দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] রসায়নবিদ্যা (পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন) সেট–২৪
রসায়নবিদ্যা - পর্যায় সারণি, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, অ্যাসিড, ধাতু, জৈব রসায়ন
প্রশ্ন:১
একটি অনুঘটকের নাম লেখো যা জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে।
উত্তর:
জারক দ্রব্য হিসেবেও ব্যবহৃত হতে পারে এরূপ অনুঘটকের নাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (MnO₂)।
প্রশ্ন:২
তড়িৎযোজী যৌগ কী দ্বারা গঠিত ?
উত্তর:
আয়নীয় বন্ধন দ্বারা গঠিত।
প্রশ্ন:৩
নীচের পদার্থগুলির মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক তা লেখো—
CO, CO₂, HNO₃, NH₃, H₂SO₄, Cl₂, KMnO₄
উত্তর:
জারক পদার্থ—CO₂, HNO₃, H₂SO₄, Cl₂, KMnO₄।
বিজারক পদার্থ—CO, NH₃।
প্রশ্ন:৪
দুটি ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো।
উত্তর:
নেপচুনিয়াম, লরেনসিয়াম।
প্রশ্ন:৫
HNO₃ এবং HBr অ্যাসিড দুটির মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক ?
উত্তর:
HNO₃ এবং HBr অ্যাসিড দুটির মধ্যে HNO₃ জারক এবং HBr বিজারক পদার্থ।
প্রশ্ন:৬
একটি মুদ্রা ধাতুর নাম ও চিহ্ন লেখো।
উত্তর:
একটি মুদ্রা ধাতু হল কপার। এর চিহ্ন Cu।
প্রশ্ন:৭
সমযোজী একবন্ধন আছে এমন একটি মৌলের নাম ও সংকেত লেখো।
উত্তর:
একবন্ধন মৌল—হাইড্রোজেন।
সংকেত—H₂ (H—H)।
প্রশ্ন:৮
অক্সিজেনের উপস্থিতি নেই এমন একটি জারক পদার্থ এবং হাইড্রোজেনের উপস্থিতি নেই এমন একটি বিজারক পদার্থের নাম লেখো।
উত্তর:
অক্সিজেনের উপস্থিতি নেই এরূপ জারক পদার্থ ক্লোরিন (Cl₂) এবং হাইড্রোজেনের উপস্থিতি নেই এরূপ বিজারক পদার্থ হল কার্বন (C)।
প্রশ্ন:৯
CH₄ যৌগে কার্বনের যোজ্যতা কত হবে এবং কেন ?
উত্তর:
CH₄ যৌগে কার্বনের যোজ্যতা=4; এই যৌগে কার্বন পরমাণু 4 টি ইলেকট্রন-জোড় গঠন করে বলে কার্বনের যোজ্যতা 4 হয়।
প্রশ্ন:১০
C এবং Br₂–এর মধ্যে কোন্টি জারক এবং কোন্টি বিজারক ?
উত্তর:
C এবং Br₂–এর মধ্যে Br₂ জারক এবং C বিজারক পদার্থ।
Comments
Post a Comment