন্টের মুখ্য কাজ কী ?
উত্তর:
ডিটারজেন্টের মুখ্য কাজ জামাকাপড় পরিষ্কার করা।
প্রশ্ন:৩
কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এরুপ একটি জৈব যৌগের নাম লেখো।
উত্তর:
কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটি হল ইউরিয়া।
প্রশ্ন:৪
সাবানীভবন কী ?
উত্তর:
নারকেল তেল, তিল তেল, তুলোবীজ তেল ইত্যাদিতে কস্টিক সোডা (NaOH) বা কস্টিক পটাশ (KOH)–এর দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করে সাবান তৈরি করার পদ্ধতিকে সাবানীভবন বলে।
প্রশ্ন:৫
তড়িৎকোশ প্রস্তুতিতে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর:
তড়িৎকোশ প্রস্তুতিতে ব্যবহৃত একটি রাসায়নিক পদার্থ হল তুঁতে (কপার সালফেট)।
প্রশ্ন:৬
জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম লেখো।
উত্তর:
জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি পদার্থ হল ডিটারজেন্ট।
প্রশ্ন:৭
সাবান কী ধরনের জৈব যৌগ ?
উত্তর:
সাবান হল উচ্চ আণবিক ওজনবিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
প্রশ্ন:৮
একটি জৈব সারের নাম ও সংকেত লেখো।
উত্তর:
জৈব সারের নাম ইউরিয়া। ইউরিয়ার সংকেত CO(NH₂)₂।
প্রশ্ন:৯
সাবান শিল্পে ব্যবহৃত পদার্থটির নাম কী ?
উত্তর:
সাবান শিল্পে ব্যবহৃত পদার্থটি হল কস্টিক সোডা।
প্রশ্ন:১০
বোর্দো মিশ্রণ কাকে বলে ? এটি কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
তুঁতে ও কলিচুনের মিশ্রণকে বোর্দো মিশ্রণ বলে। এটি কীটনাশক হিসেবে ফল ও সবজিবাগানে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment