ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
দুটি নিষ্ক্রিয় মৌল ও দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর:
দুটি নিষ্ক্রিয় মৌল—হিলিয়াম, আর্গন।
দুটি তেজস্ক্রিয় মৌল—রেডিয়াম, অ্যাক্টিনিয়াম।
প্রশ্ন:২
অসমাপ্ত পর্যায় কোন্টি ? একে অসমাপ্ত বলা হয় কেন ?
উত্তর:
সপ্তম পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলে। কারণ এই পর্যায়ে স্থান দেওয়া যায় এরূপ আরও মৌল আবিষ্কারের সম্ভাবনা আছে।
প্রশ্ন:৩
দুটি সন্ধিগত মৌলের নাম লেখো।
উত্তর:
প্রশ্ন:৪
মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিল না কেন ?
উত্তর:
মেন্ডেলিফ মূল পর্যায় সারণি যখন তৈরি করেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। তাই মূল পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল। নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম শ্রেণি অর্থাৎ শূন্য শ্রেণি (0 গ্রুপ)-তে রাখা হয়।
প্রশ্ন:৫
পর্যায় সারণির কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে মৌলের (a) ধাতব ধর্ম বাড়বে, না কমবে ? (b) জারণ ক্ষমতা বাড়বে, না কমবে ?
উত্তর:
পর্যায় সারণির যে-কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে
(a) মৌলের ধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং
(b) জারণ ক্ষমতা হ্রাস পায়।
প্রশ্ন:৬
বর ধাতু বা সম্ভ্রান্ত ধাতু (noble metals) কাদের বলে ?
উত্তর:
সোনা বা গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার বা রুপা প্রভৃতি ধাতুগুলিকে বর ধাতু বলা হয়। এগুলি রাসায়নিকভাবে কম সক্রিয়।
প্রশ্ন:৭
পর্যায় সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে মৌলের (a) ধাতব ধর্ম বাড়বে, না কমবে ? (b) জারণ ক্ষমতা বাড়বে, না কমবে ?
উত্তর:
পর্যায় সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে
(a) মৌলের ধাতব ধর্ম হ্রাস পায় এবং
(b) জারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
প্রশ্ন:৮
মুদ্রা ধাতু কাদের বলে ?
উত্তর:
তামা, রুপা ও সোনা—এই তিনটি ধাতুকে মুদ্রা ধাতু বলে। মুদ্রা তৈরিতে এই ধাতুগুলো বেশি ব্যবহৃত হয় বলে এদের মুদ্রা ধাতু বলে।
প্রশ্ন:৯
অ্যাটিনাইডস্ কাদের বলে ?
উত্তর:
সপ্তম পর্যায়ের থোরিয়াম (Th) থেকে লরেনসিয়াম (Lr) পর্যন্ত তেজস্ক্রিয় মৌলগুলিকে অ্যাটিনাইডস্ বলে।
প্রশ্ন:১০
দুটি আদর্শ মৌল ও দুটি বিরলমৃত্তিকা মৌলের নাম লেখো।
উত্তর:
দুটি আদর্শ মৌল—সোডিয়াম, ম্যাগনেশিয়াম।
দুটি বিরলমৃত্তিকা মৌল—সিরিয়াম, লুটেসিয়াম।
Comments
Post a Comment