প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৮
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
বিজারণে মৌলের যোজ্যতা বাড়ে না কমে ?
উত্তর:
বিজারণে মৌলের যোজ্যতা কমে।
প্রশ্ন:২
একটি গ্যাসের নাম লেখো যা জারক এবং বিজারক দুভাবেই কাজ করে।
উত্তর:
জারক এবং বিজারক উভয়রূপে কাজ করে এরুপ গ্যাসের নাম সালফার ডাইঅক্সাইড (SO₂)।
প্রশ্ন:৩
দহন একটি জারণ ক্রিয়া—ব্যাখ্যা করো।
উত্তর:
দহনে অক্সিজেন বা তড়িৎ-ঋণাত্মক মৌলের সংযোগ ঘটে। তাই দহন জারণ ক্রিয়া। দহনে তাপ ও আলো উৎপন্ন হয়। কার্বন পোড়ালে জারণ ক্রিয়া ঘটে CO₂ উৎপন্ন হয় এবং কার্বন জ্বলতে থাকে।
প্রশ্ন:৪
CO এবং CO₂–এর মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক ?
উত্তর:
CO এবং CO₂-এর মধ্যে CO₂ জারক এবং Co বিজারক পদার্থ।
প্রশ্ন:৫
কোন্ জাতীয় মূলক যুক্ত হলে জারণ এবং কোন্ জাতীয় মূলক যুক্ত হলে বিজারণ ঘটে ?
উত্তর:
তড়িৎ-ঋণাত্মক মূলক যুক্ত হলে জারণ এবং তড়িৎ ধনাত্মক মূলক যুক্ত হলে বিজারণ ঘটে।
প্রশ্ন:৬
একটি জারক গ্যাস এবং একটি বিজারক গ্যাসের নাম লেখো।
উত্তর:
একটি জারক গ্যাস হল অক্সিজেন (O₂) এবং একটি বিজারক গ্যাস হল হাইড্রোজেন (H₂)।
প্রশ্ন:৭
একটি তরল জারক পদার্থের নাম লেখো।
উত্তর:
তরল জারক পদার্থ—গাঢ় সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)।
প্রশ্ন:৮
একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে তড়িৎ-ধনাত্মক মৌল অপসারিত হলে যৌগটির জারণ ও বিজারণের মধ্যে কোনটি ঘটে ?
উত্তর:
কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল অপসারিত হলে যৌগটির জারণ ঘটে।
প্রশ্ন:৯
জারক এবং বিজারক দুই হিসেবে কাজ করে এরূপ দুটি পদার্থের নাম লেখো।
উত্তর:
জারক এবং বিজারক উভয়রূপে কাজ করে এরূপ দুটি পদার্থ হল—সালফার ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন পারক্সাইড।
প্রশ্ন:১০
জারণে মৌলের যোজ্যতার কী পরিবর্তন হয় ?
উত্তর:
জারণে মৌলের যোজ্যতা বাড়ে।
Comments
Post a Comment