নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২১
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
দুটি নিষ্ক্রিয় মৌল ও দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো।
উত্তর:
দুটি নিষ্ক্রিয় মৌল—হিলিয়াম, আর্গন।
দুটি তেজস্ক্রিয় মৌল—রেডিয়াম, অ্যাক্টিনিয়াম।
প্রশ্ন:২
অসমাপ্ত পর্যায় কোন্টি ? একে অসমাপ্ত বলা হয় কেন ?
উত্তর:
সপ্তম পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলে। কারণ এই পর্যায়ে স্থান দেওয়া যায় এরূপ আরও মৌল আবিষ্কারের সম্ভাবনা আছে।
প্রশ্ন:৩
দুটি সন্ধিগত মৌলের নাম লেখো।
উত্তর:
প্রশ্ন:৪
মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিল না কেন ?
উত্তর:
মেন্ডেলিফ মূল পর্যায় সারণি যখন তৈরি করেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। তাই মূল পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল। নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম শ্রেণি অর্থাৎ শূন্য শ্রেণি (0 গ্রুপ)-তে রাখা হয়।
প্রশ্ন:৫
পর্যায় সারণির কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে মৌলের (a) ধাতব ধর্ম বাড়বে, না কমবে ? (b) জারণ ক্ষমতা বাড়বে, না কমবে ?
উত্তর:
পর্যায় সারণির যে-কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে
(a) মৌলের ধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং
(b) জারণ ক্ষমতা হ্রাস পায়।
প্রশ্ন:৬
বর ধাতু বা সম্ভ্রান্ত ধাতু (noble metals) কাদের বলে ?
উত্তর:
সোনা বা গোল্ড, প্ল্যাটিনাম, সিলভার বা রুপা প্রভৃতি ধাতুগুলিকে বর ধাতু বলা হয়। এগুলি রাসায়নিকভাবে কম সক্রিয়।
প্রশ্ন:৭
পর্যায় সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে গেলে মৌলের (a) ধাতব ধর্ম বাড়বে, না কমবে ? (b) জারণ ক্ষমতা বাড়বে, না কমবে ?
উত্তর:
পর্যায় সারণির কোনো পর্যায়ের বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে
(a) মৌলের ধাতব ধর্ম হ্রাস পায় এবং
(b) জারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
প্রশ্ন:৮
মুদ্রা ধাতু কাদের বলে ?
উত্তর:
তামা, রুপা ও সোনা—এই তিনটি ধাতুকে মুদ্রা ধাতু বলে। মুদ্রা তৈরিতে এই ধাতুগুলো বেশি ব্যবহৃত হয় বলে এদের মুদ্রা ধাতু বলে।
প্রশ্ন:৯
অ্যাটিনাইডস্ কাদের বলে ?
উত্তর:
সপ্তম পর্যায়ের থোরিয়াম (Th) থেকে লরেনসিয়াম (Lr) পর্যন্ত তেজস্ক্রিয় মৌলগুলিকে অ্যাটিনাইডস্ বলে।
প্রশ্ন:১০
দুটি আদর্শ মৌল ও দুটি বিরলমৃত্তিকা মৌলের নাম লেখো।
উত্তর:
দুটি আদর্শ মৌল—সোডিয়াম, ম্যাগনেশিয়াম।
দুটি বিরলমৃত্তিকা মৌল—সিরিয়াম, লুটেসিয়াম।
Comments
Post a Comment