নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–১৫
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
পেট্রোল কি হিসেবে ব্যবহৃত হয় ?
উত্তর:
পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:২
একটি অজৈব লবণের নাম লেখো যার জলীয় দ্রবণ প্রশম।
উত্তর:
জলীয় দ্রবণ প্রশম এরূপ একটি অজৈব লবণ হল সোডিয়াম ক্লোরাইড।
প্রশ্ন:৩
কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম কী ? এর সংকেত লেখো। এটি উদ্ত্যাগী না উদ্গ্রাহী বস্তু ?
উত্তর:
কাপড়-কাচা সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট। এর সংকেত Na₂CO₃.10H₂O। এটি উদ্ত্যাগী বস্তু।
প্রশ্ন:৪
একটি বিরঞ্জক পদার্থের নাম লেখো।
উত্তর:
একটি বিরঞ্জক পদার্থ হল ব্লিচিং পাউডার।
প্রশ্ন:৫
রবার শিল্পে ব্যবহৃত হয় কোন্ জৈব যৌগটি ?
উত্তর:
রবার শিল্পে ব্যবহৃত জৈব যৌগটি হল ভিনিগার।
প্রশ্ন:৬
সৈন্ধব লবণ কাকে বলে ?
উত্তর:
সামান্য পরিমাণ আয়রন অক্সাইডের অশুদ্ধিযুক্ত খনিজ লবণকে সৈন্ধব লবণ বলে।
প্রশ্ন:৭
জলের খরতা দূরীকরণে ব্যবহৃত একটি রাসায়নিকের নাম ও সংকেত লেখো।
উত্তর:
জলের খরতা দূরীকরণে ব্যবহৃত রাসায়নিকটি হল সোডিয়াম কার্বনেট এবং এর সংকেত Na₂CO₃।
প্রশ্ন:৮
রোগীর দেহে জলের পরিমাণ কমে গেলে যে পদার্থের জলীয় দ্রবণ ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় তার নাম ও সংকেত লেখো।
উত্তর:
রোগীর দেহে জলের পরিমাণ কমে গেলে যে পদার্থের জলীয় দ্রবণ ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয় তার নাম সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত NaCl।
প্রশ্ন:৯
খাদ্যলবণের রাসায়নিক নাম লেখো।
উত্তর:
খাদ্যলবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড।
প্রশ্ন:১০
বেকিং পাউডার কী ? কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর:
সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে। পাউরুটি তৈরি করতে বেকিং পাউডার ব্যবহার করা হয়।
Comments
Post a Comment